45 Runs in 1 Over: এক ওভারে ৪৫ রান, ১৭ ছক্কা আর ১১ চার! শুটিয়ে লাল করলেন এই আফগান ব্যাটার

Usman Ghani 45 Runs In One Over: উসমান গনি এক ওভারে ৪৫ রান সংগ্রহ করেছেন। আর ক্রিকেট বিশ্বে কায়েম করেছেন এক নয়া রেকর্ড। বিপক্ষ বোলারদের তিনি কার্যত দুরমুশ করে ছেড়েছেন।

Usman Ghani 45 Runs In One Over: উসমান গনি এক ওভারে ৪৫ রান সংগ্রহ করেছেন। আর ক্রিকেট বিশ্বে কায়েম করেছেন এক নয়া রেকর্ড। বিপক্ষ বোলারদের তিনি কার্যত দুরমুশ করে ছেড়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Usman Ghani

ক্রিকেট বিশ্বে এক নয়া রেকর্ড কায়েম করলেন উসমান গনি

Cricket News: কোনও ক্রিকেট ম্য়াচে এক ওভারে ৩৬ রানের রেকর্ড হয়ত আপনারা অনেকেই দেখেছেন। তবে আফগানিস্তানের একজন ব্যাটার এবার এমন লঙ্কাকাণ্ড করলেন, যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাই করতে পারেনি। ইংল্যান্ডে আপাতত ECS টি-১০ লিগ আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে আফগান ব্যাটার উসমান গনির (Usman Ghani) বিধ্বংসী ব্যাটিং এমন তাণ্ডবলীলা চালিয়েছে, যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত হতবাক হয়ে গিয়েছে।

Advertisment

উসমান গনি এক ওভারে ৪৫ রান সংগ্রহ করেছেন। আর ক্রিকেট বিশ্বে কায়েম করেছেন এক নয়া রেকর্ড। বিপক্ষ বোলারদের তিনি কার্যত দুরমুশ করে ছেড়েছেন। মাত্র ৪৩ বলে তিনি অপরাজিত ১৫৩ রানে একটি লা-জবাব ইনিংস উপহার দেন। ইতিমধ্যে তিনি ১৭ ছক্কা আর ১১ চার হাঁকিয়েছেন। গনির এই ধামাকাদার ইনিংস দেখার পর গোটা ক্রিকেট বিশ্বে কার্যত ত্রাসের সঞ্চার হয়েছে।

Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের

Advertisment

এক ওভারে ৪৫ রান করে গড়লেন বিশ্ব রেকর্ড

গত ১ অগাস্ট ইসিএস টি-১০ লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট এবং গিলফোর্ডের মধ্য়ে একটি ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্য়াচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগানিস্তানের ক্রিকেটার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করলেন। গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। এর্নির এই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩ চার হাঁকিয়েছেন। আর সেই দৌলতে তিনি ৪২ রান সংগ্রহ করেন।

Cricketer Tragic Life: ডিভোর্সের যন্ত্রণায় জীবন ভেঙে চুরমার! নিজেকে শেষ করতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা

পাশাপাশি এই ওভারে ২ নো বল এবং একটি ওয়াইড বল হয়েছে। ফলে, আরও তিনটে রান যোগ হয়েছে। পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড। ইতিপূর্বে, আর কোনও ব্যাটার এত বেশি রান করতে পারেননি।

Cricketer Biopic: ভারতীয় ক্রিকেটে এক অসমাপ্ত স্বপ্ন! বিশ্বজয়ী অধিনায়কের করুণ কাহিনী এবার বড়পর্দায়

মাত্র ৪৩ বলে গনি করেছেন ১৫৩ রান

গিলফোর্ডের বিরুদ্ধে উসমান মাত্র ৪৩ বলে ১৫৩ রানের ধামাকাদার ইনিংস খেলেছেন। এই ইনিংসে রয়েছে ১৭ ছয় এবং ১১ চার। ইতিমধ্যে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতেই লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের বিশাল স্কোর খাড়া করে। তাঁর ওপেনিং পার্টনার ইসমাইল ওয়াহারমানিও ১৯ বলে ৬১ রান করেন।

Cricketer Controversy: বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকার কুকীর্তি ফাঁস, বিমানসেবিকার #MeToo অভিযোগে তোলপাড়

এর জবাবে গিলফোর্ড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৫৫ রান তুলেছে। তাদের কোনও ব্যাটারই ৫০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেননি। আর শেষপর্যন্ত লন্ডন কাউন্টি ৭১ রানে জয়লাভ করেছে।

Indian Cricketer Retires: ইংল্যান্ড সিরিজের মাঝেই চরম দুঃসংবাদ, অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার

কে এই উসমান গনি?

২৮ বছর বয়সি উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার। ২০১৪ সালে তিনি ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেছিলেন। পরের বছর অর্থাৎ ২০১৫ সালে তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পা রাখেন। আফগানিস্তানের হয়ে তিনি এখনও পর্যন্ত ১৭ ওয়ানডে এবং ৩৫ টি-২০ ম্য়াচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি একটি শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে তিনি ৭৮৬ রান করেছেন। রয়েছে চারটে হাফসেঞ্চুরি। যদিও ২০২৩ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গনি। আর সেইসঙ্গে বোর্ডের সঙ্গে দুরত্ব বাড়িয়ে নেন। তিনি জানান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব যতদিন না পর্যন্ত 'সঠিক ম্যানেজমেন্ট এবং সৎ নির্বাচন কমিটির' হাতে আসবে, ততদিন তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে আর খেলবেন না।

Cricket News Usman Ghani