/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/sikkim.jpg)
North Sikkim Tour: অপূর্ব প্রাকৃতিক শোভায় মুড়ে আছে গোটা সিকিম। সিকিমের উত্তর প্রান্তে বেড়ান এবার আরও সহজে।
North Sikkim Tour: প্রতিবেশী রাজ্য সিকিমের (Sikkim) প্রতি ভ্রমণপ্রিয় বাঙালির টান বরাবরের। সিকিমের নানা প্রান্তের অনিন্দ্যসুন্দর পরিবেশ মুগ্ধ করে মন-প্রাণ। শুধু বাঙালিই নয়, গোটা দেশ এমনকী বিদেশ থেকেও পর্যটকদের (Tourists) ঢল নামে বাংলা ঘেঁষা এই পাহাড়ি রাজ্যে। বহু পর্যটকই উত্তর সিকিমের (North Sikkim Tour) প্রতি বিশেষ একটা টান অনুভব করেন। সিকিমের এই উত্তর প্রান্তে বেড়ানোটা যতটা কঠিন ঠিক ততটাই আনন্দায়কও বটে। এখানকার অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা লেখনির মাধ্যমে প্রকাশ করা বেশ কঠিন।
গত বছরের শেষের দিকে অক্টোবর মাসের পর থেকে ভূমি ধ্বস (Landslide) থেকে শুরু করে মেঘ ভাঙা বৃষ্টি-সহ একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে সিকিমকে। ভয়াবহ সেই সব দুর্যোগের জেরে উত্তর সিকিম (North Sikkim) যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ চুংথাং-মঙ্গন রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত বছরের ৩ অক্টোবরের মেঘ ভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিম যাওয়ার বিভিন্ন রাস্তা পুরোপরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
সিকিমের অর্থনীতি মূলত পর্যটনের (Tourism) উপরেই দাঁড়িয়ে রয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের জেরে টানা কয়েকমাস ছোট্ট পাহাড়ি রাজ্যের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছিল। তবুও যুদ্ধকালীন তৎপরতায় সিকিম পুনর্গঠনের কাজ চালিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে উত্তর সিকিমের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত প্রান্ত নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। দিন কয়েক আগেই খুলে দেওয়া হয়েছে লাচেন থেকে চুংথাংগামী রাস্তা। যদিও এই রাস্তার কাজ এখনও পুরোপুরি শেষ করা যায়নি।
আরও পড়ুন- Kolkata to Pakyong Flight: নামমাত্র খরচেই বিমানে কলকাতা to সিকিম! কবে কবে মিলছে পরিষেবা?
জানা গিয়েছে, লাচেন থেকে চুংথাংগাী রাস্তাটি দিয়ে শুধুমাত্র সকালের দিকে লাচেনের দিকে ওঠা যাবে। আপাতত সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই এক ঘণ্টা ওঠার জন্য সময় পাবেন পর্যটকরা। আবারও বিকেলের দিকে লাচেন থেকে চুংথাং ফিরে আসার জন্যও পর্যটকদের ১ ঘণ্টা সময় দেওয়া হবে। বিকেলের দিকে ৩টে থেকে ৪টে পর্যন্ত এই সুযোগ মিলবে। ফের বিকেল ৪টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লাচেনের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
যেহেতু এই রাস্তা সংস্কারের কাজ এখনও শেষ হয়নি, তাই এখনও এটি পুরোদমে চালু করা যাচ্ছে না। যদিও পর্যটকদের স্বার্থে উত্তর সিকিম যাওয়ার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ দ্রুত গতিতে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিকিম প্রশাসন। এতদিন উত্তর সিকিম যাওয়ার ক্ষেত্রে ঘোরতর সমস্যায় পড়তে হচ্ছিল পর্যটকদের। তবে আপাতত কিছুটা হলেও সেই সমস্যা কেটেছে।