Advertisment

Eastern Rail: ভাবতেই পারবেন না! অকল্পনীয় তৎপরতায় দুরন্ত দৃষ্টান্ত রেলের

Eastern Rail-Howrah Division: রেলের এমন উদ্যোগ সত্যিই বেশ বিরল। এর আগেও যাত্রী স্বার্থে একাধিক তৎপরতা নিতে দেখা গিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে। তবে এবার গোটা সমাজের স্বার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন যে বিরল কীর্তির নজির ছুঁল, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। পূর্ব রেলের পদস্থ কর্তারাও হাওড়া ডিভিশনের এমন নজিরবিহীন তৎপরতার প্রশংসা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
train service resumed through platform no 1 to 5 at sealdah station

প্রতীকী ছবি।

Eastern Rail-Howrah Division: উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রাখতে দুরন্ত উদ্যোগ পূর্ব রেলের। পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনের প্রস্তাবিত নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চত্বর থেকে ৫০ বছরেরও বেশি সময়ের পুরনো ৭টি গাছ সফলভাবে প্রতিস্থাপন করেছে। ওই গাছগুলি রেল মিউজিয়ামের বিপরীত দিকে বসানো হয়েছে।

Advertisment

বৃক্ষরোপণ প্রক্রিয়া:

প্রায় দু'মাস আগে থেকে এই প্রক্রিয়ার শুরুটা হয়েছিল। ধাপে ধাপে কয়েকটি পদ্ধতির মাধ্যমে গোটা পর্বি চলে।

১. গাছগুলির চারপাশে ২ মিটার গভীর গর্ত করা হয়।

২. অতিরিক্ত শিকড় কাটা হয়। ২৫ মেট্রিক টন ক্রেনের সাহায্যে গাছগুলি সাবধানে উপড়ে ফেলা হয়।

৩. প্রায় ১ কিলোমিটার দূরে ট্রাকে করে গাছগুলিকে নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়।

৪. নিমের তেল দিয়ে শিকড়গুলি ভেজানো হয়।

৫. আগে থেকে গর্ত খুঁড়ে রাখা হয়। সেই গর্তে জৈব রাসায়নিক সার ঢালা হয়।

৬. গর্তে গাছগুলিকে রেখে সেখানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। সেই গর্তে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয়। এই গোটা পর্বটি চলেছে প্রায় ১০ ঘণ্টা ধরে।

আরও পড়ুন- Kolkata Metro: ভাবতেই পারবেন না! অভূতপূর্ব সাফল্যের শিখর স্পর্শ কলকাতা মেট্রোর

আরও পড়ুন- Hilsa Fish: থলে-ভর্তি করে নকল ইলিশ কিনছেন না তো? আসল চিনবেন কীভাবে?

হাওড়ার বিভাগীয় রেল ব্যবস্থাপক সঞ্জীব কুমার বলেন, "গাছ লাগানোর মাধ্যমেই পরিবেশ সুরক্ষা সম্ভব। আজ যে গাছ লাগানো হয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মকে অক্সিজেন সরবরাহ করবে। এটি হাওড়া বিভাগে বৃক্ষ প্রতিস্থাপনের প্রথম এবং একমাত্র উদ্যোগ, যেখানে সফলভাবে সাতটি গাছ পুনরুদ্ধার ও একসঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে।"

Indian Railways Eastern Railway Howrah Division tree plantation
Advertisment