Advertisment

'মমতা মানুষ খেপাচ্ছেন-ওনার প্রচার বন্ধ হোক', দাবি দিলীপ ঘোষের

'উনি বুঝেছেন এবার হেরে যাবেন। তাই মানুষকে খেপিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অন্যায় করছেন। দ্রুত সাজা পাবেন তিনি। এভাবে চলতে পারে না।'

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh mamata banerjee west bengal election 2021

দিলীপের নিশানায় মমতা

'উস্কানি দিচ্ছেন মমতা, তার জেরেই রাজ্য়ের ভোটে হিংসা বাড়ছে।' শীতলকুচিকাণ্ডের দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে ঠেলে কমিশনের কাছে রাজ্য বিজেপি সবাপতির আর্জি, 'অবিলম্বে মমতার সব প্রচার বাতিল করা হোক।'

Advertisment

শনিবার শীতলকুচিতে সিআরপিএফ-র গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। 'আত্মরক্ষার্থে'ই বাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করেছে কমিশন। তবে এই ঘটনার জন্য মমতার উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, 'মমতা যেখানে হেরে যাবেন বলে মনে করছেন সেখানেই উস্কানি দিয়ে ঝামেলা পাকাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধাদান করছেন। তাঁদের উতক্ত করায় এই ঘটনা ঘটেছে।'

আরও পড়ুন- আসছে আরও বাহিনী, প্রচারের সময়সীমা বদল, শান্তিপূর্ণ বাকি ৪ দফাই চ্যালেঞ্জ কমিশনের

গতকাল মুখ্যমন্ত্রীকে 'গৃহবন্দি' করার দাবি জানান মেদিনীপুরের সাংসদ। আর রবিবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, 'সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন মমতা। কেপিয়ে তুলছেন। এতে হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। ওনাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানো উচিত। ওঁর প্রচার বন্ধ করে দেওয়া দরকার। মামলা করা উচিত ওঁর বিরুদ্ধে।

দিলীপ ঘোষের সংযোজন, 'মুখ্যমন্ত্রী অন্যায় করছেন। দ্রুত সাজা পাবেন তিনি। এভাবে চলতে পারে না।' রাজ্য বিজেপি সভাপতির দাবি, 'উনি বুঝেছেন এবার হেরে যাবেন। তাই মানুষকে খেপিয়ে দিচ্ছেন। আর হিংসা বাড়ছে বলেই বাংলার মানুষ আসল পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন। এবার বাংলায় বিজেপিই সরকার গড়বে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee dilip ghosh election commission West Bengal Polls 2021 West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment