/indian-express-bangla/media/media_files/2025/03/23/jWOURmGkjo5DJMua9ZiT.jpg)
Pori Moni: সত্যিই আর নেই পরীমণি! Photograph: (ফেসবুক )
Entertainment Latest Highlights:
Pori Moni Death News Viral: সেকি সাংঘাতিক কান্ড! হঠাৎ করে পরীমণিকে নিয়ে এমন আলোচনা হল কেন? বাংলাদেশের এই চর্চিত অভিনেত্রীকে নিয়ে সমালোচনা লেগেই থাকে। তাই বলে তাঁর মৃত্যুর খবর! সেকি কান্ড? পরীমণির নাকি রহস্য মৃত্যু হয়েছে! এবং তার নাকি দেহ উদ্ধার করা হয়েছে! এমন একটি খবর তার ভক্তদের জন্য বেশ চাঞ্চল্যকর। তারকার মৃত্যু যদিও বা নতুন ঘটনা নয়, কিন্তু যে মানুষটি দুই ছানাপোনাকে নিয়ে সুখে সংসার সাজিয়েছেন, যে মানুষটি মনের দিক থেকে নিতান্তই আনন্দে আছেন। প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন, তাকে নিয়ে এমন খবর রটলে কারোর ভালো লাগে?
-
May 19, 2025 21:09 IST
Entertainment Latest Live News Update- পাশের মানুষটির কোলেই উঠে পড়লেন সুশান্তের প্রাক্তন?
Ankita Lokhande shared some posts: জীবনে নানান চরাই-উৎরাই দেখেছেন অভিনেত্রী অঙ্কিতা লখন্ডে। এক তো তার প্রেমের মানুষটি প্রথমে তার হাত ছেড়ে ছিলেন, তার পরবর্তীকালে পৃথিবীটাই ছেড়ে দেন। সুশান্ত ( Sushant Singh Rajput ) চলে যাওয়ার পর, অঙ্কিতা ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েন। যতই সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হোক না কেন, তাঁর চলে যাওয়া মানসিকভাবে একেবারেই তিনি মেনে নিতে পারেননি। ভেঙে পড়েছিলেন সাংঘাতিক। সেই জায়গা থেকে জীবনে নতুন শুরু।
Ankita Lokhande: সমুদ্র সৈকতে কার হাত ধরলেন অঙ্কিতা? স্বামী ভিকি নয়, …
-
May 19, 2025 20:47 IST
Entertainment Latest Live News Update- অস্বাভাবিক মৃত্যু হয়েছে পরীমণির? সামনে এল বড় সত্যি
Pori Moni Death News Viral: সেকি সাংঘাতিক কান্ড! হঠাৎ করে পরীমণিকে নিয়ে এমন আলোচনা হল কেন? বাংলাদেশের এই চর্চিত অভিনেত্রীকে নিয়ে সমালোচনা লেগেই থাকে। তাই বলে তাঁর মৃত্যুর খবর! সেকি কান্ড? পরীমণির নাকি রহস্য মৃত্যু হয়েছে! এবং তার নাকি দেহ উদ্ধার করা হয়েছে! এমন একটি খবর তার ভক্তদের জন্য বেশ চাঞ্চল্যকর। তারকার মৃত্যু যদিও বা নতুন ঘটনা নয়, কিন্তু যে মানুষটি দুই ছানাপোনাকে নিয়ে সুখে সংসার সাজিয়েছেন, যে মানুষটি মনের দিক থেকে নিতান্তই আনন্দে আছেন। প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন, তাকে নিয়ে এমন খবর রটলে কারোর ভালো লাগে?
