Advertisment

হিমেশ-রানুর 'তেরি মেরি কাহানি'-তে মাতল নেটিজেনরা, দেখুন ভিডিও

রানু মন্ডল এবং হিমেশ রেশমিয়ার 'তেরি মেরি কাহানি' আপনাকে অবাক করবে। তাদের সুরের মূচ্ছর্নায় ভাসবেন দর্শক। প্রকাশ্যে এল পুরো গান।

author-image
IE Bangla Web Desk
New Update
ranu mondol

রানু মন্ডল এবং হিমেশের কাহানি।

'হ্যাপি হার্ডি এন্ড হীর' ছবির গান মুক্তি পেল বুধবার। রানু মন্ডল এবং হিমেশ রেশমিয়ার 'তেরি মেরি কাহানি' আপনাকে অবাক করবে। তাদের সুরের মূচ্ছর্নায় ভাসবেন দর্শক। এদিন প্রকাশ্যে এল পুরো গান। এখনও পর্যন্ত শ্রোতারা রানু-হিমেশের যুগলবন্দীর আভাস পেয়েছিলেন। বুধবারের পর তাদের মুখে মুখে ঘুরতে পারে তাদের গল্প।

Advertisment

আরও পড়ুন, মধ্যরাতে ‘কুলি নাম্বার ওয়ান’-এর সেটে আগুন

‘তেরি মেরি কাহানি’ দিয়েই বলিউডে ডেবিউ করলেন ইন্টারনেট সেনসেশন রানু মন্ডল। গানেপ পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন হিমেশ রেশমিয়া, বিপরীতে সোনিয়া মান। আগেই জানা গিয়েছিল, চর্চিত এই গান মুক্তি পাবে বুধবার। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে এই গান।

রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক

আরও পড়ুন, চুলবুল ‘রবিনহুড’ পাণ্ডে, ফের পর্দায় সলমনের ‘দাবাং’ ঝড়

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রানু বলেছিলেন, ”এই প্রথমবার কেউ আমায় গান শেখাল। গানের টেকনিক্যালিটিস আমার জানা ছিলনা। পরিবারের সদস্যের মতো করেই শিখিয়েছেন হিমেশজি এবং জীবনের সবথেকে বড় সুযোগটা দিয়েছেন। ভগবানকে অশেষ ধন্যবাদ স্বপ্নপূরণের জন্য। জীবনে কোনওদিন এত ভালবাসা পাইনি। খোলা চোখে স্বপ্ন দেখলেও কোনদিন ভাবতে পারিনি যে বলিউডে প্লেব্যাক করতে পারব।”

bollywoood music
Advertisment