Advertisment

Corona Situation Updates: বাংলায় ফের করোনায় মৃত্যু, সারা দেশে মৃত ৩২

ভারতজুড়ে বাড়ছে করোনাভাইরাসের থাবা। দিল্লির নিজামুদ্দিন (পশ্চিম)-এর দক্ষিণপূর্ব এলাকায় ৪৪১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়ায় এলাকায় লকডাউন জারি করা হয়। 

author-image
IE Bangla Web Desk
New Update
nizamuddin coronavirus

দিল্লির নিজামুদ্দিন থেকে হাসপাতালের পথে। ছবি: প্রবীণ খান্না, ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলায় করোনার বলি বেড়ে তিন। হাওড়া হাসপাতালে সোমবার রাতে এক কোভিড-১৯ আক্রান্ত মহিলার মৃ্ত্যু হয়। তাঁর সোয়াব স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয় গত রাতেই। সেই রিপোর্ট আসার আগেই মহিলা মারা যান। পরে নাইসেডের পাঠানো রিপোর্টে জানা যায় যে মৃতা করোনা আক্রান্ত ছিলেন।

Advertisment

অন্যদিকে, রাজ্যে আরও তিনজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এঁদের মধ্যে রয়েছেন টালিগঞ্জের এক মহিলা, সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ়, এবং ৩২ বছর বয়সী পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক বাসিন্দা। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬।

অন্যদিকে, দেশব্যাপী ২১ দিনের লকডাউনের দ্বিতীয় সপ্তাহে ভারতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১,২৫২, মৃতের সংখ্যা ৩২। মঙ্গলবার আসাম থেকে পাওয়া গেল প্রথম আক্রান্তের খোঁজ। ওই ব্যক্তি দিল্লির নিজামুদ্দিন এলাকার এক ধর্মীয় সমাবেশ থেকে সংক্রামিত হন বলে সন্দেহ করা হচ্ছে। নিজামুদ্দিন (পশ্চিম)-এর দক্ষিণপূর্ব এলাকায় ৪৪১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়ায় এলাকায় লকডাউন জারি করা হয়।

অন্যদিকে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানায়, আনুমানিক ৬১ হাজার ত্রাণ শিবিরে স্থান পেয়েছেন ৬ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক।

Read full in English

Live Blog

Corona Lockdown Situation Live Updates. করোনা লকডাউনের সব খবরের আপডেটস জানতে চোখ রাখুন এখানে...



























22:10 (IST)31 Mar 20










































যুবকের করোনা পজেটিভ হতেই পুরো গ্রাম হোম কোয়ারেন্টাইনে

বছরের তিরিশের যুবকের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসতেই তোলপাড় জেলাজুড়ে। আক্রান্ত যুবককে মঙ্গলবার দুপুরে পাঠানো হল বেলেঘাটা আইডিতে। যুবকের বাবাকে মেদিনীপুর মেডিকেলে আইসোলেশনে রাখা হয়েছে। আর পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার নিজামপুর গ্রামের সমস্ত অধিবাসীই এখন হোম কোয়ারেন্টাইনে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. গিরীশচন্দ্র বেরা জানিয়েছেন, “গত ২২ মার্চ মুম্বাই থেকে সোনার কারিগর ওই যুবক ট্রেনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্টেশনে নেমেছিলেন। সেখান থেকে বাসে কিছুটা গিয়ে পরে মারুতি ভ্যানে নিজের বাড়ি পৌঁছান তিনি। বাড়িতে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে যায় ওই যুবক। সেখানে শরীরে সন্দেহজনক লক্ষণ দেখা দেওয়ায় ২৮ মার্চ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আইসোলেশনে থাকার পর্বেই সোমবার রাতে করোনা পজেটিভ ধরা পড়ে।” বিস্তারিত পড়ুন

21:31 (IST)31 Mar 20










































কোভিড ১৯ মহামারীর মধ্যে কেন বন্দিদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে?

