/indian-express-bangla/media/media_files/2025/10/26/top-5-breaking-news-2025-10-26-20-32-39.jpg)
শুল্ক আধিকারিকের উপর হামলা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব, একনজরে দেখে নিন আজকের টপ ফাইভ ব্রেকিং নিউজ
Todays Top 5 Breaking News: রাজপুর সোনারপুরে আবাসনে ধুন্ধুমার কাণ্ড। আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার। বাদ যায়নি তাঁর স্ত্রীও। তাকেও ধাক্কা দেওয়া হয়। এমনকী বাচ্চাকেও মারধর করা হয়েছে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুভেন্দু বলেন, 'পশ্চিমবঙ্গ কারোর জন্যই আজ সুরক্ষিত নয়। ওনাকে খুনের চেষ্টা করা হয়েছে। লঘু ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে'। শুল্ক আধিকারিককে কল্যাণী AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা। জানা গিয়েছে বাড়ি ফেরার সময় অটোর সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। সেই থেকেই বচসার সূত্রপাত। এরপর প্রদীপ কুমার ওই আধিকারিকের আবাসনে জোর করে প্রবেশ করেন ৫০-৬০ জন অটোচালক। অভিযোগ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ পুলিশের কাছে বারে বারে অভিযোগ জানানো হলেও পুলিশ সময় মত আসেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে এক জনকে। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
সাগরে ফণা তুলেছে ভয়ঙ্কর নিন্মচাপ। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোন্থা দ্রুত শক্তি সঞ্চয় করছে। তার প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) রাত থেকে হালকা বৃষ্টি শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ২৮ ও ২৯ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ইয়েলো অ্যালার্ট জারি করেছে। শহরে সম্ভাব্য জলজটের পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা। পাম্পিং স্টেশন, নিকাশি ব্যবস্থা ও নালা পরিষ্কারের কাজ চলছে দ্রুতগতিতে।
একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুরুষদের শৌচাগারে কীভাবে নিয়ে যাওয়া হল নাবালিকাকে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নিরাপত্তাকর্মী নিয়োগের আগে আরও কড়া নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের ওপরেও জোর দিয়েছেন মমতা। আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে? কটি অকেজো হয়ে পড়ে রয়েছে? সেগুলি ঠিক করতে কত খরচ? তার খসড় প্রস্তাব রাজ্যকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
বিহারের পর এবার নজরে বাংলা। নভেম্বরের প্রথমেই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। এমনই খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় চালু হতে চলেছে SIR প্রক্রিয়া.কমিশনের তরফে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ যে কোনও সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
পাঁচ বছর পর আবারও ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে। আজ ২৬ অক্টোবর রাত ১০টায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর ফ্লাইট 6E1703 গুয়াংজুর উদ্দেশে উড়ে যাবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে দিল্লি-গুয়াংজু রুটেও পরিষেবা চালু হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কেবল আকাশপথে যাত্রা পুনরায় শুরু নয়, বরং ভারত-চীন কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
দেখুন এক নজরে
রাজপুর সোনারপুরে শুল্ক আধিকারিকের উপর হামলা: আবাসনে ঢুকে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ।
ঘূর্ণিঝড় মোন্থা আসছে: বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। দক্ষিণবঙ্গে ২৮-২৯ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ইয়েলো অ্যালার্ট জারি।
হাসপাতালে যৌন নিগ্রহে ক্ষোভ মুখ্যমন্ত্রীর: সরকারি হাসপাতালে একের পর এক নারী নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠোর নজরদারি ও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার নির্দেশ।
বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার সংশোধন: নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া, সতর্ক রাজ্যের জেলা প্রশাসন।
ভারত-চিন বিমান পরিষেবা ফের চালু: পাঁচ বছর পর পুনরায় আকাশপথে যুক্ত হচ্ছে ভারত ও চিন। আজ রাতেই কলকাতা-গুয়াংজু রুটে ইন্ডিগো ফ্লাইটের যাত্রা শুরু।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us