Advertisment

বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকায় এলেন মুকেশ আম্বানি

রিলায়েন্স সংস্থায় একের পর এক বিদেশি বিনিয়োগের ফলে সম্পদের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে মুকেশ আম্বানির।

author-image
IE Bangla Web Desk
New Update
mukesh ambani

লকডাউন আবহে রিলায়েন্স সংস্থায় একের পর এক বিদেশি বিনিয়োগের ফলে সম্পদের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে মুকেশ আম্বানির। ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিরমোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫০ কোটি ডলারে। এর ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়লেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়, এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স।

Advertisment

সেরা ১০ ধনীর তালিকায় ৯ নম্বরে আছেন ভারতের এই ধনকুবের। সম্পদের দৌড়ে ওরাকেল কর্পের ল্যারি এলিসন এবং ফ্রান্সের সবচেয়ে ধনী মহিলা ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ের্সকে পিছনে ফেলে দিয়েছেন মুকেশ আম্বানি।

আরও পড়ুন, মুকেশ আম্বানির ‘লক্ষ্মীলাভ’, ২ মাসের মধ্য়েই ঋণমুক্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

প্রসঙ্গত, রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ার রয়েছে ধীরুভাই-পুত্রের হাতে। এই সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মে সম্প্রতি বিদেশি বিনিয়োগ টেনে লাভের মুখ দেখেছেন মুকেশ। দেশে যখন কোটিপতি শিল্পপতিরা শেয়ার বাজারে ধাক্কা খাচ্ছেন সেই সময় মুকেশের সংস্থাই শেয়ার বাজারে প্রায় দ্বিগুণ লাভ করেছে।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর সেন্টার ফর ইকোনমিক স্টাডিস অ্যান্ড প্ল্যানিং-এর প্রধান জয়তী ঘোষ বলেন, করোনাভাইরাস সংক্রমণ আটকাতে লকডাউনে যাওয়া দেশের অর্থনীতি ক্রমশই অবক্ষয়ের পথে গিয়েছে। একমাত্র আম্বানির সংস্থাগুলি (বিশেষত টেলিকম সংস্থা জিও) সবচেয়ে উন্নতি করেছে এবং তাঁর ব্যক্তিগত সম্পদও বেড়েছে যথেষ্ট পরিমাণে।"

উল্লেখ্য, ঋণমুক্ত সংস্থা হিসেবে রিলায়েন্সকে ঘোষণার পর গত শুক্রবার সংস্থার শেয়ারের দরও বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেয়ারপ্রতি মূল্য হয়েছে ১ হাজার ৭৩৮ টাকা ৫৯ পয়সা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mukesh Ambani
Advertisment