Advertisment

ভুতুড়ে কাণ্ড? নদীর মাছ নিজেই ডাঙায় উঠছে টপাটপ! চরম শোরগোল

রুই, কাতলা, মৃগেল, টেংরা, পুঁটি এমনকী বোয়ালও পাওয়া যাচ্ছে।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Fish Malda 1

নদীর পাড়ে জ্যান্ত টাটকা মাছ।

রুই, কাতলা, মৃগেল, টেংরা, পুঁটি এমনকী বোয়ালও- বিভিন্ন জাতের মাছ নদী থেকে নিজেই পাড়ে উঠে আসছে। মনে হচ্ছে ছিপ অথবা জাল দিয়ে হয়তো কেউ মাছ মারছে। কিন্তু না। স্বভাবতই এমন অস্বাভাবিক ঘটনার খবর শুনে পুরাতন মালদায় মহানন্দা নদীর পাড়ে ভিড়ে জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে যতগুলো পারছেন, মাছ নিয়ে দৌড়চ্ছেন বাড়ির দিকে। বিনে পয়সায় টাটকা নদীর মাছ পাওয়ার এমন ভাগ্য ক'জনেরই বা হয়!

Advertisment

পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিষবাথানি এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। বুধবার সকাল থেকেই সেখানে এমন অবাক করা কাণ্ড ঘটে চলেছে। ঘটনাটি জানতে পেরে মহানন্দা নদীর পাড়ে তদারকিতে যান পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী । নিজের চোখে এমন কাণ্ড দেখে তিনিও হতবাক। যেখানে জেলেরা জাল ফেলে ঠিকমতো নদীর মাছ পান না-বলে অভিযোগ, সেখানে মাছ নিজেই ডাঙায় উঠে আসছে! এসব দেখে অবাক হয়ে প্রশাসনের লোকজনও। 

বিষয়টি জানার পর পুরাতন মালদা বিজ্ঞান মঞ্চের কয়েকজন সদস্য মহিষবাথানি মহানন্দা নদীর ঘাটে যান ব্যাপারটা দেখতে। তাঁরাও প্রাথমিকভাবে বিষয়টি পরিষ্কার করে জানাতে পারেননি। শুধু জানিয়েছেন যে, নদীতে দূষণের মাত্রা বেড়েছে। সেই কারণে হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে। 

স্থানীয় বাসিন্দাদের একাংশের আবার ধারণা, মহানন্দা নদীর জল থেকে কোনও কারণে গ্যাস উঠছে। তাই মঙ্গলবার গভীর রাত থেকে ওই নদীতে মাছ লাফালাফি করছে। নদীর কিনারায় মাছ চলে আসছে। স্থানীয় বাসিন্দাদের অবশ্য ওসব কারণ নিয়ে তেমন মাথাব্যথা নেই। মাছগুলো জ্যান্ত। চিংড়ি, আড়, পুঁটি, গুচি, বোয়াল পর্যন্ত দেদার পাওয়া যাচ্ছে। হাত দিয়েই মাছ ধরা যাচ্ছে। ব্যাস্! আর কী চাই? স্থানীয় এক মৎস্যজীবী জানালেন, এতদিন ধরে নদীতে আসছি। এমন ঘটনা আগে কখনও দেখিনি। নদীর জলে যে গ্যাস হতে পারে, জানতামই না। কিন্তু, জলে কোনও গন্ধ নেই। ঠিক কী ঘটেছে, বুঝতে পারছি না।

আরও পড়ুন- মমতার চোখে এখন ‘ভালো’ ধনখড়! কেন আনন্দ বোসে বেজায় ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী?

পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ঠ্য ত্রিবেদী বলেন, 'মহানন্দা নদীতে বিভিন্ন ধরনের নদীয়ালি মাছ ভেসে উঠছে। কী কারণে এমনটা হচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না। সকাল থেকে অসংখ্য মানুষ মাছ মারছে। তবে নদীর জল দূষিত হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। এই নদীর জল থেকে পানীয় জল সরবরাহ করা হয়। আমরা জেলা প্রশাসনকে বিষয়টি জানাব। নদীর জল পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন করা হবে।'

Maldah River fishing
Advertisment