Pori Moni: অস্বাভাবিক মৃত্যু হয়েছে পরীমণির? সামনে এল বড় সত্যি, যা জান…
-
May 19, 2025 19:28 IST
চীনের মাটি কাঁপিয়ে দিয়েছিল এই ছবি
সুপারহিট ব্লকবাস্টার সিনেমা মানেই বলিউড। বলিউডের নানা ছবি নানা সময় কামাল করেছে। শুধু দেশে বললে ভুল হবে বিদেশের মাটিতে সেই সাফল্য দেখার মত। রেকর্ড করেছে কিছু কিছু বলিউড সিনেমা। তাঁর মধ্যে দঙ্গল থেকে শুরু করে, রয়েছে পাঠানের মত ছবি। কিন্তু, শুধু সাম্প্রতিক সময় না, বরং অতীতেও একটি সিনেমা ছিল যা ভারতবর্ষ এবং বিদেশের বুকে তোলপাড় ফেলে দিয়েছিল।
Bollywood Movie: চীনের মাটি কাঁপিয়ে দিয়েছিল এই ছবি, হয়েছিল তোলপাড়,…
-
May 19, 2025 18:15 IST
Entertainment Latest Live News Update শুটিং সেটে সকলের সামনেই প্রস্রাব করার নির্দেশ, পরিচালকের কথা শুনে তাজ্জব বনে যান জানকী
Entertainment Latest Live News Update আর মাধবনের ছবি 'শয়তান' ছবিটি সাড়া ফেলেছিল দর্শকমহলে। অভিনয় করেছিলেন অজয় দেবগন, জ্যোতিকা ও জানকী বোদিওয়ালা। জানকীর অভিনয় নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। কিন্তু এই ছবির শুটিং-এর সময়ে পরিচালকের দাবি শুনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। পরিচালক কৃষ্ণদেব যাজ্ঞিক নাকি জানকীকে পোশাক পরা অবস্থাতেই প্রস্রাব করতে বলেছিলেন। যা শুনে তাজ্জব বনে গিয়েছিলেন অভিনেত্রী। তবে চরিত্রের প্রয়োজনে রাজি হয়েছিলেন। যদিও শেষমেশ কৃত্রিম উপায়ে সেই দৃশ্য প্রতিস্থাপন করা হয়।
-
May 19, 2025 17:09 IST
Entertainment Latest Live News Update কানের মঞ্চে ছেঁড়া পোশাকে ঊর্বশী! ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল নেটপাড়ায়
Entertainment Latest Live News Update বিতর্ক যেন অভিনেত্রী উর্বশী রাউতেলার পিছু ছাড়ছে না। এবার বিপদ ঘটল কানস ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানে নাকি ছেঁড়া পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। সোশাল মিডিয়ায় উর্বশীর সেই ছেঁড়া পোশাক পরা ভিডিও-ও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কালো রঙের গাউনে বাঁ বগলের দিকেই ছিদ্র! যতবার হাত নাড়াচাড়া করেছেন ততবার বগলের কাছে সেই ছিদ্র ক্যামেরায় স্পষ্ট হয়ে উঠেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ঘিরে হাসির রোল।
Urvashi Rautela :- First Indian to have a torn dress at Cannes? pic.twitter.com/ZqePMasB4K
— raman (@Dhuandhaar) May 18, 2025 -
May 19, 2025 16:06 IST
Entertainment Latest Live News Update- কেঁদে কেটে একসার বাংলাদেশের অভিযুক্ত অভিনেত্রী নুসরত
বাংলাদেশের এই অভিনেত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ। দুই বাংলাতেই তিনি কাজ করেছেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাষ্ট্র এবং আসামী পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সকাল ১০টা নাগাদ তাঁকে এজলাসে হাজির করা হয়। এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকাকালীন, অভিনেত্রী একেবারেই চুপ করে ছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে চোখের জল মুছতে পর্যন্ত দেখা যায় তাঁকে। শুনানি শুরু হয়, তাঁকে ফ্যাসিস্ট দোসর আখ্যা দিয়ে। কারাগারে আটকে রাখার পর্যন্ত আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। অভিনেত্রী চোখের জলে নাকের জলে এক করলেও তাঁর পক্ষ থেকে জামিনের আবেদন খারিজ করে আদালত। এবং ফের একবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
Bangladesh Actress In Jail: আদালতের ভয়ঙ্কর নির্দেশ! কেঁদে কেটে একসার…
