মমতা জমানায় পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ছুটি সংখ্যা বেড়েছে। সেই তালিকায় যুক্ত হল আরও তিনটে ছুটি। বিমা সংস্থা ও ব্যাঙ্কের কর্মীরাও এই ছুটি পাবেন।
পশ্চিমবঙ্গের অর্থ দফতর প্রকাশিত রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে। সেই অনুসারে, ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। পাশাপাশি জন্মাষ্টমী ও ছট পুজোতেও ছুটির কথা ঘোষণা করা হয়েছে। এনআই অ্যাক্ট অনুযায়ী, এই ছুটি দেওয়া হচ্ছে।
এতদিন পর্যন্ত এনআই অ্যাক্ট অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীরা ২১টি পেতেন। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ২৪-এ। এবার ১ জানুয়ারি থাকছে ছুটি পাচ্ছেন রাজ্য সরকার সহ ব্যাঙ্ক ও বিমা সংস্থার কর্মীরা। এছাড়া জন্মাষ্টমীর উপলক্ষে ২৬ অগাস্ট ও ছটপুজোয় ৭ নভেম্বরও ছুটি থাকবে।
চলতি বছর নভেম্বরে রাজ্য সরকারি কর্মীদের একাংশের ডিএ বাড়ানোর দাবি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দাবি করেছিলেন, সরকারি কর্মীদের ডিএ দেওয়া বাদ্যতামূলক নয়, ঐচ্ছিক। সেই সঙ্গেই বলেছিলেন,'ওরা (কেন্দ্রীয় সরকার) বেশি ছুটি দেয় না। আমরা প্রায় ৪০ দিন ছুটি দিই।' কর্মীদের যুক্তিসঙ্গত ছুটির দাবি থাকলে তা মানা হবে বলেও জানিয়েছিলেন। শেষপর্যন্ত কর্মীদের বহু দিনের এই তিনটে ছুটিওতে মান্যতা দিল রাজ্য সরকার। খুশি রাজ্য সরকারি কর্মীরা।
আরও পড়ুন- অপসারণের পর কোথায় চললেন? ইঙ্গিতবাহী দাবি অনুপম হাজরার!
আরও পড়ুন- এক প্রণামেই দফারফা, ‘গুরু’ শিশিরের পা ছোঁয়ায় কাঁথির চেয়ারম্যানকে কী নির্দেশ তৃণমূলের?
আরও পড়ুন- ‘চৈতন্যদেবের সার্থক উত্তরসূরী মমতা’, শোরগোল ফেলা দাবি ব্রাত্য’র
আরও পড়ুন- গঙ্গাসাগর মেলা বৈঠক: ভিআইপি’দের কী বার্তা মুখ্যমন্ত্রী মমতার?