Durga Puja 2024-Malda: দুর্গাপুজোয় এবারও সাড়া ফেলে দিচ্ছে মালদা। এই জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নজরকাড়া পুজোর আয়োজন এবারেও। বিগ বাজেটের সেই একাধিক পুজো এবারও কলকাতার নামী দামী পুজোর সঙ্গে রীতিমতো পাল্লা দেবে।
মালদার ইংরেজবাজারের পুরনো ঐতিহ্য পুজোমণ্ডপেতুলে ধরছে পুরাটুলি স্পোটিং ক্লাব। "পরম্পরা" থিমে এবার তাঁদের পুজোও নজর কাড়ছে। পুরাটুলি স্পোর্টিং ক্লাবের এই পুজো মণ্ডপে এলেই দেখা যাবে শৈশব থেকে যুবক এবং বেশি বয়সের দারুণ সব স্মৃতি। কানামাছি, পিটু, গুলি খেলার কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পুজোমণ্ডপে। এছাড়াও রেডিওতে গান-বাজনা শোনা, আড্ডা, গল্প-গুজব পুরনো আমলে টিনের বাক্সে বই নিয়ে স্কুলে যাওয়া এমনই বিভিন্ন ধরনের মডেল থাকবে এই পুজোমণ্ডপে। প্রতিমা সাবেকি ধাঁচে নির্মিত।
পুজো কমিটির সম্পাদক প্রভাত দাস বলেন, "আগে যেমন একটা সময় টিন, টালির বাড়ি থেকে বর্গা দেওয়া বাড়ির ছাদ, তারপরে মাটির দোতলা বাড়িও ছিল। পরবর্তী সময়ে সেগুলি ধীরে ধীরে পাকা বাড়িতে পরিণত হয়েছে। পুরনো আমলের কিছু স্মৃতিকে এভাবেই তুলে ধরে পুজোমণ্ডপে। এবার আমাদের পুজো ৫৯ বছরে পা দিল। পুজোয় দুঃস্থদের বস্ত্র বিতরণ এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।"
আরও পড়ুন- Kolkata Metro: এই প্রথমবার! দুর্গাপুজোয় যাত্রীদের ফাটাফাটি সুবিধা মেট্রোর, জানলে তাজ্জব হবেনই!
অন্যদিকে পুরাটুলি সদরঘাট পেরিয়ে সুদাম স্মৃতি সংঘের দুর্গাপুজো এবার পা দিল ২২ বছরে। এবার এই পুজোর থিম "জাগো মা"। নারী শক্তির বেশ কিছু নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা দেখা যাবে পুজোমণ্ডপে।
পুজো কমিটির সম্পাদক সুমন ভাস্কর বলেন, "বিগ বাজেটের পুজোগুলির সঙ্গে টেক্কা দিয়ে এবারও সুদাম স্মৃতি সংঘের পুজো থিমের উপর নির্ভর করেই। এবছর এই পুজোর ২২ তম বর্ষ। পুজোমণ্ডপ সংলগ্ন রাস্তায় থাকছে চন্দননগরের আলোকসজ্জা। এছাড়াও পুজোর ক'দিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।"
আরও পড়ুন- Durga Puja 2024: একের পর এক বিগ বাজেটের পুজো! কলকাতাকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি লাগোয়া এই জেলা
এদিকে ইংরেজবাজার শহরের সুকান্ত স্মৃতি সংঘের এবারে পুজোর থিম এবার পট শিল্প। পোড়ামাটি এবং লাল মাটি দিয়েই বিভিন্ন কারুকার্য্য গড়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপে। এবছর পুজোর থিম পট ও পুতুলের ঘর। এবার এই পুজোর ৪৬ তম বর্ষ।
এই পুজোর উদ্যোক্তা তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর বাবলা সরকার জানিয়েছেন, বাঁকুড়া ও পুরুলিয়ার পট শিল্পকে মূলত তুলে ধরা হবে। লাল মাটি দিয়ে যে বিভিন্ন ধরনের ঘরোয়া শিল্প তৈরি করা হয়, পুতুল তৈরি করা হয় তেমনভাবেই তৈরি হচ্ছে পুজোমণ্ডপটি। এই পুজোমণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে উঠছে ও দেবীপ্রতিমা। পুজোর ক'দিন দুঃস্থদের বস্ত্র বিতরণ এবং পংক্তিভোজনের আয়োজন করা হয়েছে।