West Bengal news today updates: জুন মাসের মাঝ সপ্তাহ হয়ে গেল। তবুও বঙ্গে এল না বর্ষা। তার বদলে ভ্যাপসা গরমে কাহিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শুক্রবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল এ মরশুমের উষ্ণতম দিন। তবে দহনজ্বালা মেটাতে সন্ধের পর কলকাতায় মুষলধারে বৃষ্টি হয়। যার জেরে সাময়িক স্বস্তি মিলেছে। আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি স্বস্তি এখনই মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিন কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। অন্যদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১০.৭ মিমি।
Live Blog
West Bengal news today updates: গরমে কাহিল বাংলা, বৃষ্টিতে কি স্বস্তি মিলবে? রাজ্যের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
তৃণমূল থেকে বিজেপি, এই মুহূর্তে বঙ্গ রাজনীতির বহুল ব্যবহৃত চেনা পথ। লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। এই সাংসদদের মধ্যে অনেকেই সাবেক তৃণমূল। এছাড়া লোকসভার ফল ঘোষণার পর থেকে বিজেপিতে যোগদানর হিড়িক পড়ে গিয়েছে। পদ্ম শিবিরে চলছে ‘যোগদান মেলা’। এই আবহে কাঁচরাপাড়ায় এসে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য সময় বেঁধে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! তৃণমূল সুপ্রিমোর সাফ বার্তা, “দল থেকে যাঁদের বেরোনোর ইচ্ছা, তাঁরা সাত দিনের মধ্যে দল ছেড়ে দিন। আমরা নতুন করে শুরু করেছি”। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার কাঁচরাপাড়ার মিলন নগর আদর্শ সংঘ মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় হাজির ছিলেন উত্তর ২৪ পরগনার দলীয় নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ”আমি সাত দিন সময় দিলাম। যার যার চলে যাওয়ার ইচ্ছে, দল ছেড়ে চলে যেতে পারে। তাহলে আমার দলটা শুদ্ধ হয়ে যাবে। পবিত্র হয়ে যাবে। আবার নতুন করে শুরু করেছি এই স্রোত চলতে থাকবে।
তৃণমূলে ভাঙন অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভার ২৪ ঘণ্টার মাথায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান সুদামা রায়। শনিবার বিজেপি নেতা মুকুল রায়, সাংসদ অর্জুন সিংদের উপস্থিতিতে পদ্ম পাতাকা হাতে তুলে নিলেন সুদামা। উল্লেখ্য, শুক্রবার কাঁচরাপাড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সংগঠনকে মজবুত করার বার্তা দেন তৃণমূলনেত্রী। মমতার সেই বার্তার পরই খেল দেখালেন মুকুল রায়। বিস্তারিত এই প্রতিবেদনে তৃণমূলে ফের ভাঙন! বিজেপিতে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান
এনআরএসকাণ্ডে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি বাংলায় রাজনৈতিক হিংসা নিয়েও রাজ্য সরকারকে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। উল্লেখ্য, এর আগে সন্দেশখালিকাণ্ডে অ্যাডভাইজরি পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব বরাবরই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেই সরব হয়ে এসেছে বাংলার শাসকদল। বিস্তারিত এই প্রতিবেদনে এনআরএসকাণ্ডে মমতা সরকারকে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
শনিবারও জট কাটেনি এআরএসের। জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় এখনও আন্দোলনরত ডাক্তারকুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, পাল্টা ডাক্তারদের হুঁশিয়ারি সবমিলিয়ে সরগরম রাজ্যে। কলকাতার বুদ্ধিজীবিরাও এনআরএস পৌঁছে গিয়েছেন ডাক্তারদের সমর্থনে। সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন তারকারা। দেবের পর এবার ডাক্তার নিগ্রহ নিয়ে কথা বললেন সাংসদ নায়িকা মিমি চক্রবর্তী। বিস্তারিত এই প্রতিবেদনে ডাক্তারদের ধন্যবাদ সাংসদ মিমির
বাংলায় রাজনৈতিক হিংসা অব্যাহত। সন্দেশখালির ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার মুর্শিদাবাদের ডোমকলে তিন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। ভোররাত থেকে ডোমকলের কুচিয়ামারা গ্রামে বোমাবাজি, গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন আরও এক। ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসাধীন বলে খবর। এ ঘটনায় কংগ্রেস ও বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও বিজেপি। বিস্তারিত এই প্রতিবেদনে ডোমকলে গুলি-বোমাবাজি, ‘খুন’ ৩ তৃণমূল কর্মী
