বলিউডে এখন শুধুই ডিভোর্সের চর্চা। একের পর এক দাম্পত্য ভাঙার গল্প। গত বছর শেষের দিকে এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর প্রায় ৩০ বছরের দাম্পত্য ভাঙার গল্প শোনা গিয়েছিল। আর এবার গুঞ্জন উঠেছিল গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজাকে নিয়ে।
দুজনের প্রায় অনেক বছরে দাম্পত্য জীবন। দুটি সন্তানও রয়েছে। হঠাৎ করে তার স্ত্রীর তরফে জানা গিয়েছিল, তারা নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন। সুনিতা নাকি, ডিভোর্স ফাইলও করে ফেলেছিলেন। প্রশ্ন উঠছিল এমনই তাহলে কবে থেকে আলাদা থাকবেন তারা। তবে তাদের আইনজীবী জানিয়েছেন, তারকা দম্পতির মধ্যে এখন সবই প্রায় ঠিক আছে।
দুজনের মধ্যে ভাব ভালবাসা প্রকাশ্যে দেখা যেত। যতবার নানান শোয়ে তারা একসঙ্গে এসেছেন, ততবার তারা প্রমাণ দিয়েছেন, একে অপরকে কতটা ভালো করে চেনেন তারা। তবে গোবিন্দার স্ত্রী জানিয়েছিলেন কোন এক মারাঠি অভিনেত্রীর জন্য তার সংসার ভাঙছে। আর এতদিন পর তাদের আইনজীবী মুখ খুললেন সংবাদমাধ্যমের কাছে।
তিনি জানিয়েছেন, প্রায় মাস ৬ আগে সুনিতা গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছিলেন। তিনি আরো বলেন, পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে। এরপরে তারা নেপালে ঘুরতেও গিয়েছেন। এমনকি একসঙ্গে নতুন বছরের শুরু ও উদযাপন করেছেন। পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছেন তারা। তাদের মধ্যে এখন সবই ঠিক আছে। দম্পতিদের মধ্যে এই ধরনের গন্ডগোল একটু হয়। কিন্তু তারা আগামীতে যার শক্ত থাকবেন, এই আশাই করব এবং তারা সবসময় একসঙ্গে থাকবেন।
এ প্রসঙ্গে গোবিন্দার নিজের কি মতামত?
অভিনেতার কাছে ডিভোর্সের প্রশ্ন করা হলে তিনি সাফ বিষয়টি এড়িয়ে যান। সঙ্গে তিনি এও বলেন, এখন শুধুই ব্যবসার কথা চলছে, আসন্ন অনেকগুলি ছবিতে আমাকে দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে তার ম্যানেজারও এ বিষয়ে মুখ খুলেছেন। তার কথায়, " দম্পতির মধ্যে কিছু কারণবশত এবং কিছু মন্তব্যের কারণে গোলমাল দেখা দিয়েছিল। তবে এখন সবই ঠিক আছে।" প্রসঙ্গে তার ভাবনা ক্রুষ্ণ অভিষেক জানিয়েছেন, "এই ঘটনা সম্ভবই না। তারা কোনদিন আলাদা হতে পারেন না।"