Digha: পর্যটকদের কাছে এবার আরও বেশি সুরক্ষিত সমুদ্র নগরী দিঘা। রাজ্যের সৈকত শহর দিঘাকে গত কয়েক বছরে ঢেলে সাজিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে দিঘার সার্বিক নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সৈকত নগরীতে বেড়াতে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় পর্যটকদের একাংশকে। অনেক সময়েই এই সমস্যাটির নিরসণ করা কিছুতেই যেন সম্ভব হয়ে ওঠে না। এবার জ্বলন্ত এই সমস্যার সমাধানে নজিরবিহীন এক পদক্ষেপ করেছে দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশন।
রাজ্যের সৈকত নগরী দিঘায় গিয়ে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অনেক সময়েই পর্যটকরা প্রতারকদের খপ্পরে পড়েন। এ নিয়ে বিগত সময়গুলিতে বারবার গুচ্ছ গুচ্ছ অভিযোগ শোনা গিয়েছে পর্যটকদের মুখে। জলন্ত এই সমস্যার নিরাসনে এবার তৎপরতা নিয়েছে দিঘার হোটেল মালিক অ্যাসোসিয়েশন।
কিছুদিন আগে থেকেই দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে হোটেল বুকিং এজেন্টের সচিত্র পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু হয়। সেই পরিচয় পত্রে এজেন্টের নাম-সহ বিস্তারিত বিবরণ থাকছে। পর্যটকরা দিঘায় গিয়ে হোটেল বুকিংয়ের জন্য কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে তাঁর পরিচয়পত্রটি দেখে নিতে পারছেন। এরপরেও হোটেল বুকিংয়ের পর প্রতারিত হয়েছেন বলে মনে হলে এজেন্টের নামে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা যাবে। বেনজির এই তৎপরতার জেরে পর্যটকরা প্রভূত সুবিধা পাবেন বলেই মনে পড়ছে দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন- Kolkata Metro: অভূতপূর্ব তৎপরতা মেট্রোর! যাত্রী-স্বার্থে আরও এক ফাটাফাটি উদ্যোগের ঢালাও প্রশংসা!
দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে বিপ্রকাশ চক্রবর্তী জানিয়েছেন, পর্যটকদের কাছ থেকে এমন অভিযোগ আগেই এসেছিল। এই সমস্যার সমাধানে মাস দু'য়েক আগে থেকেই দিঘায় হোটেল এজেন্টদের সচিত্র পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু করা হয়।
গত কয়েক বছরে দিঘায় অসামাজিক কাজকর্ম বেড়েছে। অনেক সময় হোটেলগুলিকেও অসামাজিক কাজকর্মের জন্য ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই সমস্যার সমাধানেও দুরন্ত পদক্ষেপ করেছে দিঘার পুলিশ প্রশাসন। 'অতিথি' নামে একটি পোর্টাল চালু করেছে পুলিশ।
আরও পড়ুন- Travel: পাহাড়ি গ্রামের চিত্তাকর্ষক শোভায় মন মোহিত হবে! বর্ষায় উত্তরবঙ্গ বেড়ানোর সেরা ঠিকানা এটিই
সেই পোর্টালে পর্যটকরা হোটেলে ঢুকলেই তাঁদের সমস্ত তথ্য আপলোড করতে হচ্ছে হোটেল কর্তৃপক্ষকে। এই তৎপরতার জেরে পুলিশও সহজেই পর্যটকদের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জেনে যাচ্ছে। সৈকত নগরীর আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই তৎপরতাও দারুণ কাজে দিচ্ছে বলে দাবি অনেকের।