/indian-express-bangla/media/media_files/2025/10/24/cats-2025-10-24-15-23-34.jpg)
বিজেপি নেতার কুকীর্তি প্রকাশ্যে
বাংলায় নারীদের কোনও নিরাপত্তা নেই বলে দাবি করে তৃণমূল সরকারকে বিঁধে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে বাংলার নারীদের নিরাপত্তা ও মর্যাদার
ইস্যুতে এবার ব্যাকফুটে বিজেপি। পূর্ব বর্ধমানের জামালপুরের বিজেপি কর্মী সোমনাথ পালের কুকীর্তি প্রকাশ্যে আসার পর থেকে বিজেপি নেতারা এখন কার্যত মুখ লুকাচ্ছেন। ফোন করে এক যুবতীকে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে।অভিযুক্ত বিজেপি কর্মী সোমনাথ পালকে হন্যেহয়ে খুঁজছে জামালপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল ওঠা শুরু হতেই বিজেপিকে তুলোধনা করা শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- এসএসকেএম কাণ্ডে রাজনীতি তপ্ত! অধীরের প্রশ্ন, “মুখ্যমন্ত্রীর লজ্জা আছে?”
জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েত এলাকার একটি অখ্যাত গ্রাম হল জাঙ্গিরপুর।বিজেপি কর্মী সোমনাথ পাল এই জাঙ্গিরপুর গ্রামেরই বাসিন্দা। জামালপুর থানার সন্নিকটে থাকা বিজেপি পার্টি অফিসেও সোমনাথের অবাধ যাতায়াত ছিল। অতি সম্প্রতি বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসুর উপস্থিতে জামালপুরের বিজেপি পার্টি অফিসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানে দলের গণ্যমান্য নেতা-নেত্রীদের সঙ্গে সোমনাথ পালকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।এছাড়াও বিজেপির ডাকে জামালপুরে মিটিং,মিছিল বা পথ অবরোধ কর্মসূচী যাই থাকনা কেন,সে সবেতেও সোমনাথকে প্রথম সারিতে উপস্থিত থাকতে দেখা যেত।জাঙ্গিরপুর গ্রামে বিজেপির হয়ে কর্তৃত্ব তিনিই করতেন।
আরও পড়ুন- বাংলায় PNB জালিয়াতির বিরাট পর্দা ফাঁস, জালে কে? শুনেই চমকে যাবেন
এহেন বিজেপি কর্মী সোমনাথ পালের বিরুদ্ধে জামালপুর থানা এলাকার এক যুবতী পুলিশের কাছে যে অভিযোগ জানিয়েছেন তা যে কোনও মহিলাকেই আতঙ্কিত করবে। ওই যুবতী পুলিশকে জানিয়ছেন,তিনি স্বামী পরিত্যক্তা। বর্তমানে তিনি বাবার বাড়িতেই থাকেন।নিজের অন্নসংস্থানের জন্য কয়েকমাস আগে তিনি তাঁর বাবার দোকান ঘরের পাশে ’ফাস্টফুড়ের’ দোকান খুলেছেন। তিনি দোকান খোলার পর তাঁর ফোন নম্বার কোন ভাবে সোমনাথ পাল জোগার করে। তার পর থেকে মাঝে মধ্যেই তাঁকে ফোন করে বিরক্ত করার পাশাপাশি সোমনাথ কুপ্রস্তাব দেওয়াও শুরু করে। এমনকি দিন দুপুরে তাঁকে রাস্তায় দেখতে পেলে তাঁর পথ আটকে সোমনাথ পাল অশ্লীল আচরণ করাও শুরু করে।
আরও পড়ুন- বিরাট ধাক্কা শুভেন্দু অধিকারীর! কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?
যুবতী পুলিশকে আরও জানিয়েছেন,“গত ১৬ অক্টোবর সন্ধ্যায় খরিদ্দার সেজে তাঁর ফাস্ট ফুডের দোকানে এসে তাঁকে অশালীন ইঙ্গিত করে সোমনাথ পাল। তাতে ভীত হয়ে পড়ে তিনি তাঁর দোকান ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন।ওই সময় তাঁর হাত ও মুখ চেপে ধরে সোমনাথ। এমন সময়ে তাঁর দোকানে অন্য খরিদ্দার এসে গেলে তঁকে ’ফ্লাইং কিশ’ দেবার ইঙ্গিত করে এবং তাঁর গাল টিপে দিয়ে সোমনাথ পাল পালিয়ে যায়"।
আরও পড়ুন- রুজির টানেই জীবনহানি, ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যু, শোকে পাথর পরিবার
যুবতীর বাবা জানিয়েছেন ,“সোমনাথ পালের এমন আচরণে ভীত ও অপমানিত হয়ে পড়ে তাঁর মেয়ে কান্নাকাটি শুরু করে। কি হয়েছে জানতে চাইলে তাঁর মেয়ে তাঁকে সোমনাথ পালের অশ্লীল আচরণ ও কুকীর্তির সবিস্তার জানায়। এর পরেই তিনি তাঁর মেয়ের নিরাপত্তা এবং অভিযুক্ত সোমনাথ পালের কঠোর শাস্তির দাবিতে মেয়েকে নিয়ে জামালপুর থানার দ্বারস্থ হন।তাঁর মেয়ে নিজে সোমনাথ পালের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে যুবতীর বাবা জানিয়েছেন।এনিয়ে এসডিপিও (বর্ধমান দক্ষিণ)অভিষেক মণ্ডল জানিয়েছেন,“অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। যুবক এখন পলাতক রয়েছে।পুলিশ হন্যে হয়ে তাঁর খোঁজ চালাচ্ছে "।
আরও পড়ুন- ভাইফোঁটা মিটতেই হুড়মুড়িয়ে কমল সোনার দর
এদিকে বিজেপি কর্মীর এমন কুকীর্তি প্রকাশ্যে আসাতেই গর্জে উঠেছেন রাজ্যের শাসক দলের নেতারা। বিজেপির বিরুদ্ধে একারাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন,’এটাই বিজেপির আসল স্বরুপ।সেই কারণেই তো বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেছেন ,"কামিনী কাঞ্চনে মজেছে বিজেপি’। দেবু টুডু এও বলেন,“আসলে আমাদের দলের কিছু পচা মাল আর সিপিএমের পচা মালেরা বিজেপি করছে।তাই বাংলার নারীরাও বুঝে গিয়েছেন তাঁরা কখনোই বিজেপির লোকজনের কাছে সুরক্ষিত নয়।"
আরও পড়ুন- ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম
পাল্টা প্রতিক্রিয়ায় জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বাংলায় ২৬ শের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর (SIR) হচ্ছে। বিজেপি বাংলায়
ক্ষমতায় আসবে এটা বুঝতে পেরে সিপিএম ও তৃণমূলের কলঙ্কিত লোকজন এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে ভিড়তে শুরু করেছে। সোমনাথ পাল সেই রকমই একজন। মৃত্যুঞ্জয় বাবু এও বলেন আমি খোঁজ নিয়ে জেনেছি “সোমনাথ পাল দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন।তিনি একজন মহিলার সঙ্গে যে আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে তা বিজেপি কোনদিনও সমর্থন করে না।সোমনাথ পালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে তার শাস্তি পাওয়া উচিত বলে মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us