/indian-express-bangla/media/media_files/2025/07/31/post-office-2025-07-31-14-34-18.jpg)
India Post: প্রতীকী ছবি।
আপনার ছোট ছোট সঞ্চয়ও আগামী কয়েক বছরের মধ্যে বড় অঙ্কের তহবিলে রূপ নিতে পারে। কী অবাক হলেন? এমনই সুযোগ দিচ্ছে ভারত সরকারের একটি নিরাপদ ও নির্ভরযোগ্য প্রকল্প। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Recurring Deposit বা RD) স্কিমটি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিমুক্তভাবে নির্দিষ্ট সুদের হারে টাকা বাড়ানোর সুবর্ণ সুযোগ প্রদান করছে।
এই স্কিমে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করা যায়, যার শুরু মাত্র ১০০ টাকা থেকে। পাঁচ বছর ধরে নিয়মিত জমা রাখলে বিনিয়োগকারীরা সুদের উপর সুদ (compound interest) হিসেবে একটি বড় অঙ্কের টাকা পেতে পারেন।
উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতি মাসে ১৫,০০০ টাকা করে জমা করেন, তাহলে পাঁচ বছরে মোট ৯ লক্ষ টাকা জমা হবে। বর্তমানে ৬.৭% বার্ষিক সুদের হারে তিনি প্রায় ১.৭ লক্ষ টাকা সুদ পাবেন। অর্থাৎ, মেয়াদ শেষে মোট ১০.৭ লক্ষ টাকা হাতে পাবেন—যা সম্পূর্ণরূপে নিরাপদ ও নিশ্চিত।
ডাকঘর RD স্কিমটি ভারত সরকারের দ্বারা সমর্থিত, ফলে বিনিয়োগকারীর টাকা মারের কোন রকম ঝুঁকি নেই। বাজারে ওঠানামার প্রভাব এই স্কিমে পড়ে না। এটি বিশেষভাবে উপযুক্ত তাদের জন্য, যারা ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন খুঁজছেন।
এই স্কিমের সুদের হার প্রতি তিন মাস অন্তর সরকার দ্বারা পুনর্বিবেচনা করা হয়। বর্তমানে সুদের হার ৬.৭%। বিনিয়োগকারীরা আগেভাগেই জানতে পারেন মেয়াদ শেষে তারা ঠিক কত টাকা পাবেন, যা এটিকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তোলে।
আরডি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও সহজ—নিকটতম পোস্ট অফিসে গিয়ে মাত্র কয়েক মিনিটেই এটি খোলা যায়। পাশাপাশি, এই স্কিমে কর সাশ্রয়ের সুবিধাও পাওয়া যায়।
যারা ভবিষ্যতের জন্য সুরক্ষিত এবং নিশ্চিত রিটার্নসহ বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য পোস্ট অফিসের এই RD স্কিম হতে পারে একটি চমৎকার বিকল্প।
আরও পড়ুন-দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন
গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে?
২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে
ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র
আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত!
৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us