
চিকিৎসক সমাজের পাশে দেশের প্রধান বিচারপতি
দেশের প্রধান বিচারপতি হিসেবে তাঁর কাজ “কঠিন”, “চ্যালেঞ্জিং” এবং “পরীক্ষার”। পাশাপাশি “অভিনয় করার সাহস”-এর দরকার।
শুক্রবার অর্থাৎ ২৩ এপ্রিল অবসর নিয়েছেন রামান্নার পূর্বসূরি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।
গত বছর বিচারপতি রামান্নার বেঞ্চ দিল্লি গণধর্ষণে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের কিউরেটিভ আবেদন খারিজ করেছিল।