লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা সঙ্কটজনক। ফের ভেন্টিলেশনে রয়েছেন কিংবদন্তি শিল্পী। গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর জানাজানি হয়। পরে জানা যায়, তার বেশ কয়েকদিন আগে থেকেই কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেচিকিৎসাধীন তিনি। নিউমোনিয়া রয়েছে ৯২ বছরের শিল্পীর। আইসিইউতে ভর্তি ছিলেন প্রবীণ শিল্পী।
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি বলেছেন, 'আবার শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, তাঁর অবস্থা সঙ্কটজনক।' চিকিৎসকের দাবি মতো, প্রবীণ সঙ্গীত শিল্পীকে আইসিইউতে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত সপ্তাহেই জানানো হয়েছিল যে, করোনাভাইরাস মুক্ত হয়েছেন লতা, নিউমোনিয়ার লক্ষণও নেই। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ভেন্টিলেশন থেকে তাঁকে সরানো হয়।
ভারতের 'নাইটেঙ্গেলল' হিসাবে পরিচিত লতা মঙ্গেশকর। ভারতরত্ন সম্মানে ভূষিত তিনি। পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
Read in English