গত সপ্তাহে ভারতের বেশ কিছু রাজ্যে কারাবন্দির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমানো হয়েছে। কোভিড ১৯- এর প্রতিরোধক পদ্ধতি হিসেবে আপৎকালীন প্যারোলে এবং বিচারাধীন বন্দিদের একাংশকে জামিনে ছাড়া হয়েছে।

সারা বিশ্বেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারাবন্দিদের ছেড়ে দেবার পরিকল্পনা করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ জেলের মধ্যে সংক্রমণ আটাকাতে সমস্যার মুখে পড়ছেন।

জেলে দেখতে যাওয়া বন্ধ করা এবং অন্যান্য পরিষেবা বন্ধ হবার ফলে কয়েকটি দেশের জেলে ব্যাপক হাঙ্গামা হয়েছে। এ মাসে শুধু ইতালিতেই জেলে ২৫টি হাঙ্গামার ঘটনা ঘটেছে, যার জেরে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। বিস্তারিত পড়ুন

20:09 (IST)31 Mar 20










































করোনায় আর্থিক সাহায্য মমতার

করোনা মোকাবিলায় প্রথম থেকেই বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার এই পরিস্থিতিতে নিজের ‘সীমিত ক্ষমতার’ মধ্যে থেকেই আর্থিক সাহায্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অর্থদান করলেন মমতা। পাশাপাশি, পশ্চিমবঙ্গের স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডেও ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ খবর মঙ্গলবার নিজেই টুইট করে জানিয়েছেন মমতা। বিস্তারিত পড়ুন

17:52 (IST)31 Mar 20










































'দিল্লির তবলিঘি জামাতে যোগ দেওয়া এ রাজ্য়ের বাসিন্দাদের করোনা পরীক্ষা'

আলাপন বন্দ্যোপাধ্যায়ের টুইট-পশ্চিমবঙ্গ থেকে যাঁরা এই জমায়েতে (দিল্লির তবলিঘি জামাত) অংশ নিতে গিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। অতি দ্রুত তাঁদের কোভিড পরীক্ষা করানো হবে এবং ১৪ দিনের জন্য তাঁদের আবশ্যিক কোয়ারান্টাইনে পাঠানো হবে।

17:04 (IST)31 Mar 20










































'দরকার হলে মাস্ক পরুন, না হলে নয়'

করোনা ঠেকাতে অকারণে মাস্ক পরার দরকার নেই বলে জানাল স্বাস্থ্য় মন্ত্রক। এদিন স্বাস্থ্য় মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ''দয়া করে মাস্ক পরবেন না। ভুল বার্তা যাচ্ছে। যখন দরকার হবে তখনই মাস্ক পরুন। কারণ এটা দুর্লভ জিনিস এখন''। উল্লেখ্য়, করোনা ঠেকাতে প্রায় সকলেই মাস্ক ব্য়বহার করছেন। বাজারে রীতিমতো মাস্কের আকাল।

15:44 (IST)31 Mar 20










































অর্থনৈতিক মন্দা থেকে পাড় পেতে পারে ভারত-চিন

করোনার গ্রাস করেছে সারা বিশ্বকে। এই মহামারীর ফলে টালমাটাল পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি। আশঙ্কা করা হচ্ছে ২.৫ ট্রিলিয়ন ডলার লোকসান হতে পারে সারা দুনিয়ায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে উন্নয়নশীল দেশগুলি। তবে ভারত এবং চিনের ক্ষেত্রে মন্দার প্রভাব পড়বে না বলেই আঁচ করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

রাষ্ট্রপুঞ্জের ইউএনসিটিএডি-র গবেষক দল বলেছে সারা বিশ্বের জনসংখ্যার দুই তৃতীয়াংশই তৃতীয় বিশ্বের। তবে কোভিড-১৯ এর ভয়াবহ প্রভাব পড়তে চলেছে সারা বিশ্বের ওপরেই। আশঙ্কা করা হচ্ছে আগামী দু’বছরে ২ থেকে ৩ ট্রিলিয়ন বিনিয়োগ কমবে। বিস্তারিত পড়ুন

