চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে সুবিধা পাইয়ে দেবার অভিযোগে মামলা চালাচ্ছে সিবিআই ও ইডি। মামলা চলছে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে।
বাবাকে চিঠি লিখে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মোদীকে কটাক্ষের সুরে কার্তি লিখেছেন, ‘‘ তুমি আজ ৭৪ বছর বয়সে পা দিলে, কোনও ৫৬ নম্বর তোমায় আটকে রাখতে পারবেন না’’।
৭৩ বছরের চিদাম্বরম আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন। সিবিআই এই মামলার তদন্ত করছে।
এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছেন চিদাম্বরম। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চিদাম্বরমকে বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত ।
বিশেষ আদালত চিদাম্বরমকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। সেই রায়কে এদিন দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করে পি চিদাম্বরমের আইনজীবী কপি সিব্বল।
পি চিদাম্বরমের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে তাঁর হয়ে পরিবারের সদস্যরা এই প্রশ্ন তুলে ধরেন। সেখানে লেখা রয়েছে, 'আমাকে অনেকেই প্রশ্ন করছেন, যেসব অফিসার এই লেনদেনের ছাড়পত্র দিতে আপনাকে সুপারিশ করল তাদের কেন গ্রেফতার করা হয়নি?'
সূত্রের খবর, ৭নং জেলে চিদাম্বরমের জন্য বরাদ্দ পৃথক সেলে থাকছে ওয়েস্টার্ন টয়লেট, ফ্যান, খাট। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জন্য রাখা থাকছে ৬টি কম্বল।
আদালত নির্দেশ দিয়েছে চিদাম্বরমের জেড ক্যাটিগরির নিরাপত্তার কথা মাথায় রেখে, তাঁকে পৃথক সেলে রাখতে হবে।
এয়ারসেল-মাক্সিস মামলায় বিশেষ বিচারপতি ওপি সাইনি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও কার্তি চিদাম্বরমকে ছাড় দিয়েছেন এবং ওই দুজনকেই মামলার তদন্তে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।
আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে ইডি মামলায় বৃহস্পতিবার চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যার জেরে এবার ইডি-র গ্রেফতারির মুখে পড়লেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আইএনএক্স মিডিয়া মামলা চলাকালীন দিল্লি আদালতের বাইরে বেরোনোমাত্র তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। সকলেই দীর্ঘ সিবিআই হেফাজত নিয়ে প্রশ্ন করেন তাঁকে।
চিদাম্বরমের দুই আইনজীবী কপিল সিবল ও অভিষেক মনু সিংভি আদালতকে প্রতিশ্রুতি দিয়েছেন এর মধ্যে তাঁরা কংগ্রেস নেতার অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করবেন না।
তুষার মেহতা জিজ্ঞাসা করেন এ মামলা এত গুরুত্বপূর্ণ কেন, এর বিশেষত্বই বা কী। এর উত্তরে চিদাম্বরমের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন যদি এটা সাধারণ মামলা হত তাহলে সলিসিটর জেনারেল নিজে এখানে হাজির হতেন না।
শুনানি চলাকালীন চিদাম্বরমের কৌঁশুলি প্রবীণ আইনজীবী কপিল সিবল আদালতে বলেন, চিদাম্বরমকে তিহার জেলে না পাঠিয়ে গৃহবন্দি রাখা হোক।
আইএনএক্স মিডিয়া মামলায় আগামী সোমবার পর্যন্ত চিদাম্বরমকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, চিদাম্বরমকে ৫ দিনের হেফাজতে চেয়েছিল সিবিআই।
তুষার মেহতা বলেন, "অর্থ পাচার সমাজ ও দেশের বিরুদ্ধে সংঘটিত একটি অপরাধ এবং পুরো ষড়যন্ত্র খোলসা করার অধিকার তদন্তকারী সংস্থার রয়েছে।"
তুষার মেহতা বলেন, কংগ্রেস নেতা পরিস্থিতির শিকার হওয়ার ভান করছেন এবং তদন্তকারী সংস্থাকে গ্রেফতারির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।