/indian-express-bangla/media/media_files/2025/05/20/FlxYKj9yuN9WrBWlHjl0.png)
দেখে নিন আপডেট
Entertainment Latest Highlights:
Noble Arrested: নোবেল ভারতের, সারেগামাপা তে অংশ নিয়েছিলেন। সেখানে রক গান থেকে দেশাত্মবোধক গান গেয়ে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শো তিনি জিততে পারেননি। এবং জানা যায় এই শোয়ের প্রতি তিনি ক্ষোভ উগরে দেন। কিন্তু সারেগামাপা থেকে বেরিয়ে আসার পর, বিতর্ক তার পিছু ছাড়েনি। কখনো মাদক কাণ্ডে নাম জড়িয়েছে।।আবার কখনও, ভয়ংকর আচরণের কারণে তার নাম জড়িয়েছে। কখনো আবার তার বৈবাহিক জীবন উঠেছে নানা প্রশ্ন। সবমিলিয়ে সব সময় আলোচনায় থেকেছেন তিনি।
Nusrat Faria: নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামি লিগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের উপর ইউনুস সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত। সম্প্রতি আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই গ্রেফতার হন এপার-ওপার, দুই বাংলার পরিচিত মুখ নুসরত ফারিয়া। প্রথম আলো-এ প্রকাশিত খবর অনুযায়ী, রবিবাসরীয় দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় নুসরতকে।
-
May 20, 2025 21:40 IST
Tom Cruise Updates: মিশন ইম্পসিবলের টম ক্রুজের আইডল কে জানেন?
আলোচনায় টম ক্রুজ। এই অভিনেতা, এত বয়সেও যে কান্ডকীর্তি দেখিয়েছেন। তাঁর অ্যাকশন সিকোয়েন্স দেখলে চমকে যেতে হয়। মিশন ইম্পসিবল এর ফাইনাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভারতের জনতা আলাদাই উন্মাদনায় ছিলেন। এই সিনেমা ভারতে রিলিজ করার পরপরই, যেন দর্শকরা সিনেমাহলে ছুটে যান। এবং ১৭ তারিখের পর এই ছবি ৩ দিনেই প্রায় ৪০ কোটির ব্যবসা করে নেয়।
Tom cruise - Mission Impossible: ৬২ তেও অপ্রতিরোধ্য, মিশন ইম্পসিবলের …
-
May 20, 2025 21:20 IST
মৃত্যুর আগে একটাই কথা বিড়বিড় করছিলেন অভিনেত্রী...
মৃত্যু, মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু, মৃত্যুর মতো কঠিন বাস্তব মেনে না নোয়ও ছাড়া সত্যিই উপায় নেই। এটি এমন এক সত্য, যা মানুষকে নাড়িয়ে দেয়। শুধু কি কাছের মানুষের মৃত্যু, না! বেশ কিছু তারকার মৃত্যুও মানুষ মনে রেখে দেবেন। এমন কিছু মৃত্যুর যার কোনও সুরাহা হয়নি। যে কারণে মানুষ এমন কিছু প্রতিভাকে হারিয়েছে যেটা না হলেই হয়তো ভাল হত। সেরকম একজন বাংলা সিনেমার রানী মহুয়া রায়চৌধুরি।
-
May 20, 2025 20:54 IST
Hera Pheri 3 Updates: পরেশ রাওয়াল আউট হতেই এবার হেরা-ফেরি ৩ নিয়ে বিস্ফোরক সুনীল...
