জন্মের পর থেকেই বাড়িতে বন্দি! নিউ-নর্ম্যাল হলেও এই অতিমারী আবহে বাইরে পা রাখার জো নেই! অতঃপর রাজ-শুভশ্রীর ছেলে যুবান গৃহবন্দি থেকে একেবারে তিতিবিরক্ত। বয়স মাস তিনেক। তবে খুদে হলেও কী হবে, ছোট্ট সুপারস্টারের তো অনুরাগীর সংখ্যার অন্ত নেই! কখনও বাবা রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রোফাইল থেকে উঁকি মেরে ভক্তদের দেখা দেয়, তো আবার কখনও বা মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সঙ্গে আদুরে ছবি দিয়ে নেটিজেনদের মন গলায়। কিন্তু সবই তো হল। এই করোনা ভ্যাকসিনটা কবে আসছে? তার সাইজের মাস্ক নেই। তাই বাবা-মায়ের সঙ্গে ঘুরতেও বেরতে পারছে না। আহা! বেজায় সমস্যাই বটে! ছেলের সেই সমস্যার কথাই ইনস্টাগ্রামে তুলে ধরলেন বাবা রাজ চক্রবর্তী।
রাজ-শুভশ্রীর প্রথম সন্তান যুবান যে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু, তা হলফ করে বলাই যায়। তাই বোধহয় সে কখন কী করছে, কী খাচ্ছে, কেমন ভাবে খেলছে, কেমন ভাবে হাসছে.... দেখতে একেবারে শশব্যস্ত হয়ে পড়েন তারকা দম্পতির ভক্তরা। কিন্তু কোভিডের ভ্যাকসিন না আসা পর্যন্ত ছোট্ট যুবান বাইরে বেরতে পারছে না। আর কতদিন যে গৃহবন্দি থাকতে হবে! বাড়িতে বসে সে একেবারে 'বোর' হয়ে যাচ্ছে। ভ্যাকসিনের আশায় অবশ্য এখন সকলেরই এই অবস্থা। অন্যথা হয়নি ছোট্ট সুপারস্টারের ক্ষেত্রেও। তাই ছেলের মনের কথাটা বাবা হয়ে রাজই বলে ফেললেন।
ছোট্ট যুবানের ছবি শেয়ার করে রাজ লিখেছেন, "কেউ কি আমায় বলতে পারবেন যে কোভিড-১৯ -এর ভ্যাকসিনটা কবে আসছে? বাড়িতে থাকতে থাকতে আমি ভীষণ বোর হয়ে গিয়েছি। বাইরেও বেরতে পারছি না। কারণ, ওরা তো আমার সাইজের মাস্ক বানায় না। কী করি আমি?" আর শীতের সকালের নরম রোদ গায়ে মেখে ছোট্ট যুবানের এই ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। সত্যিই তো কী করা, যুবানের মতো তো আরও অনেক খুদেই বাইরে পা রাখতে পারছে না এই অতিমারীর জন্য!