Advertisment

Kolkata Metro: পাতালপথে দুগ্গা দর্শনে ফাটাফাটি বন্দোবস্ত! যাত্রী-স্বার্থে পঞ্চমী to একাদশী মেট্রোর বাম্পার উদ্যোগ

Metro Railway Kolkata: কলকাতা শহরে ঠাকুর দেখার ক্ষেত্রে দর্শনার্থীদের অন্যতম পছন্দের মাধ্যম হল কলকাতা মেট্রোরেল। এবারও পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে দারুণ সব বন্দোবস্ত করেছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

Joyprakash Das এবং Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Metro,Metro,metrorail,metro railway kolkata,durga puja 2024,কলকাতা মেট্রো,মেট্রো,মেট্রো রেল,দুর্গাপুজো ২০২৪

মেট্রোয় চেপে ঠাকুর দেখার মজা এবার আরও বাড়বে।

Kolkata Metro-Durga Puja 2024: প্রতিবারই দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় বিপুল ভিড় হয়। শহর কলকাতায় দুর্গা দর্শনের অন্যতম পছন্দের মাধ্যম হল পাতালপথ। অন্যবারের মতো এবারেও দুর্গাপুজোর দিনগুলিতে মেট্রোয় বিপুল ভিড় হবে বলে আশাবাদী আধিকারিকরা। যাত্রীদের মসৃণ পরিষেবা উপহার দিতে এবারেও ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ধরনের বন্দেবাস্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেব্যাপারেই মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। 

Advertisment

মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি: 

পুজোর দিনগুলিতে প্রত্যাশিত বিপুল ভিড়ের মোকাবিলায় সব ধরনের বন্দোবস্ত করেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ব্লু লাইনে সপ্তমী (১০.১০.২৪), অষ্টমী - নবমী (১১.১০.২৪) রাত্রিব্যাপী ট্রেন চালানো হবে। গ্রিন লাইন-১-এ মধ্যরাত পর্যন্ত এবং পুজোর দিন গ্রিন লাইন-২-এ রাত পৌনে দুটো পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমস্ত মেট্রো স্টেশনে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে। আশা করা হচ্ছে যে অন্যান্য বছরের মতো এই বছরও মেট্রো রেলওয়ে প্যান্ডেল হপারদের জন্য সবচেয়ে পছন্দের মাধ্যম হবে। 

মেট্রো রেলওয়ের উচ্চপদস্থ কর্তারা ভিড় পর্যবেক্ষণ ও পরিচালনা করতে বিভিন্ন মেট্রো স্টেশনে উপস্থিত থাকবেন। প্যান্ডেল হপারদের ভিড় সামলাতে এই দিনগুলিতে ব্লু লাইন এবং গ্রিন লাইনের বিভিন্ন মেট্রো স্টেশনে ১০০ জনেরও বেশি অতিরিক্ত কর্মী মোতায়েন করা হবে।

পরিস্থিতির প্রয়োজনে স্টেশনগুলিতে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে। বুকিং কাউন্টারে অতিরিক্ত টোকেন এবং স্মার্ট কার্ডও দেওয়া হবে যেকোন জরুরি অবস্থার জন্য। মেট্রো ব্যবহারকারীদের তাদের স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ব্যবহার করার পাশাপাশি ব্লু লাইন, গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-এ ভ্রমণের সময় ইন্টিগ্রেটেড মোবাইল ভিত্তিক QR কোড টিকিট বুক করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন- Kolkata Metro-Durga Puja 2024: পুজোয় মেট্রোয় চড়ে ঠাকুর দেখার উৎসাহ আরও বাড়বে, ফাটাফাটি বন্দোবস্তের ঢালাও প্রশংসা!

প্যান্ডেল-হপারদের সহায়তার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে "May I Help You" বুথ খোলা হবে। দমদম, মহাত্মা গান্ধী রোড, কালীঘাট এবং হাওড়া মেট্রো স্টেশনে বিশেষ প্রাথমিক চিকিৎসার পোস্ট পাওয়া যাবে। আধিকারিক ও কর্মীরা পুজোর দিনগুলিতে মেট্রো রেল ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বাস্তব সময়ের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং যাত্রীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবেন।

আরও পড়ুন- Kalyani ITI More Durga Puja 2024: কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোয় যাবেন? ভিড় এড়িয়ে দ্রুত পৌঁছোতে ফাটাফাটি এই রুট ধরুন