পরেশ রাওয়ালের হেরা ফেরি ৩ ছেড়ে যাওয়ার গুজব অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে অনেক কিছু ঘটেছে। রাওয়াল এই গুজবগুলি নিশ্চিত করার পরে পরিস্থিতি আরও বেড়ে যায় এবং স্বীকার করেন যে তিনি আর প্রিয়দর্শন পরিচালনার অংশ হবেন না। তাঁর সহ-অভিনেতা সুনীল শেঠি, যিনি হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজিতে সরল ও দয়ালু শ্যামের চরিত্রে অভিনয় করেছেন, প্রকাশ করেছেন যে তিনি এই সম্পর্কে অবগত ছিলেন না। তাঁর সন্তান আথিয়া এবং আহান শেঠির মাধ্যমে জানতে পেরেছিলেন।
অভিনেতা ইন্ডিয়া টুডেকে বলেছিলেন যে হেরা ফেরি ৩-এর কাস্টিংয়ের অগ্রগতি সম্পর্কে তিনি পুরোপুরি লুপের বাইরে ছিলেন এবং যখন তিনি আবিষ্কার করেছিলেন যে বাবুরাও হিসাবে পরেশ ফিরে আসবেন না তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, "আমরা আগামী বছর থেকে শুটিং শুরু করতে চেয়েছিলাম। আসলে আমরা আগেই শুরু করে দিয়েছিলাম। আমরা একটি প্রোমো শুট করেছি। এটা একটা বড় ব্যাপার। এটা খুবই মর্মান্তিক। আমার দুই সন্তান-ই অবাক। ওরা আমার কাছে জানতে চাইল, যে এটা কী?"
-
May 20, 2025 20:38 IST
Bangladesh Singer Noble: ৪টে বিয়ে কিংবা রিহ্যাব, যত কেলোর কীর্তি বাংলাদেশের নোবেলের!
অভিযোগের তালিকা লম্বা। কিন্তু একবার নয়। বরং বারবার এই তারকা নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও ভয়ঙ্কর মন্তব্য আবার কখনও একাধিক বিয়ে, প্রাক্তন স্ত্রী সালসাবিল তাঁর বিরুদ্ধে বারবার গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। নোবেল নামে নোবেল হলেও আসলে তিনি একেবারেই নোবেল কিংবা জেন্টেল্ম্যান নন। সে তাঁর কীর্তিকলাপেই প্রমাণিত। এবং এবার যে কাণ্ডে তিনি ফেঁসেছেন তারপর 'নো-বেল' অর্থাৎ জামিন পাবেন কিনা সেই নিয়েও সন্দেহ আছে। তাঁর স্ত্রী আজও মুখ খুলেছেন এই নিয়ে।
যদিও এই প্রথমবার না, সালসাবিল মেহমুদ এর আগেও গায়ককে নিয়ে নানা অভিযোগ এনেছিলেন। এবং নোবেলের গুণকীর্তি গুনে শেষ হবে না। তিনি পাগলাগারদ থেকে রিহ্যাব সর্বত্রই গিয়েছেন। ২০২১ সালে তিনি মানসিক হাসপাতালে যান। পুলিশের পরামর্শ মতোই তিনি যে মানসিক হাসপাতালে গিয়েছেন এমনটাও জানা যায়। পাবনার এক বিখ্যাত মানসিক হাসপাতালে যান তিনি। আর শুধু গিয়েই ক্ষান্ত থাকেননি। সেখানকার রোগীদের সঙ্গে জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'ও গেয়েছেন। সেই ভিডিও-ই নেটদুনিয়ায় ভাইরাল হয়।
Bangladesh Singer Noble: ৪টে বিয়ে কিংবা রিহ্যাব, যত কেলোর কীর্তি বাং…
-
May 20, 2025 19:13 IST
Tollywood Singer Nachiketa: স্কুলে আগুন লাগাতে গিয়ে কারেন্ট খেয়ে অজ্ঞান গায়ক!
Tollywood Singer: একসময় জীবনমুখী গানের কান্ডারী ছিলেন তিনি। নচিকেতা চক্রবর্তী কলকাতা শহর এবং গ্রাম সংলগ্ন এলাকায়, এমন কিছু গান উপহার দিয়েছিলেন বাংলা শ্রোতাদের, যা আজও মানুষ মনে করেন। শুধু তাই নয়, প্রত্যেকটা অক্ষর যেন বাস্তবে মানুষের জীবনের সঙ্গে মিলে যেত। নচিকেতা চক্রবর্তীর গানের মতো কান্ডকীর্তি ছিল সাংঘাতিক। একসময় ছাত্রজীবনে রাজনীতি করতেন তিনি। কিন্তু...
