ইয়াসের দাপটে তছনছ অবস্থা দিঘার। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে দিঘার বিস্তীর্ণ এলাকা। তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকছে রাস্তায়। রাস্তা টপকে হোটেলেও ঢুকেছে জল। ডুবে গিয়েছে সমুদ্র সংলগ্ন দোকানগুলিও। প্লাবিত মন্দারমনি, তাজপুরও। ডুবে যায় রাস্তার উপর দাঁড় করানো মোটরবাইক, গাড়ি। এই অবস্থায় সমুদ্র তীরবর্তী ও লোকালয়ে সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ।
মন্দারমণিতে বীভৎস প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় ইয়াসের। অধিকাংশ হোটেলগুলিতে জল ঢুকেছে। বাধ ভেঙে প্লাবিত গ্রাম। তীব্র ঝোড়ো হাওয়ায় উড়ে যায় বাড়ির চাল, লন্ডভন্ড লোকালয়। বিপর্যয় মোকাবিলা দল ও সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ।
পূর্ব মেদিনীপুর জেলায় সব মিলিয়ে ৫১টি বাঁধ ভেঙে গিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে এখনও পর্যন্ত ৩.৮৮ লক্ষ লোককে সরানো হয়েছে। উপকূলবর্তী এলাকায় ৭০ কিলোমিটার নদীবাধ ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার নবান্নে এই পরিসংখ্যান দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতি সামাল দিয়ে প্রশাসন তৎপর বলে আশ্বাস দিয়েছন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সতর্ক করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন