Advertisment
Presenting Partner
Desktop GIF

Rukmini Moitra: 'ভুলেও একাজ করবেন না...', ল্যাজেগোবরে রুক্মিণী! দিলেন সতর্কবার্তা...

Rukmini Moitra News: এতদিন সকলে জানতেন রুক্মিণী দারুণ অভিনয় পারেন, মডেলিং পারেন, কিন্তু না! এবার তিনি দেখালেন তিনি রান্না করতেও পারেন। শুধু রান্না করলেন না, সেটা কীভাবে বানালেন সেই দৃশ্যও ভিডিও করে দেখালেন।

author-image
Anurupa Chakraborty
New Update
rukmini - hati hati pa

Rukmini Moitra: রুক্মিণী মৈত্র যা করলেন...

নিজের প্রতিভাকে নিজেই কিভাবে জাহির করতে হয়, সেকথা বোধহয় রুক্মিণী মৈত্র খুব ভালই জানেন। তিনি যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত, এবং নিজে হাতে খাবার বানিয়েছেন, তাতে অনেকেই চমকে উঠেছেন। অভিনেত্রী দেখালেন নিজের প্রতিভা।

Advertisment

এতদিন সকলে জানতেন রুক্মিণী দারুণ অভিনয় পারেন, মডেলিং পারেন, কিন্তু না! এবার তিনি দেখালেন তিনি রান্না করতেও পারেন। শুধু রান্না করলেন না, সেটা কীভাবে বানালেন সেই দৃশ্যও ভিডিও করে দেখালেন। রুক্মিণী ভিডিওর শুরুতেই বলতে শুরু করলেন, আমি আজকে এখানে শেফ, এবং আমি রান্না করতে চলেছি শুশি। জাপানিজ এই ডিশ অনেকেই বেশ পছন্দ করেন।

রুক্মিণী শুরু করলেন নিজের প্রতিভা দেখানো। যারা শুশী বানাতে জানেন দেখে এটি সিম্পল হলেও বানানো নেহাতই সোজা ঘটনা নয়। এরপরই হাতে ভাত নিয়ে সেটিকে দিয়ে শুরু করলেন শুশি বানানো। কিন্তু, মাঝপথেই বুঝে গেলেন নেহাতই সহজ কাজ এটা নয়। হাল ছেড়ে তো দিলেনই, সঙ্গে সঙ্গে চোখ মুখের হাবভাব এমন করলেন...

অভিনেত্রী সেই ভিডিও নিজের শেয়ার করলেন। তাতে ক্যাপশনে লিখলেন, আমার কলকাতার মাস্টারশেফের সিজন ১ এ স্বাগত। আমি যেখানে সুশি বানানোয় মাস্টার হয়েছি। সুশি বানানোর আর্ট শিখলাম। কিন্তু, নিজের বানানো ডিশ যে মোটেই খেতে ভাল হবে না, সেকথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বুঝে গিয়েছেন, যে খেতে মোটেই ভাল হবে না এটি। তাই আগে থেকেই সকলকে সতর্ক করে দিয়েছেন। অভিনেত্রী সতর্কতা জাহির করে লিখছেন...

"দয়া করে আমার খাবারের কেউ ভুল ভ্রান্তি ধরবেন না। এটা bআমার প্রথম প্রচেষ্টা। রুকি ম্যাকি বানিয়ে ফেলেছি আমি। আনন্দ করুন।" সঙ্গে তিনি এও বলেন, "এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন না। বা, আমি যাই বানাই সেটা বাড়িতে বানাবেন না।" উল্লেখ্য, অভিনেত্রীর দেখা যাবে নতুন কয়েকটি ছবিতে। বিনোদিনী হিসেবে তিনি আসছেন বড়পর্দায়। আবার দ্রৌপদী হিসেবেও দেখা যেতে চলেছে।

 

tollywood Tollywood Actress tollywood news Rukmini Moitra
Advertisment