Advertisment

স্বনামধন্য সংস্থা TATA-য় এযেন 'সোনার চাকরি'! আবেদনের যোগ্য কারা?

এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে TATA গ্রুপের অধীনস্থ সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
TISS non teaching staff recruitment 2023

টাটা গ্রুপের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ।

এবার টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স বা TISS-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই এই চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারীদের নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তরস্তর উত্তীর্ণ হতে হবে।

আরও চাকরির খবর- কেন্দ্রের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, আবেদনের যোগ্য কারা?

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য সর্বোচ্চ ৫৭ বছর বয়সীরা আবেদনের যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আরও চাকরির খবর- হবে না লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই ৩০ হাজার টাকা মাইনের চাকরি পাকা!

আবেদন পদ্ধতি -

এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.tiss.edu-তে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।

আরও চাকরির খবর- ঢুকলেই মাসে প্রায় ৩০ হাজার, বিদ্যুৎ দফতরে ঢালাও চাকরি!

আবেদনের শেষ তারিখ-

এই পদে চাকরির জন্য ২৬ জুন ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশ করেছেন? রাজ্যেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারের মোটা মাইনের এই চাকরি

tata job jobs
Advertisment