-
May 19, 2025 15:38 IST
Entertainment Latest Live News Update: ১৭-এ পা দিতেই বিয়ে, ৪ মাসের মেয়েকে নিয়ে পালালেন অভিনেত্রী
দীপক আনন্দের 'ইয়াদ রাখেগি দুনিয়া' (১৯৯২) ছবিতে অভিনয়ের সময় রুখসারের বয়স ছিল মাত্র ১৭ বছর। ঋষি কাপুরের সঙ্গে 'ইন্তেহা পেয়ার কি' ছবিতেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যাইহোক, অভিনেতার বাবা-মা তাকে জোর করে অভিনয় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এবং তাকে বিয়ে দিয়েছিলেন। শীঘ্রই তিনি ১৯ বছর বয়সে কন্যা আয়েশার মা হন। তিনি স্মৃতিচারণ করে বলেন, 'আয়েশার সঙ্গে আমি আমার নতুন উদ্দেশ্য খুঁজে পাই। বাইরে থেকে জীবনটা পারফেক্ট লাগছিল। আমি একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফাটল ধরতে শুরু করে। আর সেই বিয়ে ভেঙে গেল।"
Bollywood: ১৭-এ পা দিতেই বিয়ে, ৪ মাসের মেয়েকে নিয়ে পালালেন অভিনেত্র…
-
May 19, 2025 15:09 IST
Entertainment Latest Live News Update শরীরে করোনার থাবা, মারাত্মক পরিণতি জনপ্রিয় অভিনেত্রী
Entertainment Latest Live News Update সালটা ছিল ২০২০। মহামারির আকার নিয়েছিল কোভিড ১৯। করোনাকালে মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। করোনার দাপট কিছুটা কমলেও পাঁচ বছর পর ফিরল সেই আতঙ্ক। কোভিড আছড়ে পড়ল মায়ানগরী মুম্বইয়ে। করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস গার্ল শিল্পা শিরোদকার। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। সেখানেই কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সপ্তাহের প্রথম দিন শিল্পার সোশ্যাল মিডিয়া পোস্টে চড়ছে উদ্বেগের পারদ। কোভিড পজেটিভের খবর জানিয়েছে লিখেছেন, 'হ্যালো! আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। সাবধানে থাকুন আর মাস্ক ব্যবহার করুন।'
-
May 19, 2025 14:33 IST
Entertainment Live latest news updates: গালাগাল করেন পরিচালক! 'হাত উঠে যাবে...', সতর্ক করেন সুনীল
অভিনেতা সুনীল শেঠি তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। অভিনেতার বেশ কিছু আইকনিক ছবি রয়েছে, জেপি দত্তের বর্ডার তার মধ্যে একটি। তিনি যুদ্ধের ছবিতে তার ভূমিকার জন্য প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলেন, তবে এমন একটি সময় ছিল যখন সুনীল বর্ডার করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সম্প্রতি, রেডিও নাশার সাথে কথোপকথনের সময়, অভিনেতা জানিয়েছিলেন যে কীভাবে পরিচালক জে পি দত্তের খারাপ মেজাজের কারণে তিনি প্রথমে ছবিটিকে না বলেছিলেন। তবে পরবর্তীকালে পরিচালকের সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর।
জেপি দত্ত সম্পর্কে তিনি কীভাবে রায় দিয়েছিলেন সে সম্পর্কে কথা বলতে গিয়ে সুনীল বলেছিলেন, "আমি প্রথমে বর্ডারের জন্য না বলেছিলাম, কারণ একটি শোনা কথা ছিল, জেপি দত্ত খুব কঠোর এবং যদি তিনি বিরক্ত হন তবে তিনি মৌখিকভাবে গালিগালাজও করতেন। আমিও খুব বদমেজাজি ছিলাম। তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে, আমি দেখব। কিন্তু আমি আমার সেক্রেটারিকে বলেছিলাম যে আমি এটা করতে পারব না, কারণ তিনি যদি আমাকে মৌখিকভাবে গালি দেন, তবে আমার হাত উঠে যাবে। কারণ আমি ততটাই গরম মেজাজী, তাই আমি পাল্টা আঘাত করব। আমি কারও সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইনি।"
-
May 19, 2025 14:05 IST
Entertainment Live latest news updates: গরম পরতেই মাথা মুড়িয়ে চেহারার ভোলবদল, রাজ-শুভশ্রীর ছোট্ট ইয়ালিনির ছবি দেখেছেন?
