Veda Krishnamurthy: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) তারকা ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সঙ্গে তিনি অবশ্য এও জানিয়েছেন যে অন্য কোনও ভূমিকায় তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থাকবেন। কর্নাটকের প্রাক্তন ক্রিকেটার অর্জুন হোয়সলাকে বিয়ে করেছেন তিনি। ৩২ বছর বয়সি বেদা ২০২০ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন। মেলবোর্নে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই আন্তর্জাতিক টি-২০ ম্য়াচের পর থেকে বেদাকে আর ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া যায়নি।
এরপর পাঁচ বছর অপেক্ষা করেছেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। কিন্তু, সুযোগ আর আসেনি। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, চূড়ান্ত অভিমানেই নাকি অবসর গ্রহণ করলেন বেদা কৃষ্ণমূর্তি! যদিও এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি।
Indian Cricketer Retires: ইংল্যান্ড সিরিজের মাঝেই চরম দুঃসংবাদ, অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার
গত বছর খেলেছিলেন WPL ম্য়াচ
আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য যথেষ্ট নামডাক ছিল বেদা কৃষ্ণমূর্তির। গত বছর উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি গুজরাট জায়ান্টসের হয়ে খেলেছিলেন। ইতিমধ্যে তিনি কর্নাটক এবং রেলওয়ের হয়ে অধিনায়কত্বও করেন। মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে এক অনন্য রেকর্ড কায়েম করেছেন তিনি। কোনও অ-উইকেটকিপার হিসেবে সর্বাধিক ক্যাচ তালুবন্দি করার রেকর্ড যুগ্মভাবে হাসিল করেছেন তিনি। বেশ কয়েকবছর ধরে কমেন্ট্রিতেও হাত পাকিয়েছেন বেদা।
IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা
বাবা-মা এবং অধিনায়ককে ধন্যবাদ জানালেন বেদা
টিম ইন্ডিয়ার এই সদ্য প্রাক্তন মহিলা ক্রিকেটার অবসর গ্রহণের কথা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'আমি ছোট শহরের একটা মেয়ে হলেও বড় বড় স্বপ্ন দেখতে ভালবাসতাম। কদুরের শান্ত গলি থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরার সৌভাগ্য অর্জন করেছি... এই খেলা আমাকে খুশি, যন্ত্রণা, লক্ষ্য এবং পরিবার সবকিছু দিয়েছে।'
IND W vs ENG W 1st ODI: ব্রিটিশভূমে উড়ল ভারতের বিজয়কেতন, দেশের মেয়েরাই সিধে করল ইংরেজদের
বেদার কথায়, 'আজ আমি এই খেলাকে বিদায় জানাচ্ছি। কিন্তু, ক্রিকেটকে নয়। আমার পরিবার, ভারতীয় ক্রিকেট দলের সতীর্থ, কোচ, বন্ধুবান্ধব এবং পর্দার পিছনে থাকা প্রত্যেক সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের জন্য একটাই কথা বলতে চাই, আপনাদের ভালবাসা দুর থেকে পেলেও সেটা আমার কাছে যে কতটা মূল্যবান সম্পদ, সেটা হয়ত আপনারা বুঝবেন না।'
IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত
শেষকালে তিনি যোগ করেছেন, 'এই ক্রিকেট খেলা আমাকে একটা আলাদা জীবন দিয়েছে। এবার এই খেলাকেই আমি কিছু অন্তত ফিরিয়ে দিতে চাই। আমার মধ্যে আজও আগুনটা জ্বলছে। জীবনের প্রতিটা পদক্ষেপে গর্বের সঙ্গে খেলেছি। খেলেছি এই দলের জন্য়। খেলেছি ভারতের জন্য।'
IND W vs ENG W 4th T20: ব্রিটিশদের বিধ্বস্ত করে গর্জন বাঘিনীদের, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস টিম ইন্ডিয়ার
আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন মোট ১৭০৪ রান
২০১১ সালে বেদা কৃষ্ণমূর্তি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডে ফরম্যাটে ডেবিউ করেছিলেন। ৪৮ ওয়ানডে ম্য়াচে তিনি মোট ৮২৯ রান করেন। এরমধ্যে আটটি হাফসেঞ্চুরি রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি মোট ৭৬ ম্য়াচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে মোট ৮৭৫ রান। এরমধ্যে দুটো হাফসেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ১,৭০৪ রান করেছেন।