বাংলার মুকুটে আবারও যুক্ত নয়া পালক। সারা দেশের মধ্যে পর্যটনে শ্রেষ্ঠ গ্রামের শিরোপা ছিনিয়ে নিল বাংলারই একটি গ্রাম। অভূতপূর্ব এই সাফল্যের দিনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূদূর দুবাইয়ে বসেই এই গর্বের তথ্য নিজের এক্স হ্যান্ডে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পর্যটনে দেশের সেরা গ্রামের বাসিন্দাদের অভিনন্দনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পর্যটনে দেশের সেরা বাংলার কোন গ্রাম?
ভারত সরকার পর্যটনে দেশের সেরা গ্রাম হিসেবে মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে বেছে নিয়েছে। দেশের ৩১টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন জানানো হয়েছিল। ২০২৩ সালে এদের মধ্যে থেকে 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে বেছে নেওয়া হয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে। পর্যটন মন্ত্রকের তরফে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
অভূতপূর্ব এই সাফল্যে উছ্বাসে ভাসছেন মুখ্যমন্ত্রী! কী লিখলেন নিজের এক্স হ্যান্ডেলে?
"আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালে সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে। পর্যটন মন্ত্রক আগামী ২৭ সেপ্টেম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠান করবে। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা!"
আরও পড়ুন- Special: ‘রাজা’ নেই, বসে না দরবার! একদা গমগম করা কেষ্ট-নিবাস আজ খাঁ খাঁ!
উল্লেখ্য, দেশে যতগুলি শক্তিপীঠ রয়েছে তাদের অন্যতম মুর্শিদাবাদের এই কিরীটেশ্বরী। এই গ্রামের মন্দিরটি হিন্দুধর্মের শাক্ত মতের পবিত্র শক্তি পীঠগুলির অন্যতম। কিরীটেশ্বরী মন্দিরে মোটামুটি সারা বছরই ভক্তদের সমাগম থাকে। দেবী পার্বতীর মুকুট এখানে পড়েছিল বলে পুরাণে কথিত রয়েছে।
এলাকাবাসীদের দাবি, এই গ্রামের মন্দিরটি প্রায় ১ হাজার বছরের পুরনো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে যান এই মন্দিরে। তবে এই গ্রামটি দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় এবার এলাকায় পর্যটনের আরও উন্নয়ন হবে বলে আশাবাদী স্থানীয়রা।
আরও পড়ুন- যেন এক নিঃশ্বাসেই গিলে নেবে সর্বস্ব! সুন্দরবনের গ্রামে প্রকাণ্ড জীবের খোঁজ!