Big Screen Smart TV: দাম ১৫ হাজার টাকারও কম, ৩২ ইঞ্চির দামে পান ৪০ ইঞ্চি স্মার্ট টিভি!

Big Screen Smart TV: মাত্র ১২,৯৯৯ টাকায় Kodak-এর ৪০ ইঞ্চি Big Screen Smart TV কিনতে পারবেন। ফুল এইচডি ডিসপ্লে, ৩০W সাউন্ড ও একাধিক OTT অ্যাপ সব পাবেন। জানুন বিস্তারিত।

Big Screen Smart TV: মাত্র ১২,৯৯৯ টাকায় Kodak-এর ৪০ ইঞ্চি Big Screen Smart TV কিনতে পারবেন। ফুল এইচডি ডিসপ্লে, ৩০W সাউন্ড ও একাধিক OTT অ্যাপ সব পাবেন। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Big Screen Smart TV

Big Screen Smart TV: ৪০ ইঞ্চি স্মার্ট টিভি।

Big Screen Smart TV: আপনি যদি বাজেটের মধ্যে বড় স্ক্রিনের টিভির সন্ধানে থাকেন, তাহলে Kodak-এর এই ৪০ ইঞ্চি স্মার্ট টিভিটি হতে পারে একেবারে সেরা বাছাই। ৩২ ইঞ্চি টিভি ১০-১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু এই ৪০ ইঞ্চি টিভিটি আপনি পাচ্ছেন মাত্র ১২,৯৯৯ টাকায়। 

Kodak 40 ইঞ্চি স্মার্ট টিভি

Advertisment

Kodak 40 ইঞ্চি স্মার্ট টিভির আসল দাম বেশি হলেও বর্তমানে Amazon-এ ২৮% ছাড়ে এটি পাওয়া যাচ্ছে। যারা EMI বা No Cost EMI-এর সুবিধা চান, তাদের জন্যও এই টিভি সহজেই কেনার সুযোগ রয়েছে। 

আরও পড়ুন- ১০০ টাকার ধামাকা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির jio, পুজোর আগেই বাজার তোলপাড়, মিলবে ৯০ দিনের বৈধতা

এবং

Advertisment

আরও পড়ুন- নেটওয়ার্ক না থাকলেও কীভাবে ফোন করবেন? জানুন অ্যান্ড্রয়েড এবং আইফোন সেটিংস

এবং

আরও পড়ুন- ইউটিউবের সেরা ৪ কৌশল, মুহূর্তেই আপনাকে ভাইরাল করবে! বেশিরভাগ মানুষই এই ভুলটিই করেন

এই টিভির স্ক্রিন সাইজ: ৪০ ইঞ্চি, রেজোলিউশন: Full HD (1080p), রিফ্রেশ রেট: 60Hz, প্যানেল: A+ গ্রেড LED প্যানেল, এক্সট্রা ফিচার: Ultra Bright Screen, বড় স্ক্রিনে সিনেমা, ক্রিকেট বা ওয়েব সিরিজ আরও ভালো দেখা যাবে।

আরও পড়ুন- কমে গেল GST, দীপাবলির আগে হাজার হাজার টাকা সস্তায় কিনুন Royan Enfield Hunter

এবং

আরও পড়ুন- 'ব্লাড মুন' কী? বছরে চাঁদ কতবার রঙ বদল করে? জানেন না ৯০ শতাংশ মানুষ

এবং

আরও পড়ুন- ৫ হাজার ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয়, জানলেই ভিডিও তৈরি শুরু করবেন

এই টিভিতে আপনি পাবেন ৩টি HDMI পোর্ট (Set-top Box, Gaming Console, Sound System-এর জন্য), ২টি USB পোর্ট (Hard Drive ও USB Device-এর জন্য)। শুধু বড় স্ক্রিনই নয়, এর সাউন্ড সিস্টেমও যথেষ্ট শক্তিশালী। আউটপুট: 30W, ফিচার: Surround Sound Effect, RAM: 512MB, Storage: 4GB, Miracast Support: মোবাইল স্ক্রিন কাস্টিং, OTT Apps: Amazon Prime, Sony Liv, Zee5 ইত্যাদি। 

আরও পড়ুন- iPhone 17 লঞ্চের আগে, iPhone 15 Pro Max খুব কম দামে পাওয়া যাচ্ছে, দেখে নিন আপনার কতটা সাশ্রয় হবে

কোম্পানি এই টিভির সঙ্গে দিচ্ছে ১ বছরের Comprehensive Warranty। Kodak-এর এই টিভিটি বাজারে Xiaomi, Philips, Samsung, TCL, Motorola এবং Acer-এর মতো ব্র্যান্ডের সাথে সরাসরি প্রতিযোগিতা করছে। ১৫,০০০ টাকার নীচে বড় স্ক্রিন টিভির মধ্যে এটিই অন্যতম সেরা।

TV Smart