/indian-express-bangla/media/media_files/2025/04/19/vZZeBVeI8NvFWuMO88nO.jpg)
University of North Bengal: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাতির হানা।
Elephant enters at North Bengal University campus: শুক্রবার মাঝরাত থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতি। রাতে ক্যাম্পাসের অতিথিশালার সামনে প্রথমে হাতিটিকে দেখেন নিরাপত্তাকর্মীরা। রাতভর ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করে বেড়ায় হাতিটি। বর্তমানে ক্যম্পাসের চা বাগান লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছে গজরাজ।
বনকর্তাদের অনুমান বাগডোগরার লাগোয়া জঙ্গল থেকেই হাতিটি কোনওভাবে দলছুট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পরেছে। তবে এখন পর্যন্ত তেমন কোনও ক্ষতি করেনি সে। বন দফতরের একটি দল ক্যাম্পাসে আছে। তাঁরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে। তবে রাতের আগে ফেরানো সম্ভব নয় বলেই মত তাদের। এর আগেও ক্যম্পাসে চিতা বাঘ এবং হরিণ ঢুকে পরেছিল। এই প্রথম হাতি ঢুকলো। শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় অবশ্য খানিকটা স্বস্তি কর্তৃপক্ষের। তবে হাতি ঢুকে পরায় শোরগোল পরেছে আবাসিকদের মধ্যে। প্রচুর উৎসাহী মানুষজনও সকাল থেকেই হাতি দেখতে ভিড় জমিয়েছে।
যদিও হাতিটির গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। উৎসুক স্থানীয়রা যাতে কোনওভাবে ওই হাতিটির কাছাকাছি পৌঁছে যেতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। একইসঙ্গে ওই হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যাপারেও রীতিমতো তৎপরতা চালিয়ে যাচ্ছেন বনদফতরের কর্মীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও জানাচ্ছেন, শনিবার ক্যাম্পাস বন্ধ থাকার জেরে হয়তো বড় বিপদ এড়ানো গিয়েছে। বদফতরের প্রশিক্ষিত কর্মীরা রয়েছেন ওই এলাকায়। হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যাপারে সবরকমের তৎপরতা নেওয়া হচ্ছে। তবে বনকর্তারা জানিয়েছেন, আজ রাতের আগে ওই হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে।