General Election 2019: লোকসভা নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে ঠাঁই পেয়েছে নোট বাতিল, কর্মসংস্থান, জিএসটির মতো ইস্যুগুলি। পাশাপাশি ক্ষমতায় এলে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন স্বয়ং দলনেত্রী। বুধবার কালীঘাটে দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করতে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী রয়েছে তৃণমূলের ইস্তেহারে? জেনে নিন একনজরে...
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
* তৃণমূলের ইস্তেহারে নোট বাতিলের তদন্তের দাবি জানানো হয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেছেন, ‘‘নোটবন্দি কার স্বার্থে হয়েছিল? কেন হয়েছিল? আমাদের দাবি তদন্ত করার, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করা হোক।’’
* এবারের লোকসভা নির্বাচনের অন্যতম ইস্যু কর্মসংস্থান। যে ইস্যু নিয়ে প্রায়শই মোদী সরকারকে একহাত নেন বিরোধীরা। সেই ইস্যুতে নিজেদের ইস্তেহারে আলোকপাত করেছে মমতার দল। মমতা বলেছেন, ‘‘কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: তৃণমূলের ইস্তেহারে নোট বাতিল, কর্মসংস্থান ইস্যু
* ক্ষমতায় এলে জিএসটি পুনর্বিবেচনা করা হবে, প্রতিশ্রুতি মমতার।
* ক্ষমতায় এলে নতুন করে যোজনা কমিশন নিয়ে আসা হবে, জানিয়েছেন মমতা।
* ১০০ দিনের কাজ ২০০ দিন করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেছেন, ‘‘১০০ দিনের কাজের মজুরি দ্বিগুণ করতে হবে।’’
আরও পড়ুন, Lok Sabha Election 2019: পুলিশ পর্যবেক্ষকের আরএসএস যোগ নিয়ে সরব মমতা
* কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা সুনিশ্চিত করার কথা বলেছেন মমতা।
* মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়া হবে, ইস্তেহার প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন তৃণমূলনেত্রী।