# রোহিত পৃথিবীর সপ্তম ব্য়াটসম্য়ান হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্য়াটে শতরান হাঁকালেন। এর আগে এই রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নিউজিল্য়ান্ডের ব্র্য়ান্ডন ম্য়াকালাম, মার্টিন গাপটিল, শ্রীলঙ্কার তিলকরন্তে দিলশান, পাকিস্তানের আহেমদ শেহজাদ, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও বাংলাদেশের তামিম ইকবালের।
# রোহিত চতুর্থ ভারতীয় ব্য়াটসম্য়ান যিনি টেস্ট ওপেনার হিসাবে কেরিয়ারের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেন। এর আগে এই নজির ছিল শিখর ধাওয়ান (মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৭, ২০১২-১৩), কেএল রাহুল (সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০, ২০১৪-১৫), পৃথ্বী শ (রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৪, ২০১৮-১৯)
আরও পড়ুন: সিধুর রেকর্ড ভাঙলেন রোহিত, দেশের হয়ে একক টেস্টে সর্বোচ্চ ছক্কা হিটম্য়ানের
# রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ঘরের মাঠে টানা ছ’টি ফিফটি প্লাস রান করলেন। ২০১৭ সালে রোহিত শ্রীলঙ্কা ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টানা তিনটি অর্ধ-শতরান করেছিলেন।
আরও পড়ুন: ডনের সঙ্গে এক আসনে রোহিত, রেকর্ডের ছড়াছড়ি হিটম্য়ানের ব্য়াটে
# ৪১ বছরে এই প্রথম সুনীল গাভাস্করের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে রোহিত একক টেস্টে ব্য়াক-টু-ব্য়াক সেঞ্চুরি পেলেন। বিশাখাপত্তনমের পর পুণেতেও শতরান আসে মুম্বইকরের ব্য়াট থেকে। ১৯৭৮-৭৯-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
# বিনু মানকড়, বুধি কুন্দরন, গাভাস্কর ও বীরেন্দ্র শেহওয়াগের পর রোহিত পঞ্চম ব্য়াটসম্য়ান হিসাবে একক টেস্ট সিরিজে ৫০০ বা তার বেশি রান করার নজির গড়লেন।
# ভারত অধিনায়ক বিরাট কোহলি ভারতের প্রথম ব্য়াটসম্য়ান হিসাবে টেস্টে সাতটি দ্বি-শতরানের নজির গড়লেন। পাশাপাশি এর আগে কোনও ভারতীয় ব্য়াটসম্য়ান টেস্টে এতগুলি ডাবল সেঞ্চুরি করেননি। পাশাপাশি শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগের যুগ্মভাবে ছ’টি ২০০ প্লাস ইনিংসের রেকর্ডও ভেঙে দিয়েছেন কোহলি।
আরও পড়ুন: সপ্তম ডাবল সেঞ্চুরি কোহলির, ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক, পুনেতে রেকর্ডের ছড়াছড়ি
# কোহলি দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্য়াটসম্য়ান হিসাবে ২৬ টেস্ট সেঞ্চুরির স্বাদ পান। ১৩৮ তম ইনিংসে কোহলির ২৬ নম্বর সেঞ্চুরি এল ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে। শচীনের থেকে দু’টি বেশি ইনিংস নিলেন তিনি। সার্বিক বিচারে কোহলি চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসাবে ২৬টি টেস্ট শতরান করলেন। এই তালিকায় সবার আগে রয়েছেন ডন ব্র্যাডম্য়ান। ৬৯টি ইনিংসে তিনি ২৬টি টেস্ট সেঞ্চুরি করেন। এরপরেই রয়েছেন তাঁর দেশেরই অন্যতম সেরা ক্রিকেটার ও বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট ব্য়াটসম্যান স্টিভ স্মিথ। ১২১টি ইনিংস নেন তিনি।
# রাঁচি টেস্টে বিরাট একক অনন্য় রেকর্ডের সাক্ষী থেকেছেন। প্রতিপক্ষকে সবথেকে বেশিসংখ্যক ফলো অন করার নিরীখে কোহলি এখন দেশের টেস্ট ক্যাপ্টেনদের তালিকায় শীর্ষে চলে আসেন। এতদিন এই কীর্তি দখলে ছিল মহম্মদ আজাহারউদ্দিনের। সাতবার প্রতিপক্ষকে ফলো অন করতে বাধ্য করেছিলেন তিনি। তবে রাঁচিতে কোহলি প্রোটিয়াজদের ফলো অন করার সঙ্গেসঙ্গেই পেরিয়ে যান আজাহারকে। কোহলির পকেটে ৮বার ফলো অন করার নজির চলে আসে।
আরও পড়ুন: দুরন্ত সাফল্য, তারপরেই রোহিতের মুখে বিরাট-শাস্ত্রীর নাম
# ময়ঙ্ক আগরওয়াল, বিরাট ও রোহিত প্রথম তিন ভারতীয় ব্য়াটসম্য়ান হয়ে গেলেন যাঁরা একই টেস্ট সিরিজে দ্বি-শতরানের স্বাদ পেলেন।