Advertisment

Eastern Railway: পূর্বরেলে ইতিহাস! হাওড়া-শিয়ালদহ তো বটেই, বাংলার দিকে দিকে ফাটাফাটি পরিষেবা

Eastern Rail: যাত্রী স্বার্থে আরও এক নজিরবিহীন পদক্ষেপ পূর্বরেলের। হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল, মালদা-সহ বাংলার একাধিক স্টেশন থেকে ছট পুজোর আবহে বাম্পার পরিষেবা রেলের।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
New record of chhath specials from eastern railway: ছট পুজোয় হাওড়া, শিয়ালদহ,কলকাতা থেকে স্পেশাল ট্রেন

Eastern Railway: প্রতীকী ছবি।

New record of chhath specials from eastern railway: এই বছর পূর্ব রেলওয়ে ছট পুজোর জন্য (Chhath Specials) রেকর্ড সংখ্যক বিশেষ ট্রেন চালাচ্ছে। চটজলদি বাড়ি ফিরতে ছট পালনকারীদের জন্য দেশজুড়ে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু বিহার, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের মানুষজন থাকেন। ছট পুজো (Chhath Puja 2024) তাঁদের প্রধান উৎসব। প্রতি বছর তাঁদের অনেকেই ছটপুজোয় নিজেদের বাড়িতে ফেরেন। তাঁদের সুবিধার্থে এবার স্পেশাল ট্রেনের সংখ্যা অনেকটাই বাড়িয়েছে পূর্বরেল (Eastern Railway)। এব্যাপারে পূর্বরেলের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে। 

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি: 

দেশের প্রতিটি কোণে সংযোগকারী পূর্ব রেলওয়ের স্টেশনগুলি থেকে বিভিন্ন দিকে প্রায় ৫০টি বিশেষ ট্রেন সহ মোট ৩৪০টি ট্রিপ শুরু হচ্ছে। হাওড়া স্টেশন থেকে সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক ছট স্পেশাল ট্রেন (Chhath Specials) চলাচল করে। ছট উৎসবের (Chhath Utsav) জন্য হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেনের ৪৮টি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে।

সাধারণ যাত্রীদের প্রয়োজন মেটাতে এই বিশেষ ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি এবং স্লিপার শ্রেণির থাকার ব্যবস্থাও রয়েছে। এই সময়ে পূর্বা এক্সপ্রেস, হাওড়া – পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, শক্তিপুঞ্জ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, রাক্সৌল এক্সপ্রেসের মতো নিয়মিত ট্রেনগুলির সংরক্ষিত কোচে ১০০ শতাংশ আসন ভর্তি থাকে। হাওড়া থেকে এই ছট পুজোর জন্য বিশেষ ট্রেনগুলি রাক্সৌল, খাতিপুরা, পাটনা, লালকুয়ান, হরিদ্বার, দিল্লি, জম্মু তাওয়াইয়ের উদ্দেশে যাচ্ছে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোয় যাতায়াত নিয়ে বিরাট খবর! আরও মসৃণ পরিষেবায় 'মাস্টারস্ট্রোক' কর্তৃপক্ষের

আরও পড়ুন- Eastern Rail: আপনি ভুললেও ভোলে না রেল, যাত্রী স্বার্থে এমন অভাবনীয় নজিরবিহীন তৎপরতার অভূতপূর্ব প্রশংসা!

আরও পড়ুন- Digha: ফাটাফাটি ব্যবস্থা! পর্যটকদের দুরন্ত মনোরঞ্জনে জমাটি উদ্যোগ, এবার ফাঁক পেলেই দিঘা ছুটবেন!

একইভাবে, শিয়ালদহ স্টেশন থেকেও একই সংখ্যক ট্রেন ৪৮টি ট্রিপে লখনউ, গোরখপুর, ভাদোদরা, জয়নগর, দ্বারভাঙা ইত্যাদি বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছে। কলকাতা স্টেশন থেকেও, পাটনা, জম্মু তাউই, গোরখপুর, মাউ, সহরসা, লুধিয়ানা ইত্যাদি জনপ্রিয় গন্তব্যগুলির উদ্দেশে ছট স্পেশাল ট্রেনের ২৪টি ট্রিপের বন্দোবস্ত হয়েছে।

আরও পড়ুন- Dubrajpur Incident: উপস্থিত বুদ্ধিতেই বিরাট 'সর্বনাশ' থেকে রক্ষা! তরুণীর অসীম সাহসের এগল্প চমকে দেবে!

আসানসোল থেকেও একইভাবে ছট স্পেশাল ট্রেনের ২৮টি ট্রিপ হচ্ছে। পাটনা, আনন্দ বিহার টার্মিনাস, কাটিহার, নওতানভা, সিএসএমটি মুম্বাইয়ের দিকে যাচ্ছে ট্রেনগুলি। মালদা টাউন স্টেশন থেকে, আনন্দ বিহার টার্মিনাস, উধনা, নতুন দিল্লি, পাটনা, ভাটিন্ডা স্টেশনের মতো বিভিন্ন দিকে বিশেষ ট্রেন যাচ্ছে। এছাড়াও ভাগলপুর থেকে ছট স্পেশাল ট্রেনের ৬২টি ট্রিপ এবং জামালপুর থেকে ৬১টি ছট স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

indian railway Chhath Puja Indian Railways Indian Rail Eastern Railway chhath specials train
Advertisment