14:18 (IST)31 Mar 20










































যোগীর আশ্বাস ও আর্জি

কডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়াছেন অন্য রাজ্যের বাসিন্দারা। বিশেষ করে সমস্যায় পরিযায়ী শ্রমিকরা। উত্তরপ্রদেশে আটকে পড়া বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা নয় হয় তার জন্য ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছিলেন। তার জবাব দিয়েছেন যোগী। জানিয়েছেন, উত্তরপ্রদেশে অন্য রাজ্যের সব বাসিন্দারাই সুরক্ষিত থাকবেন। প্রশাসন তাঁদের দেখবাল করবে। একই সঙ্গে আশা,অন্য রাজ্যের তরফেও একই আচরণ উত্তরপ্রদেশের বাসিন্দাদের সঙ্গে করা হবে বলে মনে করছি। বিস্তারিত পড়ুন

13:35 (IST)31 Mar 20










































সব পরিযায়ী আশ্রয় পেয়েছে, দাবি কেন্দ্রের

লকডাউন ভেঙে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরায় তাগিদ ঘিরেই বিতর্ক দানা বেঁধেছিল। পরিযায়ীদের জন্য কী ব্যবস্থা করেছে কেন্দ্র? জনস্বার্থ মামলায় কেন্দ্রের জবাব তলব করে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানান, সব পরিযায়ীদেরই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, পরিযায়ীরা নিয়ম ভাঙলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে, পরিযায়ীরা আশ্রয় মেলায় সেই আশঙ্কা কমেছে। তাঁর সংযোজন, কেউ করোনা আক্রান্ত হওয়ার আগেই এ দেশে আসা লোকেদের বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং শুরু করা হয়েছিল।

কেন্দ্রকে প্রধান বিচারপতির নির্দেশ, আশ্রয়স্থলগুলোতে খাবার ও মেডিক্যাল পরিষেবার পর্যাপ্ত আয়োজন করতে হবে। পুলিশের বদলে স্বেচ্ছাসেবকদের কাজে নিয়োগ করতে হবে।

12:58 (IST)31 Mar 20










































কীভাবে মিলছে সাফল্য?

করোনা ভাইরাস মোকাবিলায় বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। তাঁরা নিরলস লড়াই চালাচ্ছেন করোনা আক্রান্তদের সুস্থ করার জন্য। ইতিমধ্যে প্রথম পর্যায়ে আক্রান্ত তিনজনকে করোনামুক্ত করতে সক্ষম হয়েছেন এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। কিন্তু কী পদ্ধতিতে চলছে এই চিকিৎসা? সূত্রের খবর, ‘সোজাসাপটা’ পদ্ধতি প্রয়োগ করেই এখানে চলছে করোনার বিরুদ্ধে লড়াই। সঠিক মাত্রায় সময়মত চলছে ওষুধের প্রয়োগ। তবে চিকিৎসকের বিধিসম্মত নির্দেশ ছাড়া এইসব ওষুধ এবং পদ্ধতি প্রয়োগ একেবারেই অনুচিত, এ বিষয়ে পাঠক যেন সচেতন থাকেন। বিস্তারিত পড়ুন

nছবি- পার্থ পাল" id="lbcontentbody">
12:57 (IST)31 Mar 20










































অবশেষে জার্মানির পথে রবীন্দ্র বিশেষজ্ঞ

প্রখ্যাত রবীন্দ্র বিশেষজ্ঞ জার্মানির বাসিন্দা মার্টিন কাম্পচেন লকডাউনের জেরে আটকে পড়েছিলেন শান্তিনিকেতনে। তবে, কেন্দ্র-রাজ্য ও জার্মান দূতাবাসের সহায়তায় মঙ্গলবার সকালে ফ্রঙ্কফুটগামী উড়ানে ওঠেন তিনি। নেতাজি সুভাষ বোস আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, 'জার্মান দূতাবাস, কেন্দ্র ও রাজ্য সরকার এবং পুলিশ খুব সাহায্য করেছে।'