Tollywood Singer: স্কুলে আগুন লাগাতে গিয়ে কারেন্ট খেয়ে অজ্ঞান! ভয়ঙ্কর …
-
May 20, 2025 18:14 IST
Shah rukh Khan: পেঁয়াজ কাটতে গিয়ে কাঁদছেন শাহরুখ, হাসছেন ফারহা খানের কুক দিলীপ
ফারাহ খানের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানা গেছে যে, তার রাঁধুনি দিলীপ, যিনি তার ভ্লগে উপস্থিত হওয়ার পর খ্যাতি পেয়েছেন, শাহরুখ খানের সাথে এক বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে। এখন, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, দিলীপ সেটে কিং খানের চেয়ে অনেক বেশি মজা পাচ্ছেন। ক্লিপটিতে শাহরুখ একটি লাল জ্যাকেট এবং কালো টি-শার্ট পরে। সুপারস্টারটি পেঁয়াজ কাটা অবস্থায় কাঁদছেন, ঠিক তখন দিলীপ ফ্রেমে এসে মন্তব্য করেন, “স্যার, কাল হো না হো-এর ক্লাইম্যাক্সের কথা মনে পড়ছে।” দিলীপের বক্তব্য শাহরুখকে সাময়িকভাবে স্তম্ভিত করে ফেলে। নির্মাতারা এই teaser ছাড়া অন্য কিছু মুক্তি না দিলেও, পূর্ণ বিজ্ঞাপন সম্পর্কে আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে সবাই।
-
May 20, 2025 17:33 IST
Aamir Khan - Viral Raju: আমির খানের সিনেমায় ভাইরাল পরোটা বিক্রেতা?
ফ্যাশন এবং স্টাইল এর যেন অন্য মাত্রা সেট করেছেন এই অভিনেতা। আয়ুষের লাল রঙের খোঁচা খোঁচা চুল, তার সঙ্গে রোগা পাতলা চেহারা, সব মিলিয়ে এক দারুন আকর্ষণীয় চরিত্র হয়ে উঠেছেন তিনি। কিন্তু এই মানুষটার সঙ্গে মিল আছে যার তিনি বাংলার ভাইরাল পরোটা বিক্রেতার রাজুদা। এক প্লেটে তিনটে পরোটা ডিম সেদ্ধ, পেঁয়াজ এবং আপেল বিক্রি করেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন শিয়ালদা স্টেশনে পরোটা বিক্রি করা এই মানুষটা। রাজুদাকে নিয়ে উন্মাদনা সবসময়ই তুঙ্গে। আর যেদিন থেকে সিতারে জামিন পারের ট্রেলার প্রকাশের সাথে সেদিন থেকে আলোচনা এমন, রাজুদাই কি তাহলে, অভিনয় করছেন সেই ভূমিকায়?
Aamir Khan - Viral Raju: আমির খানের সিনেমায় ভাইরাল পরোটা বিক্রেতা? …
-
May 20, 2025 17:30 IST
Ruchi Gujjar মোদির ছবি দেওয়া লকেট পরে কানের লাল গালিচায় রুচি, ঝড়ের গতিতে ভাইরাল ছবি
Ruchi Gujjar কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়গান। তাঁর ছবি দেওয়া লকেট স্থান পেল অভিনেত্রী রুচির গলায়। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল
-
May 20, 2025 16:47 IST
WAR 2 Teaser: 'ওয়েলকাম টু হেল..', 'ওয়ার ২'-র টিজারে হৃতিক বনাম NTR
War 2 Teaser Release: মুক্তি পেল 'ওয়ার টু' সিনেমার অফিসিয়াল টিজার: হৃতিক রোশন এবং এনটিআর জুনিয়র অভিনীত বছরের সবচেয়ে বড় সিনেমাটিক ক্ল্যাশ - অয়ন মুখার্জির ওয়ার ২ এর জন্য ভক্তরা দম বন্ধ করে অপেক্ষা করছেন। মঙ্গলবার, নির্মাতারা অবশেষে এনটিআর জুনিয়রের জন্মদিনের দিন, বহুল প্রত্যাশিত ওয়ার ২ টিজার প্রকাশ করেছেন। 'র' এজেন্ট মেজর কবির ধালিওয়ালের ভূমিকায় হৃতিক আবার অভিনয় করলেও, এবার আসল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন এনটিআর।
WAR 2 Teaser: 'ওয়েলকাম টু হেল..', 'ওয়ার ২'-র টিজারে হৃতিক বনাম NTR…
-
May 20, 2025 16:04 IST
