ভারতে করোনার বাড়বাড়ন্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে এ দেশে ৫,১৯৪ জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। তবে সেরে উঠেছেন ৪০১ জন। মহারাষ্ট্রে করোনা আক্রন্তের সংখ্যা হাজার পেরিয়েছে। এরপরই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। অত্যবশ্যকীয় পণ্যের যোগান নিশ্চিত করতে রাজ্যগুলিকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। করোনা আবহে নয়ডা, গাজিয়াবাদ, মিরাট, লখনউ, আগ্রা, শামলি, শাহরানপুর-সহ ১৫টি জেলা সিল করছে উত্তর প্রদেশ সরকার। এমনটাই জানিয়েছেন সে রাজ্য়ের মুখ্য়সচিব আর কে তিওয়ারি। শুধুমাত্র হোম ডেলিভারি ও মেডিক্যাল টিমকে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এরই মধ্যে করোনার প্রকোপ রুখতে বেশ কয়েকটি রাজ্য লকডাউনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ‘এটাই নির্ণায়ক সপ্তাহ’ বলে মনে করছে কেন্দ্র। আগামী কয়েকদিন ব্যাপকহারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ১৪ এপ্রিলের পর লকডাউনের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবোরেটরিগুলিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা উচিত। এমনটাই মনে করে সুপ্রিম কোর্ট।
অন্যান্যা রাজ্যের মতো করোনায় কাঁপছে বাংলাও। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯। এদিকে আজ থেকেই কিষাণ মান্ডি খোলা রয়েছে, চালু হয়েছে ফুলের বাজারও।
করোনায় বিধ্বস্ত আমেরিকা। প্রতিদিনই সে দেশে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু'কে দেওয়া আর্থিক সাহায্য আমেরিকা বন্ধ করে দেবে বলে জানান প্রেসিডেন্ট। করোনা মহামারী ঘোষণা করতে হু দেরি করাতেই এই পদক্ষেপ করা হবে বলে জানান ট্রাম্প। বিশ্বজুড়ে কোভিড-১৯য়ের বলি ৮২ হাজার মানুষ। ১.৪ মিলিয়ান মানুষ করোনা সংক্রমিত।প্রায় ১০ সপ্তাহ পর করোনার ভরকেন্দ্র চিনের উহান থেকে থেকে এদিন লকডাউন তুলে নেওয়া হয়েছে। তবে কিছি বিধিনিষেধ রয়েছে সেখানে, বন্ধ স্কুল, কলেজ। বাসিন্দাদের বাড়িতে থাকারই আর্জি জানিয়েছে প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে টোকিও সহ বেশ কয়েকটি জায়গায় আগামী একমাসব্যাপী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
Read full in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা। বিভিন্ন রাস্তায় চলছে নাকা-চেকিং।
কোভিড ক্ষতে মলম দেওয়ার মতো পরিস্থিতি কবে আসবে তা নিয়ে গভীর অনিশ্চয়তায় কেন্দ্র। মধ্যবিত্তের মাথায় হাত। এই পরিস্থিতিতেই এল সাময়িক স্বস্তির খবর। ১৪ লক্ষ করদাতার জন্য এল সুখবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার পর বাড়তি টাকা ফেরত আসেনি যাদের, তাঁদের ৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড শীঘ্রই করদাতাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আয়কর দফতর থেকে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন
“দিল্লির নিজামুদ্দিনের ঘটনায় এ রাজ্যে ১৭৭ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে রাজ্য সরকার। এর মধ্যে ১০৮ জন বিদেশি।” বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে এদিন বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, “এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল বলেই জমায়েত কার্যকরী হয়। যাঁরা এসব করেছেন, তাঁরাই আবার বলে বেড়াচ্ছেন।” বিস্তারিত পড়ুন
করোনা সংকটে ভারতে হাইড্রক্সিক্লোরোকুইনের ঘাটতি নেই বলে জানাল স্বাস্থ্য়মন্ত্রক। বুধবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশে এই মুহূর্তে হাইড্রক্সিক্লোরোকুইনের ঘাটতি নেই। ভবিষ্য়তেও এর ঘাটতি হবে না। গোটা পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না দিলে রীতিমতো প্রত্য়াঘাতের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এহেন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভারত জানায়, করোনা বিধ্বস্ত কয়েকটি দেশকে তারা অত্য়াবশকীয় ড্রাগ সরবরাহ করবে। বিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা মুম্বইয়ে। বৃহন্মুম্বই পুরসভার নির্দেশকায় বলা হয়েছে, ''জনসমক্ষে বেরোলে সকলকে মাস্ক বা কাপড়ের মাস্ক পরতে হবে''। এই নির্দেশিকা না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় গ্রেফতারও করা হতে পারে বলে জানানো হয়েছে।
যাঁরা বাড়ি থেকে কাজ করছেন, বা আদৌ কাজ করছেন না, এই লকডাউন তাঁদের জীবনে বদল এনে দিয়েছে। কোনও কোনও ক্ষেত্রে এর জেরে যে একঘেঁয়েমি ও ধকল এসেছে, তাতে বদলে গিয়েছে খাদ্যাভ্যাসও। কীভাবে মানিয়ে নিতে পারেন এর সঙ্গে?
