/indian-express-bangla/media/media_files/2025/10/28/sports-trending-28-october-2025-10-28-23-36-22.jpg)
দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News: মঙ্গলবার (২৮ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, চেন্নাইন এফসি-কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ডেম্পো এসসি-র বিরুদ্ধে লজ্জার ড্র মোহনবাগান সুপার জায়ান্টের। কেমনই বা আছেন শ্রেয়স আইয়ার? আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ইস্টবেঙ্গলের জয়
চলতি সুপার কাপে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। আজ তারা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করে। জোড়া গোল করলেন বিপিন সিং। এছাড়া একটি করে গোল করেছেন কেভিন সিবিয়ে এবং হিরোশি ইবুসুকি।
পড়ে নিন বিস্তারিত:
পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল
মঙ্গলবার (২৮ অক্টোবর) তারা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছিল। আর এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে পয়েন্ট তালিকাতেও মোহনবাগান সুপার জায়ান্টকে টপকে তারা শীর্ষস্থানে উঠে এসেছে। বর্তমানে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট দুটো দলের কাছেই ৪ পয়েন্ট করে রয়েছে। দুটো দলই হারিয়েছে চেন্নাইন এফসি-কে। তবে গোল পার্থক্যে মোহনবাগানের তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
পড়ে নিন বিস্তারিত:
East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল
মোহনবাগানের ড্র
চলতি সুপার কাপের অন্যতম দুর্বল দল ডেম্পো এসসি-র আজ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্য়াচে তারা গোলশূন্য ড্র করে। খেলার শেষে ফলাফলের যাবতীয় দায় নিজের কাঁধে নিলেন হেড কোচ হোসে মলিনা। পরের ম্য়াচে মোহনবাগান খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে।
পড়ে নিন বিস্তারিত:
শ্রেয়স আইয়ারের হেলথ আপডেট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এই ম্য়াচে একটি ক্যাচ নিতে গিয়ে মারাত্মক চোট পান। তবে স্বস্তির খবর, আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন তিনি। ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারকে আপাতত ICU থেকে বের করে আনা হয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
Shreyas Iyer Injury Update: ICU থেকে তো বের করা হল, কবে টিম ইন্ডিয়ায় ফিরবেন শ্রেয়স?
কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন রোহিত?
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, অভিষেক নায়ারকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ করতে পারে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই পরিস্থিতিতে রোহিত শর্মা (Rohit Sharma) কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন। কারণ, রোহিত এবং অভিষেক দুজনেই খুব ভাল বন্ধু। দুজনেই একটা সময় মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলতেন।
পড়ে নিন বিস্তারিত:
Rohit Sharma in KKR: KKR-য়ে যোগ দিচ্ছেন রোহিত শর্মা? সামনে এল চাঞ্চল্যকর খবর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us