Entertainment Live latest news updates: সদ্য স্কুলে পা রেখেছে লক্ষ্মীছানা। এদিকে প্রচণ্ড গরম! তাই সব চুল ছেটে ফেলে নেড়া হয়ে গেল রাজ-শুভশ্রীর ছোট্ট মেয়ে ইয়ালিনি। ছবি পোস্ট করে রাজ লিখেছেন, 'ঝা, নেই নেই'। দেখুন সেই মিষ্টি ছবি।
-
May 19, 2025 13:53 IST
Latest Entertainment Live News Update: বোনের প্রেমিকার সঙ্গে পুলে আলিয়া, যা বললেন...
সম্প্রতি প্রেমিক ঈশান মেহরার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আলিয়া ভাটের বোন শাহিন ভাট। মাসখানেক আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিনি। এবং এখন, তাঁর বোন আলিয়াও ঈশানের সাথে সোমবার সকালে একটি পুলের ছবি শেয়ার করেছেন।
আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তার সাথে একটি স্টোরি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "বিষণ্ণ সোমবার + একটি পুল বুট ক্যাম্প @ishaanmehra রয়েছেন এই দায়িত্বে। ছবিতে তাকে লাল সুইমস্যুট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে এবং দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে চওড়া হাসি দিচ্ছেন।
-
May 19, 2025 13:11 IST
Latest Entertainment Live News Update: একই বাড়িতে আলাদা ঘরে কেন থাকেন তাঁরা?
এই তো, সেদিন সব বন্ধুদের উপস্থিতিতে, পরিবারের সকলকে সামনে রেখে গাঁটছড়া বাঁধলেন। তাহলে কী হল? স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে মুখের মানচিত্র পাল্টে গেল অভিনেত্রীর। চোখেমুখে এক উজ্জ্বল ভাব, তাঁর সবথেকে পছন্দের মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে যেন আনন্দে উল্লাসে মগ্ন তিনি। তাহলে আলাদা কেন থাকেন? দুজনের আলাদা ঘর কেন? প্রসঙ্গেই তিনি জানিয়েছেন। এই অভিনেত্রী আর কেউ নন। বরং কুবুল হ্যায় খ্যাত সুরভী জ্যোতি। তিনি, গত সিজনে নাগিন হিসেবেও এসেছিলেন কালারস এর পর্দায়।
-
May 19, 2025 12:13 IST
Latest Entertainment Live News Update: ৭১-এর কমল হাসানের কাণ্ডে তোলপাড়!
কমল হাসান সবসময়ই অন্য ধরণের নায়ক। তিনি তেলেগু-তামিল এবং বলিউডে যে ধরণের ছবিতে অভিনয় করেছেন, তারপর থেকে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আর কোনও প্রশ্ন থাকে না। কিন্তু, বর্তমানে তিনি ভীষণ ফাঁসা ফেঁসেছেন। কেন? বয়সে ছোট দুই তারকার সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখেই ছিঃ ছিঃ পড়ে গেল। কমল, মণি রত্নমের এই ছবিতে ত্রিশা কৃষ্ণান ও অভিরামির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন।
Kamal Hassan: ৩০ বছরের ছোট নায়িকাদের সঙ্গে রোম্যান্স, ৭১-এর কমল হাসান…
-
May 19, 2025 11:41 IST
Latest Entertainment Live News Update 'দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ডের লোকজনই তো...', বলিউড নিয়ে বিস্ফোরক অভিনেত্রী
