চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন! পর্যটকদের জন্য দারুণ খবর শোনালেন বনমন্ত্রী

Bengal Safari: খোদ বনমন্ত্রী গিয়েছিলেন চিড়িয়াখানায়। তিনিই বনদফতরের এই নিরবিচ্ছিন্ন তৎপরপতার কথা জানিয়েছেন।

Bengal Safari: খোদ বনমন্ত্রী গিয়েছিলেন চিড়িয়াখানায়। তিনিই বনদফতরের এই নিরবিচ্ছিন্ন তৎপরপতার কথা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
After tigers successful breeding of lions in Bengal Safari

Bengal Safari: বেঙ্গল সাফারিতে নয়া অতিথির আগমন।

After tigers, successful breeding of lions in Bengal Safari: রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার সিংহের সফল প্রজনন, এমন ঘটনায় তাক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সিংহ শাবকের জন্মের ১১ মাস পর বিষয়টি প্রকাশ্যে আনলেন বনমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বীরবাহা হাঁসদা। সাফারি পার্ক কর্তৃপক্ষের দাবি, সিংহ দম্পতি সুরজ ও তনয়ার দুটি শাবকের জন্ম হয়েছিল। কিন্তু একটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল, তাই কিছু দিনের মধ্যেই তার মৃত্যু হয়। তবে অপরটিকে সাফারির চিকিৎসা কেন্দ্রে রেখে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয়েছে। আপাতত সুস্থ রয়েছে ওই শাবকটি। আর নতুন অতিথির আগমনে ব্যাপক খুশি সাফারি পার্ক কর্তৃপক্ষ।

Advertisment

পর্যটকদের জন্য সুখবর। সফল প্রজননে বেঙ্গল সাফারি পার্কে বেড়েছে সিংহের সংখ্যা। গত বছর ফেব্রুয়ারিতে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয় একজোড়া সিংহ দম্পতি। সেই সময় সিংহের নাম নিয়ে বিতর্ক তৈরি হলে পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নাম দেন সুরজ ও তনয়া । বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসার পর তাদের এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে তেমন কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে তারা দ্রুত প্রজনন করে। দুটো শাবকের জন্ম দেয় তনয়া। কিন্তু পরবর্তীতে একটি শাবকের মৃত্যু হয়। আরেকটি পুরুষ শাবককে রাতদিন এক করে বাঁচিয়ে তোলেন পার্ক কর্তৃপক্ষ। আর তাতেই বাজিমাত। বর্তমানে সেই শাবকটির বয়স ১১ মাস। এক বছরের মাথায় বেঙ্গল সাফারি পার্কে সিংহের সংখ্যা বেড়ে হল তিনটি। এই শাবকটিরও নাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আবেদন জানাবে কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য বন দপ্তরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বীরবাহা হাঁসদা । সঙ্গে ছিলেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি, পার্কের ডিরেক্টর ই বিজয় কুমার, বৈকুন্ঠপুর ডিভিশনের ডিএফও রাজা এম, সহকারী ডিরেক্টর অভিষেক চৌধুরী-সহ অন্যান্যরা। 

আরও পড়ুন- West Bengal News Live: '৯ শতাংশ হিন্দু ভোট দেন না, এবার দিন', একথা বলেই মিঠুনের মুখে বাংলাদেশ প্রসঙ্গ

Advertisment

বনমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বীরবাহা হাঁসদার বক্তব্য,‘সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের পর সিংহের সফল প্রজনন আমাদের কাছে গর্বের বিষয়। সম্প্রতি হিমালয়ান ব্ল্যাক বিয়ারেরেও জন্ম হয়েছে। শাবকদের বিশেষ যত্নে রাখা হয়েছে।’

After tigers successful breeding of lions in Bengal Safari
এই সেই সিংহ শাবক।

 

এই বিষয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "এটা আমাদের কাছে দারুণ খবর যে, বাঘের পর সিংহের প্রজননেও আমরা সাফল্য পেয়েছি। আমাদের খুব ভালো লাগছে। শুধু তাই নয়। সম্প্রতি সাংহাই হরিণ, হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম হয়েছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই নয়, আটটি বাঘ অন্যান্য চিড়িয়াখানায় প্রাণী বিনিময় প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। এখন সাফারিতে বাঘের সংখ্যা ১১ টি ৷"

আরও পড়ুন- Arjun Singh: গত ২৪ ঘণ্টায় অর্জুনকে ৫ বার নোটিশ, পুলিশকে শেষমেশ কী জানালেন BJP নেতা?

তিনি আরও জানান, সাফারি পার্কের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। শিশুদের জন্য পার্ক, সজারুর জন্য নতুন এনক্লোজার, ছোট পাখির জন্য পক্ষীরালয়, অজগর, গোসাপের জন্য কনস্ট্রাক্টর হাউজ ও কম্বো সাফারির নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে।" হলং বন বাংলো সংস্কার প্রসঙ্গে তাঁর বক্তব্য,‘মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। তিনি যেমন ভাবে বলবেন সেই ভাবেই কাজ হবে।’ সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, আগামীতে চশমা মুখো লেঙ্গুর ম্যান্ড্রিল, জলহস্তী, শাংহাই হরিণের জন্য এনক্লোজার তৈরি করা হবে। খুব দ্রুত সেই কাজ করা হবে।

আরও পড়ুন- Mamata Banerjee: অক্সফোর্ডের মঞ্চে ধেয়ে এল আরজি কর 'বাণ'! 'সোজা ব্যাটে' খেলেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী

তবে সিংহ শাবক জন্ম নিলেও প্রথমে বনদপ্তর তনয়ার প্রেগন্যান্সিকে ফলস প্রেগন্যান্সি বলে প্রচার করেছিল। কেন সেই সময় ফলস প্রেগন্যান্সি বলে প্রচার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী দুটি শাবকেরই মৃত্যু হলে ফলস প্রেগন্যান্সি বলেই চালিয়ে দেওয়া হত তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই বিষয়ের কোনও জবাব দিতে চাননি বনকর্তারা।

news of west bengal news in west bengal Bengali News Today siliguri Bengal Safari Park