আগামী ১৯ এপ্রিল রাজ্যে ভোট। তার ঠিক আগেই ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই ঘটনায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯ জন মাওবাদী নিহত হয়েছে।
এনকাউন্টারে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে তিন জওয়ান আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এডিজি নকশাল অপারেশনস বিবেকানন্দ সিনহা বলেছেন এনকাউন্টারে ২৯ জন মাওবাদী নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহত সেনাদের সকলেই আশঙ্কামুক্ত। আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
বস্তার অঞ্চলের পুলিশের ডিজি সুন্দররাজ পি বলেছেন এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে ২৯ জন নাওবাদী নিহত হয়েছে।
ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক মাওবাদী নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আমি সমস্ত নিরাপত্তা কর্মীদের অভিনন্দন জানাই যারা তাদের সাহসিকতার সঙ্গে এই অপারেশন সফল করেছে এবং আহত পুলিশ কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করছি'।
ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বস্তার পুলিশের এনকাউন্টারকে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানকে একটি 'সার্জিক্যাল স্ট্রাইক' বলে অভিহিত করেছেন।