Advertisment

Ajker Horoscope 13 August, 2019: মঙ্গলে কি মঙ্গল হবে আপনার? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে মঙ্গলবার ?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেষ

Advertisment

সামাজিক কোনও কাজের জন্য নাম–যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য গবেষণা। কোনও আত্মীয়ের বাজে খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বাড়বে। আজ একটু একা থাকতে ভাল লাগবে।

আরও পড়ুন: জলসংকট, বিষাক্ত জল, সাপের আতঙ্ক দুর্গাপুরের একশো পরিবারের জীবনসঙ্গী

বৃষ

Advertisment

বাবার শরীর নিয়ে সমস্যা বাড়বে। পড়াশোনার জন্য দিনটি ভাল নয়। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন।শরীর সঙ্গ না দেওয়ার জন্য কাজের ক্ষেত্রে চাপ বাড়তে পারে।

আরও পড়ুন: নিম্নচাপের জের, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

আরও পড়ুন: স্বঘোষিত গডম্যানের ‘মহাপ্রয়াণ’, আসানসোলে ভক্তদের ভিড়

মিথুন

সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ আসতে পারে।সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে।

আরও পড়ুন: ‘দুর্গাপুজোর মাধ্যমে কালো টাকা সাফ করেন তৃণমূল নেতারা’

কর্কট

আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। চর্বি সংক্রান্ত কোনও রোগ বাড়তে পারে।সকালের দিকে পেটের সমস্যায় কাজে ক্ষতি। সংসারে ব্যয় সঙ্কোচন নিয়ে আলোচনা। শত্রুর জন্য ভয় বাড়তে পারে।

আরও পড়ুন: সাড়ে ছ’টায় এবার লড়াই সম্পূর্ণা বনাম দিতিপ্রিয়ার

কন্যা

কোনও খারাপ ঘটনা দেখে মানসিক কষ্ট বাড়তে পারে। সংসারের জন্য শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। শত্রুদের থেকে মুক্তি পাবেন। ধর্মের ব্যাপারে কোনও দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে।

আরও পড়ুন: আজ নরেন্দ্র মোদীর ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এর বিশেষ পর্ব, কখন কীভাবে দেখবেন

সিংহ 

মায়ের চিকিৎসার জন্য কোনও আলোচনা। আর্থিক চাপ বাড়বে। কোমরে যন্ত্রণা বৃদ্ধি।ব্যবসায় আয় বাড়তে পারে। অফিসে কোনও বাধা নিয়ে চিন্তা। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে।

আরও পড়ুন: সকলকে সঙ্গে নিয়ে চলেন বলেই ভারতরত্ন প্রণব

তুলা

কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য ঋণ নিতে হবে। বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনও আলোচনা। আজ একটু খরচ বাড়তে পারে।

আরও পড়ুন: দুই সেকেন্ডে ১২৮ কিলোমিটার ‘পিকআপ’, নজির গড়ল হারলে-ডেভিডসন

বৃশ্চিক

অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। ব্যবসায় আর্থিক চাপ বৃদ্ধি। চিকিত্সার জন্য খরচ ও চিন্তা থাকবে। বাড়িতে কোনও খুশির খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা।

আরও পড়ুন: সুখবর, মাত্র ৭০০ টাকায় জিও ফাইবার দেবে বিনোদনের সমস্ত সুযোগ সুবিধা

ধনু

মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা।ভাল কাজের জন্য অফিসে সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ।

আরও পড়ুন: সর্বনাশ! দুটি সেদ্ধ ডিমের দাম সোনার থেকে বেশি?

মকর

সামাজিক কোনও ভয় মনে কাজ করতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় কোনও খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: বন্যার প্রতিকূল পরিস্থিতির হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে উঠে পড়ল কুমির

কুম্ভ

বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন।

আরও পড়ুন: পকেটমানি খরচ করে শহরের জল অপচয় বন্ধ করার অভিযানে তরুণ-তরুণী

মীন

শত্রুর জন্য চাপ বাড়তে পারে। সকালের দিকে খরচ বৃদ্ধি। প্রিয় ব্যক্তিকে কটূ কথা বলবার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি।

Karkat Rashifal Meen Rashifal Kumbha Rashifal Dhanu Rashifal Vrishchik Rashifal Tula Rashifal Kanya Rashifal Singha Rashifal Makar Rashifal Mithun Rashifal Vrish Rashifal Mesh Rashifal rashifal
Advertisment