কেউ খুব সামান্য খান, কেউ বেশি খান। বাড়িতে থাকাকালীন কেউ টুকটাক বেশি খান, পুরো খাবার কম খান বা আদৌ খানই না। স্ট্রেসের জন্য মানুষ কার্বোহাইড্রেট ও ফ্যাটসম্পন্ন খাবার বেশি খান বলে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে নজর রাখা দরকার। বিস্তারিত পড়ুন
ভারতে ক্রমাগত দাপট দেখাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্য়ু হয়েছে ৩২ জনের, মঙ্গলবার এমনটাই জানিয়েছে স্বাস্থ্য়মন্ত্রক।
দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। বুধবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন ইঙ্গিতই দিয়েছেন বলে দাবি করলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ”সুদীপ বলেছে, প্রধানমন্ত্রী নাকি বলেছেন লকডাউন বাড়ানো হতে পারে। এটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি”। অন্য়দিকে, লকডাউন বাড়ানো হলে, তা মানবিকভাবে করার আর্জি জানিয়েছেন মমতা। মুখ্য়মন্ত্রী বলেছেন, ”লকডাউন কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি যেন না হয়”। বিস্তারিত পড়ুন
বিষয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। বেসরকারি ল্যাবগুলো করোনা পরীক্ষার নামে যাতে অতিরিক্ত অর্থ মানুষের থেকে নিতে না পারে সেই বিষয়েও কেন্দ্রকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অশোক ভূষণ ও এস রবীন্দ্র ভাটের বেঞ্চ। এক্ষেত্রে কেন্দ্র যেন 'কার্যকরী পদক্ষেপ' করে সেই বিযয়টিও নির্দেশে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়ুন
করোনা আবহে নয়ডা, গাজিয়াবাদ, মিরাট, লখনউ, আগ্রা, শামলি, শাহরানপুর-সহ ১৫টি জেলা সিল করছে উত্তর প্রদেশ সরকার। এমনটাই জানিয়েছেন সে রাজ্য়ের মুখ্য়সচিব আর কে তিওয়ারি। শুধুমাত্র হোম ডেলিভারি ও মেডিক্য়াল টিমকে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সরকার স্থির করেছে হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে। এই ওষুধ কোভিড ১৯-এর চিকিৎসার জন্য ও প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে তাঁর অনুরোধ মত ওষুধ ভারত না পাঠালে তার বদলা নেওয়া হবে বলে জানান। পরে ভারত জানায়, তারা যেখানে যেখানে প্রয়োজন ওষুধ পাঠাবে, যেসব প্রতিবেশীরা ভারতের সামর্থ্যের উপর নির্ভর করে আছে, তাদেরও। বিস্তারিত পড়ুন
অত্যবশ্যকীয় পণ্যের যোগান নিশ্চিত করতে রাজ্যগুলিকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মজুতদারদের বিরুদ্ধেও সব রাজ্যকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় নির্দেশ।
সংক্রমণ ছড়ানোর ভয়ে বন্ধ করে দেওয়া হল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ফুল বাজার। মুখ্যমন্ত্ররীর নির্দেশ মত বুধবার সকালে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই ফুলের বাজার চালু হয়। কিন্তু, আপত্তি জানান স্থানীয়রা। তাঁদের দাবি ফুলের বাজার চালু হলে জমায়েত হবে- সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পরতে পারে। এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাজার কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ১৪ এপ্রিল পর্যন্ত ঠাকুরনগর ফুল বাজার বন্ধ থাকবে। বিস্তারিত পড়ুন
ভয়ঙ্কর করোনার হাত থেকে নিস্তার পেলে জারি লকডাউন। ঘরে বসে একঘেয়েমি আবস্থা। কিন্তু ভয়ঙ্কর ভাইরাসের মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখাই অন্যতম উপায়। এই পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের বিরক্তি কাটাতে সচেষ্ট পুলিশ প্রশাসন। কলকাতা থেকে জেলায় জেলায় কখনও গান গেয়ে আবার কখনওবা বহুরূপী সেজে মানুষকে সচেতন করছেন পুলিশ কর্মীরা। বীরভূম পুলিশ প্রশাসনের তরফে বহুরূপী দিয়ে করোনার বিরুদ্ধে চলছে সচেতনতা প্রচার।