Paresh Rawal: হেরা ফেরি ৩ থেকে সরে আসতেই নয়া বিপদ! অক্ষয়ের প্রযোজনা সংস্থার তরফে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের, জেনে নিন কারণ
Paresh Rawal: হেরা ফেরি ৩ থেকে সরে এসেছেন পরেশ রাওয়াল। সে খবর নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা। তার পরেই চমকে দিলেন খোদ অক্ষয় কুমার। জানা যাচ্ছে, পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার মামলা করতে চলেছেন তিনি। অক্ষয়ের প্রযোজনা সংস্থা 'কেপ অফ গুড ফিল্মস'-এর তরফে পরেশকে আইনি নোটিসও নাকি পাঠানো হয়েছে। অপেশাদারিত্বের কারণে প্রযোজনা সংস্থার ক্ষতি, অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েও তা ভঙ্গ করা, শুটিং শুরুর পর সরে দাঁড়ানোর মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে পরেশ রাওয়ালের বিরুদ্ধে।
-
May 20, 2025 15:54 IST
Nusrat Faria Got Bail: প্রহসনের শিকার ফারিয়া, যা বললেন তারকারা
কিন্তু, আজ তিনি জামিন পেলেন। যেই সময়ের ঘটনায় তাঁকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল, সেই সময় তিনি শ্যাম বেনেগলের ছবির শুটিং করছিলেন। এবং সেকারণেই সমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধে সত্যি নয় বলেই দাবি করেন তাঁর আইনজীবী। আজকে তাঁকে জানি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের নানা তারকারা যেভাবে তাঁর পাশে ছিলেন, সেটা দেখার মত। বাঁধন থেকে সিয়াম আহমেদ, সকলেই তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা করেন। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছে, এই বিষয়েও তাঁরা জানান।
Nusrat Faria: 'প্রহসনের শিকার ফারিয়া', জামিন পেলেন নুসরত, সরকারকে ত…
-
May 20, 2025 15:24 IST
Noble Man arrested: নোবেল ধর্ষণকাণ্ডে গ্রেফতার হতেই বিস্ফোরক তাঁর তৃতীয় স্ত্রী!
Noble Man Arrested: বাংলাদেশের বিনোদন বিভাগে সব ভয়ঙ্কর খবর। কারণ, গ্রেফতার করা হয়েছে শিল্পী নোবেলকে। ভারতের saregamapa থেকে জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে নানা আলোচনা এবং সমালোচনায় ডুবে থেকেছেন নোবেল। কিছুদিন আগেও পর্যন্ত, তা একাধিক স্ত্রীর কারণে বরাবর শিরোনামে এসেছেন। বিশেষ করে তৃতীয় স্ত্রী সালসাবিল, তিনি নানান অভিযোগ এনেছিলেন শিল্পীর বিরুদ্ধে। আর এবার তাকে গ্রেফতার হতে দেখেই মুখ খুললেন তিনি।
Noble Man Arrested: নোবেল ধর্ষণকাণ্ডে গ্রেফতার হতেই বিস্ফোরক তাঁর তৃতী…
-
May 20, 2025 14:43 IST
Bengali Actress mimi: বাড়ির বাগানে সময় কাটাচ্ছেন নুসরত, গাছে উঠে ফল পেরে খেলেন, দেখুন ভিডিও
Bengali Actress mimi: অভিনয়ের ফাঁকে সময় পেলেই পোষ্যদের সঙ্গে কোয়ালিটি সময় কাটান মিমি চক্রবর্তী। এখন তো াবার বাড়িতেই তৈরি করে ফেলেছেন আস্ত বাগান। পছন্দের নানারকমের গাছ লাগিয়েছেন। আম গাছ থেকে জামরুল গাছ, কী নেই মিমির বাগানে! গাছে উঠে পছন্দের ফল পেরে খেয়ে নেন টপাটপ। দেখুন সেই ভিডিও।
-
May 20, 2025 14:02 IST
Bangladeshi singer Noble Arrest: ধর্ষণ মামলায় গ্রেফতার নোবেল
