Schools Bomb Threat: সাতসকাল চরম আতঙ্কে হুলস্থূল!ঘটনাস্থলে পুলিশ, বোম স্কোয়াড... ব্যাপারটা কী?

Delhi Schools Bomb Threat: আজ (১৮ জুলাই) আবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকির জেরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে।

Delhi Schools Bomb Threat: আজ (১৮ জুলাই) আবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকির জেরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Schools Bomb Threat

সাতসকাল চরম আতঙ্কে হুলস্থূল!

Delhi Schools Bomb Threat: সাতসকালে একের পর এক স্কুলে বোমাতঙ্ক! চরম আতঙ্কে হুলস্থূল।  ঘটনাস্থলে দমকল, বোম স্কোয়াড, এর পাশাপাশি হাজির পুলিশের শীর্ষ আধিকারিকরা। এদিকে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়তে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। 

'তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত বাংলা', বঙ্গ সফরে আসার আগেই পোস্ট মোদীর

Advertisment

গতকালের পর ফের আজ দিল্লির একাধিক স্কুলে  বোমাতঙ্কের জেরে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।  বর্তমানে দমকল বিভাগ এবং দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। 

বাংলার জন্য বিরাট চমক! রাজ্যে 'উপহারের ডালি' সাজিয়ে আগামীকাল মোদীর বঙ্গ সফর

Advertisment

আজ (১৮ জুলাই) আবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার  হুমকির জেরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। শুক্রবার সকাল থেকে রাজধানীর মোট ৩টি স্কুলে বোমা হামলার হুমকি আসে। প্রথমে, রোহিণী সেক্টর ৩-এর অভিনব পাবলিক স্কুল, তারপর পশ্চিম বিহারের রিচ মন্ড স্কুল এবং এরপর রোহিণী সেক্টর ২৪-এর সভেরেন স্কুলে বোমা হালমার হুমকি চিঠি আসে। ঘটনার খবর পেয়েই  দমকল বাহিনী এবং দিল্লি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা স্কোয়াড ইতিমধ্যে তল্লাশিতে নেমেছে। 

'পার্টি চায়ও না যে আমি যাই', মোদীর সভায় না গিয়ে সাতসকালে কোথায় গেলেন দিলীপ?

এর আগে বুধবার সকালে দক্ষিণ দিল্লির বসন্ত ভ্যালি স্কুল এবং দ্বারকার সেন্ট থমাস স্কুলে ইমেলের মাধ্যমে হুমকি বার্তা আসে। দিল্লির মোট নয়টি স্কুলে টানা তিন দিনে বোমা হামলার ১০টি হুমকি ইমেল এসেছে বলে পুলিশ সূত্রে খবর।

দক্ষিণে বৃষ্টি ব্রেক কষতেই বাড়ছে গরম, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট!

দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকির বিষয়ে দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে এই হুমকি ইমেলগুলি একটি 'এনক্রিপ্টেড নেটওয়ার্ক' এর মাধ্যমে পাঠানো হয়েছে, যার ফলে তাদের 'উৎস' খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।

এআই-এর পরামর্শে ১০ দিনেই টাকা দ্বিগুণ! প্রযুক্তির এমন ব্যবহারে স্তম্ভিত সকলে!

দিল্লি পুলিশের সাইবার বিশেষজ্ঞ এবং তদন্তকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে যারা হুমকি ইমেল পাঠাচ্ছেন তারা 'ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক' (ভিপিএন) এবং 'ডার্ক ওয়েব' ব্যবহার করছেন। 'ডার্ক ওয়েব' সাধারণত গুগল, বিংয়ের মতো সার্চ ইঞ্জিন থেকে দেখা যায় না এবং শুধুমাত্র বিশেষ সফ্টওয়্যারের মাধ্যমে এটি অ্যাক্সেস করা সম্ভব।

২১ জুলাই মুখোমুখি মমতা-শুভেন্দু! ধর্মতলায় শহীদ সমাবেশে বিধিনিষেধ আরোপের ভাবনা হাইকোর্টের

Bomb Threat Bomb Squad delhi