এদিন কলকাতা থেকে ১১৫ জন বোর্ডারকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান প্রথমে দিল্লির উদ্দেশে উড়ে যায়। সেখান থেকে তা যাবে ফ্রাঙ্কফুটে।

publive-image

ছবি- পার্থ পাল

12:14 (IST)31 Mar 20










































নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতে অংশ নেওয়া ২৪ জন করোনা আক্রান্ত

দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় জমায়েতে উপস্থিত থাকা ২৪ জনের দেহে মিলল করোনার জীবাণু। এই জমায়েতে হাজির তেলেঙ্গানার ৫ জনও কোভিড-১৯ পজেটিভ। এই খবর প্রকাশ্যে আসতেই পশ্চিম দিল্লির নিজামুদ্দিন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়ের রয়েছে পুলিশ।

11:55 (IST)31 Mar 20










































পরিযায়ী শ্রমিকদের উপর রাসায়নিক প্রয়োগ কতটা নিরাপদ?

যে সব পরিযায়ী শ্রমিকরা  নিজেদের রাজ্যে ফিরছিলেন, রবিবার ও সোমবার বিভিন্ন জায়গায় তাঁদের গায়ে, তাঁদের সঙ্গের জিনিসপত্রে রাসায়নিক স্প্রে করা হয়েছে। বলা হচ্ছে জীবাণুমুক্ত করবার জন্যই এই পদক্ষেপ। উত্তর প্রদেশের বেরিলিতে শ্রমিকদের গায়ে, দিল্লিতে তাঁদের জিনিসপত্রের উপর রাসায়নিক স্প্রে করা হয়েছে. যে রাসায়নিক স্প্রে করা হয়েছে তা হল সোডিয়াম হাইপোক্লারাইট। সোডিয়াম হাইপোক্লারাইট ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় সুইমিং পুল সাফ করার কাজেও। গুজরাট, মহারাষ্ট্র এবং পাঞ্জাবে বিভিন্ন বিল্ডিং ও নিরেট তল (solid surface)-এর উপর এই কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, লক্ষ্য- নভেল করোনাভাইরাসের অস্তিত্ব দূর করা। এই রাসায়নিক কি নিরাপদ? বিস্তারিত পড়ুন

nছবি- অরিন্দম বসু" id="lbcontentbody">
11:14 (IST)31 Mar 20










































অশান্ত হাওড়া জেলা হাসপাতাল

সোমবার রাতে হাওড়া হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে কর্মরত নার্সরা জানতে পারেন যে, করোনা আক্রান্ত হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। এরপরই মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন নার্সরা। অভিযোগ, রবিবার প্রথমে মহিলা ওয়ার্ডে ওই রোগীকে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর শ্বাসকষ্ট বাড়লে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। বারংবার, উপসর্গ দেখে মহিলাকে আইসোলেশনে রাখার কথা বলা হলেও ভ্রুক্ষেপ করেননি হাসপাতাল সুপার। ফলে সংক্রমণের আশঙ্কা থেকে গিয়েছে। সুরক্ষা ব্যবস্থা ছাড়া কেন কাজ করানো হচ্ছে তা নিয়ে প্রশান তোলেন নার্সরা।

publive-image

ছবি- অরিন্দম বসু

10:30 (IST)31 Mar 20










































করোনা চিকিৎসায় বাংলার বড় সাফল্য

বাংলায় নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিন ব্যক্তির শরীরে এই মুহূর্তে সংক্রমণের কোনও চিহ্নই নেই। প্রথমবারের মতো ওই তিন জনের দ্বিতীয় পরীক্ষার রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। স্বভাবতই বেশ কিছুটা আশার আলো বাংলার চিকিৎসক মহলে। এই রিপোর্টকে আপাতভাবে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক-কর্মীদের বড় সাফল্য হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল।

