Advertisment

Daily Horoscope 12 October, 2019: শনিবারে কতটা সংযত হবেন? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে ?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিন কেমন যাবে সেই চিন্তা করছেন? তাহলে দিনের শুরুতে চোখ বুলিয়ে নিন রাশিফলে। জেনে নিন আপনার রাশির অধিকর্তা আপনার সহায় নাকি ...

Advertisment

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।

আরও পড়ুন: দিন নির্দিষ্ট হয়নি, যথা সময়েই খোলা হবে কর্তারপুর করিডর: পাকিস্তান

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

আরও পড়ুন: কমোডে বসতে গিয়ে আঁতকে উঠলেন মহিলা, ভিতরে বসে বিশালাকার পাইথন

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সহকর্মীদের কেউ শত্রুতাও করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করা ঠিক হবে না।

আরও পড়ুন: এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সপুত্র পি চিদাম্বরমকে হাইকোর্টের নোটিস

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

আরও পড়ুন: এবার ডান্সিং দিদা’র ভাসান নাচে সেনসেশন সোশাল মিডিয়ায়

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।

আরও পড়ুন: দুঃখজনক ! ১০৪টি প্লাস্টিকের টুকরো খেয়ে মৃত্যু শিশু কচ্ছপের

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: খালি গলায় উচ্চাঙ্গ সঙ্গীত, বুলেটের গতিতে ভাইরাল ভিডিও

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

আরও পড়ুন: বাংলায় ‘নারকীয় হত্যালীলা’! জিয়াগঞ্জকাণ্ডে মমতাকে তোপ গম্ভীরের

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

আরও পড়ুন:‘উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যে’, জিয়াগঞ্জের খুন নিয়ে সরব রাজ্যপাল, পাল্টা তোপ তৃণমূলের

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম সাক্ষাতেই কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

আরও পড়ুন: কাজ করছে পুলিশ আর তার উকুন বেছে দিচ্ছে হনুমান, ভাইরাল সোশাল মিডিয়ায়

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনদের কাজে লাগানো সহজ হতে পারে।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

Karkat Rashifal 2019 (কর্কট রাশিফল) Meen Rashifal 2019 (মীন রাশিফল) Kumbha Rashifal 2019 (কুম্ভ রাশিফল) Dhanu Rashifal 2019 (ধনু রাশিফল) Vrishchik Rashifal 2019 (বৃশ্চিক রাশিফল) Tula Rashifal 2019 (তুলা রাশিফল) Kanya Rashifal 2019 (কন্যা রাশিফল) Singha Rashifal 2019 (সিংহ রাশিফল) Makar Rashifal 2019 (মকর রাশিফল) Mithun Rashifal 2019 (মিথুন রাশিফল) Vrish Rashifal 2019 (মেষ রাশিফল) Mesh Rashifal 2019 (মেষ রাশিফল) rashifal
Advertisment