নোবেলকে নিয়ে এর আগেও বহু ঘটনা ঘটেছে। তার বিয়ে এবং মদ্যপ অবস্থায় কনসার্ট, কিংবা আরো নানা কারণে বহুবার তিনি শিরোনামে এসেছেন। এই নোবেলকেই এবার গ্রেফতার করা হয়েছে, অপহরণ এবং ধর্ষণ মামলায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেন, গতকাল জাতীয় জরুরি পরিষেবা নম্বর থেকে ফোন পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকেই এক নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই মহিলা রাতেই থানায় মামলা করেন শিল্পীর অভিযোগে। এবং তারপর, রাত দুটো নাগাদ নোবেলকে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
Noble Man Arrest: নিজের বাড়িতে আটকে রেখে নারী নির্যাতন! ধর্ষণ মামলায়…
-
May 20, 2025 13:24 IST
Nusrat faria সংশোধনাগারে রাত কাটানোর পর জামিন পেলেন নুসরত, কী বলছেন নায়িকার আইনজীবী?
Nusrat faria খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়াকে। অবশেষে নায়িকার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার সকালে এই নির্দেশ দেয়। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রে খবর, নায়িকার আইনজীবী মহম্মদ ইফতেখার হোসেন জামিনের কথা জানিয়েছেন।
-
May 20, 2025 12:10 IST
Entertainment Latest Live News Update নিজের গাড়িতেই ঘটতে যাচ্ছিল মারাত্মক বিপদ! বরাতজোরে প্রাণে বাঁচলেন সোনু নিগম
Entertainment Latest Live News Update সোমবার নিজের গাড়ির নীচেই চাপা পড়ছিলেন! অল্পের জন্য প্রাণে বাঁচেন গায়ক সোনু নিগম। নিরাপত্তারক্ষীরাই তাঁকে বাঁচিয়ে নেন। সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও। দেখা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় সোনু নিগম গাড়ি থেকে নেমে সামনে দাঁড়ান। বন্ধুদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আচমকা গাড়িটি চলতে শুরু করে। গায়ক তখন সামনে দাঁড়িয়ে! সোনুও বিষয়টি খেয়াল করেননি। আচমকা চলন্ত গাড়িটি মৃদু ধাক্কা দেয় তাঁর পিছনে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান তাঁকে। প্রাণে বেঁচে যান গায়ক।
-
May 20, 2025 11:37 IST
Entertainment Latest Live News Update মাথার ঘাম পায়ে ফেলে রাঁধছেন শ্রীময়ী, ক্যামেরার পিছনে কী বলছেন কাঞ্চন?
Entertainment Latest Live News Update শুটিং থেকে ফিরে ফ্রায়েড রাইস, পাঠার মাংস রান্না করেছেন। তাঁর বাড়িতে এসেছেন দুই মাসি। সকলকে নিজের হাতে রেঁধে খাওয়াবেন। তাই মধ্যরাতেই রান্নাঘরে ঘাম ঝরালেন শ্রীময়ী। আর তাঁর সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছেন বেটারহাফ কাঞ্চন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রান্নাঘর থেকে ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী। দেখে নিন এক ক্লিকে
-
May 20, 2025 11:09 IST
Entertainment Latest Live News Update চার মাসের সন্তানকে নিয়েই শুটিং ফ্লোরে রূপসা, মেয়ে-নাতিকে সামলাচ্ছেন অভিনেত্রীর মা
Entertainment Latest Live News Update একটি নতুন ওয়েব সিরিজ়ের কাজ শুরু করেছেন রূপসা। চার মাসের ছেলেকে নিয়েই শুটিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এত ছোট ছেলে বাড়িতে রেখে আসা সম্ভব নয়। বাইরের খাবারও খায় না। তবে মেয়ে আর নাতিকে সামলাতে ফ্লোরে হাজির রূপসার মা-ও। ফ্লোর থেকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।