/indian-express-bangla/media/media_files/2025/11/03/3-november-2025-11-03-23-19-57.jpg)
দেখে নিন এখনই
Top 5 Sports News: সোমবার (৩ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। ভারতীয় ক্রিকেট দল মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। সেকারণে গোটা দেশজুড়ে আপাতত বইছে খুশির বন্যা। কেউ জানাচ্ছেন শুভেচ্ছা, কেউবা আবার শেয়ার করছেন অনুভূতির কথা। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
হরমনপ্রীতের 'এক' সিদ্ধান্তেই বাজিমাত!
ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) খোলসা করলেন, কীভাবে এই ম্য়াচের ভাগ্য বদলে গেল। তিনি জানিয়েছে, শেফালি বর্মার হাতে বল তুলে দিতেই এই ম্য়াচের মোড় ঘুরে যায়। উল্লেখ্য, জোড়া উইকেট শিকার করলেন শেফালি।
পড়ুন বিস্তারিত:
Harmanpreet Kaur News Update: হরমনপ্রীতের 'এক' সিদ্ধান্তেই বাজিমাত! বিশ্বকাপে শাপমোচন টিম ইন্ডিয়ার
বিশ্বকাপ জেতার পর একথাই বললেন রিচা
রবিবার মধ্যরাতে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস রচনা করেছে। বাকি ক্রিকেটারদের মতো খুব স্বাভাবিকভাবে রিচারও (Richa Ghosh) উচ্ছ্বাসের বাঁধ ভেঙে গিয়েছে। তিনি বললেন, 'এই বিশ্বকাপ খেতাবের জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। কবে এই ট্রফিটা তুলব, সেটা ভেবেই দিন কাটিয়েছি। আজ আমরা শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই অনুভব মুখের ভাষায় প্রকাশ করতে পারব না।'
পড়ুন বিস্তারিত:
Richa Ghosh Latest News: জিতেছেন বিশ্বকাপ, দেশকে করেছেন গর্বিত! কী বললেন বাংলার মেয়ে রিচা?
ভারত বিশ্বকাপ জিততেই আর্থিক পুরস্কার ঘোষণা BCCI-এর
দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথমবারের মত জিতে নিল আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি। নবি মুম্বইয়ে আয়োজিত ফাইনালে ভারত ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে। এই জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। এই অর্থ খেলোয়াড়, কোচিং স্টাফ, সিলেক্টর ও সাপোর্ট টিমের মধ্যে বণ্টন করা হবে।
পড়ুন বিস্তারিত:
ভারত বিশ্বকাপ জিততে চোখে জল রোহিতের
টিম ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার জয় তিনিও উদযাপন করেন এবং যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
পড়ুন বিস্তারিত:
Rohit Sharma Emotional: ভারত জিততেই কেঁদে ফেললেন রোহিত? ভাইরাল হল ভিডিও
টিম ইন্ডিয়ার জন্য আপাতত হচ্ছে না ভিকট্রি প্যারেড
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। বহু বছর অপেক্ষার পর অবশেষে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই পরিস্থিতিতে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির জন্য আদৌ কোনও ভিকট্রি প্যারেড আয়োজন করবে বিসিসিআই?
পড়ুন বিস্তারিত:
Indian Women Cricket Team: বিশ্বকাপ জয়ের পরও হবে না ভিকট্রি প্যারেড! মহিলাদের জন্য় আলাদা নিয়ম?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us