Advertisment

মধ্যবিত্তের জন্য হাজার দশেক টাকার ক্যামেরা ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি

ইতিমধ্যে ফ্লিপকার্ট তার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ফোনটির নাম। ওয়াকিবহালরা মনে করছেন Redmi Note 8 ফোনকে টেক্কা দিতে সক্ষম Realmi5i

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাজার দশের টাকার মধ্যে ফোন কেনার পরিকল্পনা থাকলে কিছুদিন অপেক্ষা করে যান। কারণ, খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির বাজেট ফোন। নাম Realme5i।

Advertisment

Realme5 এর উত্তরসূরী এই ফোন। হুবহু একই দেখতে রিয়েলমির নতুন ফোন। যার মধ্যে থাকছে চারটি ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা। মনে করা হচ্ছে ভারতের বাজারে ফোনটির দাম হবে হাজার দশেক টাকা।স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখযোগ্যগুলি হল, ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, আইপিএস প্যানেল, ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন, ও স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য গোরিলা গ্লাস।

আরও পড়ুন:অ্যামাজন, ফ্লিপকার্টকে কোণঠাসা করতে প্রস্তুত রিলায়েন্স জিও!

কেন কিনবেন Realme5i? এই ফোনের ক্যামেরাই মূল ইউএসপি। তাই আপনি যদি ক্যামেরা ভালো দেখে ফোন কিনতে ইচ্ছুক হন এবং আপনার বাজেট থাকে হাজার দশেক টাকা। তাহলে যথাযথ হবে Realme5i। ফোনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে ১২ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৩ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে। কোম্পানি দাবি করছে, ১২ মেগাপিক্সেল সেন্সর দিয়ে আপনি '৩০fps'এ '4K' ভিডিও শুট করা সম্ভব হবে। শুধু তাই নয়, ১২০fps এ স্লো-মো ভিডিও করা যাবে। সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল। এছাড়া ফোনে থাকছে ৫০০০ mAh ব্যাটারি। রিয়েলমি-র যাবতীয় ফোন সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন: বাজার কাঁপাতে স্যামসাং লঞ্চ করতে চলেছে ‘হাই বাজেটে’র ফোন, ঘোষিত হল দিনক্ষণ

Realmi5i এ থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। উল্লেখ্য,একই প্রসেসর রয়েছে Realme5 ফোনে। এই ফোনটি দুটি র‌্যাম ও স্টোরেজে পাওয়া যাবে। অ্যান্ড্রায়েড নাইন পাইতে চলবে ফোন। নীল ও সবুজ রঙের মডেলে পাওয়া যাবে Realme 5i। ইতিমধ্যে ফ্লিপকার্ট তার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ফোনটির নাম। ওয়াকিবহালরা মনে করছেন Redmi Note 8 ফোনকে টেক্কা দিতে সক্ষম Realmi5i

Read the full story in English

realme
Advertisment