/indian-express-bangla/media/media_files/2025/09/02/mahan-aryaman-scindia-2025-09-02-10-03-09.jpg)
মহান আর্যমান সিন্ধিয়া
Mahan Aryaman Scindia: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) ছেলে তথা গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মহান আর্যমান সিন্ধিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর সেইসঙ্গে গোয়ালিয়রের প্রাক্তন রাজবংশের তৃতীয় প্রজন্মের ২৯ বছর বয়সি বংশধর ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলানোর পথে এগিয়ে চলেছেন।
Roger Binny: সামনে এল 'আসল সত্যি'! জেনে নিন, কেন BCCI সভাপতির পদ ছাড়লেন রজার বিনি?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৫৭ সালে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল। বর্তমানে এই অ্যাসোসিয়েশনের তরুণতম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত মহান আর্যমান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন নির্বাচন
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখ্য প্রশাসনিক আধিকারিক (CAO) রোহিত পণ্ডিত গত সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এমপিসিএ ভোটে সভাপতি সহ প্রত্যেকটা পদের নির্বাচনই একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। গোটা প্রক্রিয়াই একেবারে সর্বসম্মতিক্রমে হয়েছে।
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, নবনির্বাচিত এই কার্যসমিতির উপর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলমোহর পড়ে যাবে। এরপরই সকলে দায়িত্ব গ্রহণ করবেন।
Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন
পণ্ডিতের কথায়, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমপিসিএ-র কার্যসমিতিতে সব সভাপতির পদে থাকবেন বিনীত শেঠিয়া, সচিব পদে সুধীর আসনানি, যুগ্ম সচিব অরুন্ধতী কিরকিরে এবং কোষাধ্যক্ষ সঞ্জীব দুয়াকে নির্বাচন করা হয়েছে।
BCCI Job Qualification: চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে বিসিসিআই, কীভাবে করবেন আবেদন?
ক্রিকেট প্রশাসনে সক্রিয়তা
উল্লেখ্য, গত তিন বছরে ক্রিকেট প্রশাসনে মহান আর্যমানের যথেষ্ট সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে। ২০২২ সালে মহান আর্যমান জিডিসিএ-র সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওই একই বছর তাঁকে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল।
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অভিলাষ খাণ্ডেকর জানিয়েছেন, 'বিগত ৬ বছরে এমপিসিএ একাধিক সাফল্যের শৃঙ্গ অর্জন করেছে। আমি আশা করব, মহান আর্যমান সিন্ধিয়ার নেতৃত্বে এই নবনির্বাচিত কার্যসমিতি এমপিসিএ-কে আরও অনেক সাফল্যের উচ্চতর শৃঙ্গে নিয়ে যাবে।'