Advertisment

Scooters under 80000: দামে ফিট, মাইলেজে সুপারহিট, সেরা ৫ স্কুটার, পারফরম্যান্স অবাক করবে!

এগুলির দাম পড়বে ৮০ হাজারেরও কম। সেই সঙ্গে পাবেন অসাধারণ মাইলেজও।

author-image
IE Bangla Tech Desk
New Update
Scooters under 80000, Honda Activa Price, Suzuki Access Price, Ola S1X Price, Yamaha Fascino 125 Fi Price, TVS Jupiter Price, honda scooters, suzuki scooters, ola scooters, yamaha scooters, tvs scooters

৮০ হাজার টাকার মধ্যে স্কুটি কিনবেন ভাবছেন? কিন্তু বাজারে হাজারো স্কুটির মধ্যে থেকে কোন টি নেবেন তা ভেবে কনফিউড? আজ এই প্রতিবেদনে ৫টি এমন স্কুটির কথা তুলে ধরব যেগুলি 'দামে হিট মাইলেজেও ফিট'।

Best scooty under 80000: ৮০ হাজার টাকার মধ্যে স্কুটি কিনবেন ভাবছেন? কিন্তু বাজারে হাজারো স্কুটির মধ্যে থেকে কোন টি নেবেন তা ভেবে কনফিউড? আজ এই প্রতিবেদনে ৫টি এমন স্কুটির কথা তুলে ধরব যেগুলি 'দামে হিট মাইলেজেও ফিট'। আর এই ৫টি সেরা স্কুটির মধ্যে থেকে আপনি আপনার জন্য বেছে নিতে পারেন যে কোন একটি। এগুলির দাম পড়বে ৮০ হাজারেরও কম। সেই সঙ্গে পাবেন অসাধারণ মাইলেজও।

Advertisment

আপনি যদি ৮০ হাজার টাকার কম দামে একটি নতুন একটি স্কুটি কিনতে চান, তাহলে আজ আমরা আপনাকে এমন পাঁচটি মডেলের কথা বলব যে মডেলগুলি আপনি অনায়াসেই ৮০ হাজারের কম দামে <এক্স-শোরুম মূল্য> পেয়ে যাবেন।

Honda Activa-এর এই জনপ্রিয় স্কুটির প্রারম্ভিক মূল্য ৮০ হাজার টাকার কম, Activa STD ভেরিয়েন্টের দাম ৭৬,২৩৪ টাকা (এক্স-শোরুম) এবং Activa DLX ভেরিয়েন্টের দাম ৭৮,৭৩৪ টাকা (এক্স-শোরুম)। রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারটি এক লিটারে 60kmpl পর্যন্ত মাইলেজ দেয়।

Suzuki Access: সুজুকির এই জনপ্রিয় স্কুটারটি 4টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, এই স্কুটারটির স্ট্যান্ডার্ড এডিশন ড্রাম ব্রেক ভেরিয়েন্টটি ৮০ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। এই মডেলটির দাম ১৯,৮৯৯ টাকা (এক্স-শোরুম)। মাইলেজের কথা বললে, এই স্কুটারটি এক লিটার পেট্রোলে ৪৫-৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

আরও পড়ুন - < Electric Scooters Battey: তুমুল বিস্ফোরণের হাত থেকে সহজেই মিলবে রেহাই, ব্যাটারি স্কুটারের প্রতি একটু যত্নশীল হোন >

Ola S1X মূল্য: আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার চান, তাহলে আপনি Ola ইলেকট্রিকের এই স্কুটারটির দাম পড়বে ৮০ হাজারের কম। এই ব্যাটারি চালিত স্কুটারটির দাম ৬৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। 2 kWh ভেরিয়েন্টির রেঞ্জ ৯৫ কিলোমিটার এবং 3 kWh ভেরিয়েন্ট ফুল চার্জে ১৪৩ কিমি পর্যন্ত চলতে পারে।

Yamaha Fascino 125 Fi: আপনি এই Yamaha স্কুটারের ড্রাম ভেরিয়েন্টটি ৮০ হাজার টাকার কম দামে পাবেন। এই মডেলটির দাম ৭৯,৯০০ টাকা (এক্স-শোরুম)। রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারটি এক লিটারে 50 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে।

TVS জুপিটার মূল্য: TVS মোটরের এই স্কুটারটির দাম ৭৩,৩৪০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। আপনি ৮০ হাজার টাকার কম দামে এই স্কুটারের SMW এবং বেস ভেরিয়েন্ট পাবেন। এই স্কুটারটি এক লিটার পেট্রোলে 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

Tech News Auto Mobile E Scooter
Advertisment