যত সময় এগোচ্ছে, এনআরএসকাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ ততই বাড়ছে। ৪ দিন পরও এনআরএসে জারি অচলাবস্থা। এ ঘটনায় ইস্তফা দিয়েছেন শতাধিক চিকিৎসক। এই প্রেক্ষাপটে কার্যত থমকে চিকিৎসা পরিষেবা। যার জেরে চরম হয়রানির মুখে পড়েছেন রোগীরা। এই প্রেক্ষাপটে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গর্জে উঠলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিস্তারিত এই প্রতিবেদনে এনআরএসকাণ্ডে ডাক্তারদের পাশে প্রসেনজিৎ
৪ দিন কেটে গিয়েছে, জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় এখনও উত্তাল এনআরএস। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দেশময়। ইতিমধ্যেই চিকিৎসকদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ‘এনআরএসে মুখ্যমন্ত্রী না এলে আন্দোলন উঠবে না’, এ হুঁশিয়ারিই দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের এই জটিল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর শরনাপন্ন হয়েছিলেন খোদ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কিন্তু রাজ্যপালের ফোনই ধরেননি মুখ্যমন্ত্রী। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সবিস্তারে এই প্রতিবেদনে মমতা ফোন ধরেননি: রাজ্যপাল
এনআরএস ইস্যুতে এমনিতেই যথেষ্ট ‘চাপে’ শাসক শিবির। এর মধ্যেই তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা শাব্বার বিস্ফোরক ফেসবুক পোস্টে অস্বস্তিতে মমতা বাহিনী। জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনায় চিকিৎসক হিসেবে সোচ্চার হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা হাকিম। এনআরএসের ঘটনায় তৃণমূল নেতৃত্বের নীরবতা শাব্বাকে ‘লজ্জিত’ করেছে। পাশাপাশি, এই পরিস্থিতিতে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না সে নিয়ে প্রশ্নও তুলেছেন মমতার অত্যন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিমের মেয়ে। এই প্রেক্ষাপটে এবার শাব্বা হাকিমকে নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
‘জয় শ্রীরাম’। এই মুহুর্তে রাজ্যে রাজনীতির সবচেয়ে ‘উত্তেজক’ দুটি শব্দ। এই শব্দেই উত্তাল হচ্ছে বাংলার রাজনীতি। গেরুয়া শিবিরের এই পরিচিত ধ্বনিতেই সম্প্রতি একাধিকবার মেজাজ হারিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এ রাজ্যে বিরোধী বিজেপির দাবি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি মুখ্যমন্ত্রীর কাছে ‘গালিগালাজ’। কিন্তু কাঁচরাপাড়ায় শুক্রবার সেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠলেও ভ্রুক্ষেপ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কাঁচরাপাড়ায় সাংগঠনিক সভা করতে আসার সময় মমতার কনভয় লক্ষ্য করে কয়েকজন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন। কিন্তু সেই ধ্বনিতে কর্ণপাত না করেই এদিন কনভয় নিয়ে সভাস্থলে পৌঁছান তৃণমূলনেত্রী। ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনেও মমতার এহেন নির্লিপ্ত আচরণে কার্যত ‘অবাক’ রাজনৈতিক মহল। অনেকের মতে আবার ‘বিলম্বিত বোধদোয়’ হয়েছে নেত্রীর। সবিস্তারে এই প্রতিবেদনে বদল! ‘জয় শ্রীরাম’ ধ্বনি কানেই তুললেন না মমতা
ভুল হয়ে গেছে বিলকুল। তৃণমূলের ঘরছাড়াদের ঘরে ফেরাতে ৩০মে নৈহাটি থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “১৪ তারিখ কাঁচরাপাড়ার কাচরা হঠাতে বীজপুরে আসব”। কথা রেখে এদিন কাঁচরাপাড়ায় এলেন তৃণমূলনেত্রী। ব্লক স্তরের সাংগঠনিক সভার সেই মঞ্চ থেকেই ‘কাচরা’দের উদ্দেশে যেমন হুঙ্কার যেমন ছাড়লেন, তেমনই ভুলও স্বীকার করলেন মমতা। এদিন নাম না করে মুকুল-শুভ্রাংশু-অর্জুন সিংদের একযোগে বিধেঁছেন মমতা। একদা ‘দক্ষিণ হস্ত’ মুকুলের নাম উহ্য রেখেই এদিন মমতা বলেন, “আমায় দলের নেতারা বারবার বলত দিদি ও গদ্দার, তুমি সাবধানে থেকো। কিন্তু তখন আমি তাঁদের কথা শুনিনি এটা আমার প্রথম ভুল। মানবিক হয়ে সেই কথা বিশ্বাস করিনি। ভুল করেছি। স্বীকার করে নিচ্ছি”। নেত্রীর এই বক্তব্যের পরেই সভার মধ্য থেকে আওয়াজ ওঠে, “দিদি এরপর ওরা এলে আর নেবেন না”? তৃণমূল নেত্রীর ঝটিতি জবাব “আর নেওয়ার কোনও প্রশ্নও নেই”। বিস্তারিত এই প্রতিবেদনে ‘ভুল করেছি, গদ্দারকে বিশ্বাস করে ঠকেছি’, স্বীকার করলেন মমতা
কিছুক্ষণের মধ্যে তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। ১-৩ ঘণ্টার মধ্যে ওই তিন জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিন সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।