/indian-express-bangla/media/media_files/2024/12/10/Z4ma1CTpapAvo9cyUyFw.jpg)
এই সরকারি যোজনায় ঘরে বসে মহিলারা পাবেন হাজার হাজার টাকা।
/indian-express-bangla/media/media_files/2024/12/10/gg0TzlOpyqXK69aLi5Mr.jpg)
কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের জন্য অনেক পরিকল্পনা নিয়ে আসছে
কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের জন্য অনেক পরিকল্পনা নিয়ে আসছে। এই ধারাবাহিকতায় নারী ক্ষমতায়নে আনা হচ্ছে নতুন একাধিক প্রকল্প।
/indian-express-bangla/media/media_files/2024/12/10/QlyXo4EViKq9wZXvrTsF.jpg)
মোদী সম্প্রতি চালু করেছেন ‘বিমা সখী যোজনা’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চালু করেছেন ‘বিমা সখী যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই মোদী সরকারের লক্ষ্য।
/indian-express-bangla/media/media_files/2024/12/10/w5fmVnELpr3VlDdWxZJb.jpg)
মহিলারা প্রতি মাসে হাজার হাজার টাকা করে পাবেন
'বিমা সখী যোজনা' ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের (এলআইসি) একটি উদ্যোগ। যার অধীনে মহিলারা প্রতি মাসে হাজার হাজার টাকা করে পাবেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/10/Q9gMYrDQewrt2rsgcTk3.jpg)
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে অনলাইনে। কীভাবে আবেদন করবেন? জেনে নিন রেজিস্ট্রেশনের পদ্ধতি
/indian-express-bangla/media/media_files/2024/12/10/sC4pfeVlLRqlvSjXuwyV.jpg)
স্কিমটি ১৮-৭০ বছর বয়সী মহিলাদের সুবিধার কথা ভেবে আনা হয়েছে
এই স্কিমটি ১৮-৭০ বছর বয়সী মহিলাদের সুবিধার কথা ভেবে আনা হয়েছে। দশম পাস থেকে স্নাতক শ্রেনীর মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্প আনা হয়েছে। প্রথম তিন বছরের জন্য মিলবে বিশেষ প্রশিক্ষণ এবং বৃত্তি।
/indian-express-bangla/media/media_files/2024/12/10/zAMnEr8yrLJk1g7UaP2O.jpg)
শুরুতে মহিলাদের প্রতি মাসে ৭ হাজার টাকা দেওয়া হবে
শুরুতে মহিলাদের প্রতি মাসে ৭ হাজার টাকা দেওয়া হবে। দ্বিতীয় বছরে মহিলারা পাবেন ৬০০০ টাকা। তৃতীয় বছরে ৫০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে। যে সমস্ত বীমা সখীরা তাদের লক্ষ্য পূরণ করতে পারবেন তাদেরও জন্য থাকছে পৃথক কমিশনের ব্যবস্থাও। ৩৫ হাজার মহিলাকে বীমা এজেন্ট হিসেবে চাকরি দেওয়া হবে। পরে আরও ৫০ হাজার মহিলাকে এই প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হবে।