বিশ্বকাপ শেষেই পিএসজিকে কার্যত হুমকি দিয়ে বসেছিলেন কিলিয়ান এমবাপে। স্প্যানিশ মিডিয়া মার্কা-র দাবি অনুযায়ী, এমবাপের তিনটে শর্তের অন্যতম ছিল তাঁকে রাখলে নেইমারকে ছাড়তে হবে!
এমবাপের সেই চাপের কাছেই কার্যত নতি স্বীকার করতে চলেছে পিএসজি। স্প্যানিশ প্রচারমাধ্যম Fichajes নতুন দলবদলের গুঞ্জনে হাওয়া ছড়িয়ে জানিয়েছে নেইমারকে ছেড়েই দিতে চাইছে পিএসজি। বলা হচ্ছে চলতি গ্রীষ্মেই ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিক্রি করে দিতে চাইছে ক্লাব। এমনকি নেইমারকে ছাড়তে ক্লাব এতটাই বদ্ধপরিকর যে মাত্র ৫০ মিলিয়ন পাউন্ডেই নেইমারের জন্য দর কষাকষি করতে চাইছে প্যারিস সাঁ জা।
আরও পড়ুন: পৃথিবী ছড়িয়ে মহাকাশেও এবার মার্টিনেজ! বিরাট কীর্তিতে সেলাম আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভসজয়ী কিপারকে
আরও বলা হচ্ছে, গত মরশুমেই নেইমারের জন্য দর শুনতে আগ্রহী ছিল প্যারিসের ক্লাবটি। তবে সেবার নেইমারের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের দর হেঁকে বসায় আগ্রহী ক্লাবরা ইচ্ছুক থাকলেও এগোতে পারেনি। তবে এবার পিএসজি নিজেদের স্ট্যান্স বদলেছে। কম দামেই নেইমারকে ছাড়তে প্রস্তুত তারা। এর পিছনে এমবাপের শর্ত কাজ করছে বলে আলোচনা শুরু হয়েছে।
জানা যাচ্ছে নেইমারকে পাওয়ার বিষয়ে এখনই আগ্রহ প্রকাশ করেছে ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড। এর আগে লা লিগায় খেললে নেইমারের পরবর্তী গন্তব্য যে ইপিএল-ই হতে চলেছে, তা অনেকটাই নিশ্চিত।
এর আগে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেই মেসির সঙ্গে চুক্তি বর্ধিত করার বিষয়টি আলোচনা করা হবে।
আরও পড়ুন: বিয়ে না করেই বান্ধবীর সঙ্গে সহবাস! সৌদিতে কড়া শাস্তিতে পড়তে পারেন রোনাল্ডো
নেইমারকে রাখার বিষয়ে কোনও নিশ্চয়তা না দিলেও পিএসজি আগে জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি বাড়াতে ইচ্ছুক তারা। মেসি ২০২১-এ বার্সা ছেড়ে দুই বছরের চুক্তিতে পা রেখেছিলেন প্যারিসের ক্লাবে। চলতি গ্রীষ্মেই মেসির চুক্তি শেষ হচ্ছে। তবে গোটা সিজনে ১২ গোল এবং ১৪ এসিস্ট সমেত মেসি পিএসজির জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন।
আল খেলাইফি স্কাই স্পোর্টস-কে এর আগে জানান, "ও চলতি সিজনে দারুণ ছন্দে রয়েছে। ক্লাব তো বটেই জাতীয় দলের হয়েও গোল, এসিস্ট দুটোই করে চলেছে। আমরা ঠিক করেছি, বিশ্বকাপের পরে ওঁর সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসব। দুই পক্ষই যাতে চুক্তি নিয়ে সন্তুষ্ট হয়, সেটাই আমরা নিশ্চিত করব।"