রাজ্যে প্রথম পর্যায়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত পরপর তিনজন এখন করোনা সংক্রমণ থেকে মুক্ত। এঁদের প্রত্যেকের শরীর থেকেই দ্বিতীয়বারের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং প্রথমবারের মতোই এবারও করোনা নেগেটিভ এসেছে। বিস্তারিত পড়ুন

10:02 (IST)31 Mar 20










































ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার

করোনা সংক্রমণের ভুয়ো খবর ছড়িয়ে কলকাতায় গ্রেফতার এক গৃহবধূ। এর আগে ভুয়ো খবর ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয় ২৯ বছরের এক মহিলাকে। বেলেঘাটা আইডি হাসপাতালে কর্তৃব্যরত এক চিকিৎসক করোনা পজেটিভ- এই খবর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই তরণী ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ। বিস্তারিত পড়ুন

09:22 (IST)31 Mar 20










































বরেলিতে জীবাণুনাশক স্প্রে ঘিরে তুমুল বিতর্ক

রাস্তায় বসে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের উপর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। উত্তরপ্রদেশের বরেলির এই ছবি সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে দেশে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এমন কাণ্ডের জন্য যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। বিস্তারিত পড়ুন

09:20 (IST)31 Mar 20










































চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য নয়া ঘোষণা মমতার

করোনা পরিস্থিতিতে জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য আরও এক সিদ্ধান্ত নিল মমতা সরকার। ডাক্তার-নার্সদের জন্য বিমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা করা হল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উল্লেখ্য, এর আগে করোনা মোকাবিলায় যাঁরা কাজ করবেন, সেইরকম ১০ লক্ষ মানুষের জন্য ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হয়েছে বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”মানুষ বেঁচে থাকলে পয়সা আসবে। তাই চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীদের বিমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল। ওঁদের পরিবারের কারও হলেও এই বিমার আওতায় আসবে। যাঁরা ক্যুরিয়ার বহন করেন, রান্না করেন, সাফাইয়ের কাজ করছেন, আয়ার কাজ করছেন, আশার মেয়েরা, আইসিডিএস কর্মী, সকলে এই বিমার আওতায় আসবেন। বেসরকারি সংস্থায় যাঁরা একাজ করছেন, তাঁদেরও এই বিমার আওতায় আনা হবে। পুলিশে যাঁরা রয়েছেন, তাঁরাও এই বিমার আওতায় আসবেন”। বিস্তারিত পড়ুন

09:09 (IST)31 Mar 20










































গোষ্ঠী সংক্রমণ নয়: কেন্দ্র

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে বাড়তে হাজার ছুঁয়ে ফেলেছে। কিন্তু এখনও ভারতে মারণ ভাইরাসের থাবায় গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলে জানাল স্বাস্থ্য মন্ত্রক। এ প্রসঙ্গে সোমবার স্বাস্থ্য় মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ”এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণ হয়নি। যদি তা হত, তাহলে সচেতনতা বাড়ানোর জন্য় সকলকে আরও এ বিষয়ে জানাতাম”।

এ প্রসঙ্গে এদিন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব আরও বলেন, ”আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা একশো থেকে হাজার ছুঁতে ১২ দিন নিয়েছে, যেখানে অন্য়ান্য় উন্নত দেশে সংখ্যা লাফিয়ে বেড়েছে”। বিস্তারিত পড়ুন

09:07 (IST)31 Mar 20










































বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ২৫

রাজ্য আরও তিনজন করোনা আক্রান্তের হদিশ। সবমিলেয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা এক মহিলা ঢাকুরিয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ মিলেছে। সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এর প্রৌঢ়ও কোভিড-১৯ আক্রান্ত। অন্যজন, ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, করোনা আক্রান্ত ৩২ বছরের ওই যুবক পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা।

করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি রয়েছে। বন্ধ গণপরিবহণ ও আন্তর্দেশীয়-আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কার্যত গৃহবন্দি গোটা ভারত। প্রয়োজনীয় কারণ ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বেরোতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা।

West Bengal coronavirus India corona kolkata
Advertisment