ভবানীপুরের বহুতল আগুন। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। বহুতলের ১৭ তলায় আগুন লাগেছে।হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে চলে রয়েছেম দমকলের ডিজি। পরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। Advertisment বহুতলের মধ্যে কেই আটকে নেই বলেই জানা গিয়েছে। দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।