লকডাউনের মেয়াদ বৃ্দ্ধি হবে কী? চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ‘এটাই নির্ণায়ক সপ্তাহ’ বলে মনে করছে কেন্দ্র। আগামী কয়েকদিন ব্যাপকহারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ১৪ এপ্রিলের পর লকডাউনের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়ে গিয়েছে। বেড়েছে মৃত্যুও। সরকারি সূত্র জানাচ্ছে যে, ‘ভারতে করোনা মহামারীর প্রেক্ষিতে লকডাউন চলবে কিনা তা চলতি সপ্তাহেই নির্ণয় হবে। অভিযোগ ছিল যে, এ দেশে পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষা হচ্ছে না। আমরা মনে করি, করোনা ব্যাপকহারে ছড়ালে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত। দেশে ইনফ্লুয়েঞ্জা মত জ্বরের হারও বেশ কম। কিন্তু, মুখের কথা বা অনুমানে কাজ হবে না। প্রয়োজন পরীক্ষার। তাই চলতি সপ্তাহেই ব্যাপকহারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত হবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি।’ তবে করোনা পরীক্ষার নিয়মাবলী একই রয়েছে। জ্বর, শ্বাসকষ্ট হলে, বিদেশ বা ভিন রাজ্য ফেরত ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিস্তারিত পড়ুন
করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। রোজই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্তব্ধ জনজীবন। এই পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিলের পরও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে একাধিক রাজ্য। সেইমতো লকডাউনের মেয়াদ বৃদ্ধির ভাবনাচিন্তাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোদী সরকার। এমন প্রেক্ষিতে লকডাউন নিয়ে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ”লকডাউন উঠবে কিনা জানি না, উঠলেও হুড়মুড় করে সকলে আসতে থাকবেন, তখন সেটাও সঙ্কটজনক হবে”। বিস্তারিত পড়ুন
বাংলায় করোনা মোকাবিলায় মমতা সরকারকে একগুচ্ছ পরামর্শ দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন নোবেলজয়ী। উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাকে ‘আগামী দিনের দিশা দেখাতে ‘গ্লোবাল অ্য়াডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল‘ নামে বিশেষ বোর্ড গড়েছে মমতা সরকার। ওই উপদেষ্টা কমিটির নেতত্বে রয়েছেন নোবেলজয়ী। বিস্তারিত পড়ুন
ভারতে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে লকডাউনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছে একাধিক রাজ্য। পরিস্থিতি বিচারে সেই আর্জি মোদী সরকারের বিবেচনাধীন বলে জানা গিয়েছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ‘লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্যগুলির মতই ভাবছে কেন্দ্রীয় সরকার। তবে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কেন্দ্র আশা করছে লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলে সব রাজ্যই তা মেনে চলবে।’ বিস্তারিত পড়ুন
বুধবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে রিপোর্ট অনুসারে এ দেশে ৫,১৯৪ জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪০১ জন। এরই মধ্যে করোনার প্রকোপ রুখতে বেশ কয়েকটি রাজ্য লকডাউনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে।