আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন হওয়ার জন্য বদলে গেল উচ্চমাধ্যমিকের সূচি। বৃহস্পতিবার নবান্নে উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান, ২ এপ্রিল, ৪ এপ্রিল এবং ৫ এপ্রিলের পর ফের ১৬ এপ্রিল হবে পরীক্ষা। মাঝে নির্বাচনী প্রচার, আম্বেদকর জয়ন্তী এবং বাংলা নববর্ষের জন্য ফের ১৬ এপ্রিল হবে পরীক্ষা। ওই দিন হবে অঙ্ক পরীক্ষা, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২০ এপ্রিল, ২২ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল হবে পরীক্ষা। একনজরে দেখে নিন সূচি-
- ২ এপ্রিল- প্রথম ভাষা
- ৪ এপ্রিল- দ্বিতীয় ভাষা
- ৫ এপ্রিল- ভোকেশনাল পরীক্ষা
- ১৬ এপ্রিল- অঙ্ক
- ১৮ এপ্রিল- অর্থনীতি
- ১৯ এপ্রিল- কম্পিউটার সায়েন্স
- ২০ এপ্রিল- কমার্শিয়াল ল
- ২২ এপ্রিল- পদার্থবিদ্যা গ্রুপ
- ২৩- স্ট্যাটিস্টিক্সের গ্রুপ
- ২১ এপ্রিল জয়েন্টের জন্য উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না
- ২৪, ২৫ এপ্রিল জেইই-মেইনের জন্য উচ্চমাধ্যমিক হবে না
- ২৬ এপ্রিল- রসায়ন গ্রুপ
- ২৭ এপ্রিল- জীবনবিজ্ঞান গ্রুপ
- ৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হবে
মুখ্যমন্ত্রী এদিন পরীক্ষার সূচি বদলের জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে একহাত নেন উচ্চমাধ্যমিকের মধ্যে আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ফেলার জন্য।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কমিশনের এটা বোঝা উচিত ছিল, রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। তার মধ্যেই উপনির্বাচনের দিন ফেলেছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী স্কুলে স্কুলে থাকবে, সেটা কমিশনের মাথায় রাখা উচিত ছিল। উচ্চমাধ্যমিকের মধ্যে প্রচার করা যাবে না। পাঁচ রাজ্যে ভোটের সঙ্গেই তো দুটি কেন্দ্রে উপনির্বাচন করিয়ে নিতে পারত। মানিকতলাতেও উপনির্বাচন করতে হবে। সেটাও একসঙ্গে করে দিতে পারত। বিজেপির কথায়, খেপে খেপে দিন ঘোষণা করছে কমিশন। পরীক্ষার্থীদের অসুবিধার কথা ওঁরা বুঝবে না। যাই হোক, সবদিক বিবেচনা করে উচ্চমাধ্যমিকের দিন পরিবর্তন করা হল। পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।"