এর আগে গুজব ছড়িয়েছিল ব্রয়লার মুরগি খেলে করোনা হবে। সেই গুজবে তখন ব্যবসা লাটে উঠেছিল। সেই ধাক্কা সামলে উঠেছে ফার্মগুলো।
জানা গেল এই তালিকায় যোগ হয়েছে মহারাষ্ট্রের নামও। সোমবার সেই তালিকায় নাম লেখাল দিল্লিও। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কাক ও বহু হাঁস মারা গিয়েছে রাজধানীতে।
"এখনও পর্যন্ত দেশের সাতটি রাজ্যে এই বার্ড ফ্লু নিশ্চিত করা গিয়েছে। ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে সংক্রমণ না ছড়ায়।"
'তথাকথিত কৃষকরা দেশের বিষয়ে উদ্বিগ্ন নন। তাঁরা পিকনিক করছেন এবং ভালো ভালো খাবার উপভোগ করছেন।'
বার্ড ফ্লু'র সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে পোলট্রির মুরগির মাংস এবং ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।হুড়মুড়িয়ে কমেছে দামও।
বার্ড ফ্লু নিয়ে অন্যান্য রাজ্যগুলিকেও সতর্ক করেছে কেন্দ্র। বার্ড ফ্লু এতই মারাত্মক হতে পারে, এর কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
হরিয়ানা, রাজস্থান, কেরালা এবং মধ্যপ্রদেশের পর হিমাচলেও এভিয়ান ফ্লুয়েঞ্জার হদিশ মিলল।