Latest Entertainment Live News Update সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনু আগরওয়াল নয়ের দশকে বলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে বলেছেন, সেই সময় বলিউডের অর্থের জোগান হত 'আন্ডারওয়ার্ল্ড' থেকেই। নাম নিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমেরও। অনু আগরওয়াল দাবি করেছেন, বলিউডের উপর তাঁদের মতো মানুষজনের একচেটিয়া প্রভাব ছিল। ওই পরিস্থিতিকে 'নোংরা ব্যবসা' বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী অনু আগরওয়াল। এই মুহূর্তে বলিউডের পরিস্থিতি কেমন সেই বিষয়ে তিনি ওয়াকিবহাল নন। তবে নয়ের দশকের 'আন্ডার টেবিল সেটিং'নিয়েও কথা বলতে দুবার ভাবেননি অনু। সিনেমায় বিনিয়োগ করতেন 'আন্ডারওয়ার্ল্ড'-এর মানুষজনই। পিঙ্কভিলাকে তিনি বলেন, 'তখন তো আন্ডার টেবিল সেটিং হত। দাউদ ইব্রাহিমের মতো মানুষরাই তো সিনেমায় বিনিয়োগ করতেন। আন্ডারওয়ার্ল্ড থেকেই পর্যাপ্ত অর্থ আসত। এটা একদম অন্যরকম একটা পরিস্থিতি ছিল।'
-
May 19, 2025 11:21 IST
Entertainment Latest News Live Update: চলে গেলেন জনপ্রিয় অভিনেতা
বয়স হয়েছিল প্রায় ৮২। এই থিয়েটার এবং টেলিভিশন আইকন নিজের কাজের জন্য পরিচিত ছিলেন গোটা বিশ্বে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। লড়াই করছিলেন রোগের সঙ্গে। তবে, বয়স হয়ে যাওয়ায় আর যুজে উঠতে পারলেন না। বরং, সব শেষ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর লিবিয়া বাতিস্তা মোরা।
Actor Passed Away: জটিল অসুখেই আর ফেরা হল না লাইমলাইটে, চলে গেলেন …
-
May 19, 2025 10:35 IST
Entertainment Latest News Live Update নতুন মোড়কে পুরনো স্বাদ! উৎসবের মরশুমে বড় পর্দায় হাসির ফোয়ারা, কবে মুক্তি পাবে 'ধামাল ৪'?
Entertainment Latest News Live Update সালটা ছিল ২০০৭। সেই বছর মুক্তি পেয়েছিল দমফাটা হাসির ছবি 'ধামাল'। দারুণ সাড়া ফেলেছিল বক্স অফিসে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, জাভেদ জাফেরি, আশিষ চৌধুরী ও সঞ্জয় দত্ত। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর ২০১১-এ মুক্তি পায়ে ধামালের সিক্যুয়েল ডবল ধামাল। দ্বিতীয় ভাগে ছিলেন কঙ্গনা রানাউত ও মল্লিকা শেরাওত। আর ২০১৯-এ টোটাল ধামাল-এ বড় পর্দায় ধামাল করেছিলেন অজয় দেবগণ, অনিল কাপুর, মাধুরী দিক্ষীত। এছাড়াও ছিলেন এষা গুপ্তা ও বোমান ইরানি। ছ'বছর পর চতুর্থ ভাগ নিয়ে ফিরছেন ইন্দর কুমার। আসছে ধামাল ৪। আগামী ইদে ছবি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। ধামাল ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্বের খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত দর্শক। নতুন মোড়কে পুরনো স্বাদ দিতে ধামাল ৪-এ ও থাকছেন রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্রা, জাভেদ জাফেরি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়, বিজয় পটকর ও রবি কিশান। Malshej Ghat-এ প্রথম অংশের শুটিংয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুম্বইয়ে চলছে ধামাল ৪-এর শুটিং।
-
May 19, 2025 10:07 IST
Entertainment Latest News Live Updates: কেন উত্তমের ছবি থেকে সরলেন মাধবী?
সেই ছবিতে উত্তমের বিপরীতে কাজ করার কথা ছিল, মাধবী মুখোপাধ্যায়-এর। এত হিট জুটি, টলিগঞ্জ এর এই পরিচালক চেনা পথেই হেঁটেছিলেন। তরুণ মজুমদার অভিজ্ঞতায় লিখেছিলেন, ভেবেছিলেন মাধবীদি হয়তো, এই ছবিটা করবেন। কিন্তু পরে দেখলেন সেই ছবিতে, সুপ্রিয়া দেবীর আগমন হল। হঠাৎ করে মাধবীর জায়গায় সুপ্রিয়া কেন? মনে মনে বেশ অবাক হয়েছিলেন তরুণ বাবু। সঙ্গে সঙ্গে তাদের কালুদার কাছে প্রশ্ন রেখেছিলেন, 'এটা কি করে হলো?' নায়িকা পরিবর্তনের কারণটা শুনলে সত্যিই চমকে যেতে হয়।