সারাদিন হাসতে থাকেন যে ব্যক্তি, সেই মানুষটি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দেখলে নিশ্চই মন ভাল থাকে না ভক্তদের। অভিনেত্রী অর্চনা পূরণ সিং শুটিং ফ্লোরেই আঘাত পেয়েছেন। এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেত্রী নিজেই নিজের ব্লগে জানিয়েছেন কী হয়েছে তাঁর সঙ্গে। সম্প্রতি, তিনি ইউটিউব চ্যানেল শুরু করেছেন, যেখানে দেখা যাচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তের আপডেট দিচ্ছেন তিনি।
অর্চনা তাঁর বলিউডের নানা চরিত্রের সঙ্গে সঙ্গে কপিল শর্মা শোয়ে তাঁর উপস্থিতির জন্যও বেশ বিখ্যাত। আর এবার এক ছবির শুটিংয়ে গিয়েই তাঁর যে এহেন অবস্থা হবে, অর্চনার ভেঙে গিয়েছে হাত। এবং মুখে বেশ অনেক জায়গায় আঘাত পেয়েছেন। শুটিং করছিলেন রাজকুমার রাওয়ের সঙ্গে। সেখানেই স্লিপ কেটে পড়েন, এবং তাঁর হাত ভেঙে যায়। শোনা যাচ্ছে, তাঁর অপারেশন পর্যন্ত হয়েছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি তাঁর সাম্প্রতিক ভ্লগে জানিয়েছেন, আন্তরিকভাবে তিনি দুঃখিত। কারণ, শুটিংয়ের মাঝে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছে। যেকারণে তাঁকে কাজ ফেলে আসতে হয়েছে। সাফ জানিয়েছেন, কিভাবে রাজকুমারকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এমনকি, এও জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি কাজে ফিরবেন। কারণ, তিনি চান না প্রোডাকশন টিমের কোনরকম ফেস লস হোক।
পরিবারের কী প্রতিক্রিয়া ছিল তাঁর এই দুর্ঘটনায়?
তাঁর দুই ছেলে আয়ুষ্মান এবং আর্যমান, দুজনেই নাকি এই ঘটনায় একদম মানসিকভাবে ভেঙে পড়েন। আয়ুষ্মান তাঁর ভাইকে এই খবর দেন, যে মা এইভাবে আঘাত পেয়েছেন। তাঁর সঙ্গে সঙ্গে পরবর্তীতে তাঁরা এও জানতে পারেন, যে মায়ের হাতের অপারেশনের সঙ্গে সঙ্গে তিনি মুখেও আঘাত পেয়েছেন। এরপরই যেন আরও ভেঙে পড়েন আর্য। এবং প্রায় তিনি কেঁদে ফেলেন। কী করবেন যেন বুঝে উঠতে পারছিলেন না।
সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন, আপাতত তিনি ভাল আছেন। কিন্তু হঠাৎ করে যে এমন হয়ে যাবে যেন কল্পনাও করেননি। সব ঠিক আছে, শুধু এক হাত দিয়ে কাজ করতে যে এত অসুবিধা হয়, সেটাই বুঝতে পারছেন তিনি। তাঁর ছেলেরা যদিও বা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু স্বামী পরমীত তিনি খুব সাবলীল ছিলেন। অর্চনা আরও বলেন, এখন হাতের ফোলা একদম কমে গিয়েছে। আগে যেরকম লাগছিল, তাঁর একাংশ নেই।