জরুরি অবস্থা বিবেচনা করে, মেট্রো যাত্রা নিরাপদ ও সুরক্ষিত করার জন্য ৮.১০.২০২৪ (পঞ্চমী) থেকে ১৩.১০.২৪ (একাদশী) পর্যন্ত মেট্রো চত্বরে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে, দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, সোভাবাজার-সুতানুটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, কবি নজরুল, কবি সুভাষে অতিরিক্ত RPF এবং অন্যান্য কর্মী মোতায়েন করা হবে। , শিয়ালদহ ,বেঙ্গল কেমিক্যাল, এসপ্ল্যানেড (নতুন), হাওড়া এবং হাওড়া ময়দান স্টেশন।  

আরও পড়ুন- Eastern Rail: অভূতপূর্ব! মসৃণ যাত্রী পরিষেবায় আরও এক ধাপ! দুরন্ত কীর্তির নতুন রেকর্ড রেলের

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে:

১. যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবেলায় কুইক রেসপন্স টিম (QRT) এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বিভিন্ন স্টেশন ও ট্রেনে মোতায়েন করা হবে। কুইক রেসপন্স টিম অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত থাকবে।
 
২. মহিলা এবং শিশুদের নিরাপত্তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা RPF টিমগুলি ট্রেন এবং স্টেশনগুলিতে মোতায়েন করা হবে।
 
৩. পর্যাপ্ত সংখ্যক RPF এবং কর্মীরা ভিড় নিয়ন্ত্রণের জন্য প্ল্যাটফর্ম তৈরি করবে যাতে একটি স্পষ্ট নির্দেশনা থাকে যে কোনও যাত্রী হলুদ লাইনের চিহ্ন, টানেল/ভায়াডাক্ট মুখ অতিক্রম করবেন না।
 
৪. মিড-পয়েন্ট শ্যাফ্ট, কুলিং টাওয়ার, পাম্প হাউস, বৈদ্যুতিক সাব-স্টেশন ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হবে।
 
৫. নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ এবং সেন্ট্রাল পার্ক কার্শেডেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে পুজোর দিনগুলিতে।

আরও পড়ুন- Durga Puja 2024: হঠাৎই এই রাজবাড়ির পুজো বন্ধ হয়ে যায়, ফের চালুর নেপথ্যের গল্পটা আজও চর্চায়

আরও পড়ুন- Durga Puja 2024: পুজোর থিমে 'কুরুক্ষেত্র', সেরার সেরা চমক দিতে তৈরি জেলার এই পুজো

৬. ডগ স্কোয়াড ৮.১০.২৪ থেকে ১৩.১০.২৪ পর্যন্ত প্রয়োজনীয় নাশকতাবিরোধী চেকিং করার জন্য উচ্চ সতর্ক থাকবে।
 
৭. দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, সোভাবাজার-সুতানুটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, কবি নজরুল, কবি সুভাষ, শিয়ালদহ, বেঙ্গল কেমিক্যাল (এসপ্লানা) এ RPF অফিসার ও কর্মচারীদের মোতায়েন করা হবে। নতুন), হাওড়া এবং হাওড়া ময়দান স্টেশনগুলি যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করতে এবং যে কোনও আকস্মিক ভিড় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
 
৮. গোয়েন্দা ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা জনাকীর্ণ স্টেশনে নজরদারি রাখতে ঘুরে বেড়াবেন।
 
৯. সিসিটিভি ফুটেজ নিরীক্ষণ এবং সঠিক ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্মকর্তারা নিরাপত্তা নিয়ন্ত্রণে উচ্চ সতর্ক থাকবেন।

আরও পড়ুন- Durga Puja 2024: সন্ধে নামলেই বন্যপ্রাণীর আতঙ্ক! পুজোতে আনন্দের কথা ভাবতেই পারেন না এই গ্রামের বাসিন্দারা

১০. কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে PA সিস্টেমের মাধ্যমে ঘন ঘন ঘোষণা করা হবে।  যাত্রীদের সহায়তা এবং কার্যকর ভিড় ছত্রভঙ্গ করার জন্য RPF কর্মীরা লাউড হেলারগুলিও ব্যবহার করবে।
  
১১. দুর্গাপূজার সময় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং রেকর্ড রাখার জন্য বিভিন্ন মেট্রো স্টেশনের সময় সময় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা হবে।

kolkata metro Durga Puja Metro
Advertisment